মুক্তকথা
Trending

কোথা থেকে বইয়ের প্রতি এসেছে ভালোবাসা?- হুসাইন মুহাম্মাদ

কোথা থেকে বইয়ের প্রতি এসেছে ভালোবাসা?

চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা খুব ভালোই কেটেছে আমার। কিভাবে ভালো কেটেছে? পাঠক এ-ই গল্পটাই আজ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

অমর একুশে গ্রন্থমেলা চলে পহেলা ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ফেব্রুয়ারী মাসের শেষদিন পর্যন্ত। আমি তখন বাংলাদেশ সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “নিউজ নাউ বাংলা” পরিবারে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কাজ করি।

অফিস থেকে আমার পুরো মাসের মধ্যে ৭দিন অ্যাসাইনমেন্ট ছিল মেলা প্রাঙ্গণে। ১ম দিন মেলায় গিয়ে দেখা মিলে তরিকুল ইসলাম সৌরভ ভাইয়ের। তার সাথে ছবি তুলতে গিয়ে ডানে তাকিয়ে দেখি আমার প্রিয় লেখক এবং প্রিয় কবি “খান মুহাম্মদ রুমেল” ভাই কোন একজন মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলছে।

কোথা থেকে বইয়ের প্রতি এসেছে ভালোবাসা?- হুসাইন মুহাম্মাদ
খান মুহাম্মদ রুমেল এর সাথে প্রিয়জানালার কন্টেন্ট রাইটার হুসাইন মুহাম্মাদ

আমি সেই দিন তাকে আর কোন বিরক্ত করিনি, তার সাথে কথা বলার-ও চেষ্টা করিনি। তা ঠিক দুদিন পরে আমার আবার অ্যাসাইনমেন্ট মেলা প্রাঙ্গণে। দিনটি ছিল শুক্রবার ছুটির দিন, বেলা সাড়ে ১১টা থেকে থাকবো বিকাল ৫টা পর্যন্ত এরকম একটি প্রস্তুতি নিয়ে আমি এসেছি বাসা থেকে।

দুপুর ১২টায় দেখা হয়ে গেল, এখন টিভির নিউজ প্রেজেন্টার এবং রিপোর্টার তানজিম শাফিন ভাইয়ের সাথে। তখন আমি তার সাথে কিছু সময় কথাবার্তা বলে চলে যাই জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে ফোন করি “খান মুহাম্মদ রুমেল” ভাইকে। ভাই বলল, তুমি থাকো – আমি আসছি – শাহবাগ আছি।

কোথা থেকে বইয়ের প্রতি এসেছে ভালোবাসা?- হুসাইন মুহাম্মাদ
দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই- লেখকঃ খান মুহম্মদ রুমেল

আমি অপেক্ষায় রইলাম। এরপর ভাইয়ের সাথে দেখা করলাম তার দুটি বই নেওয়ার আগ্রহ প্রকাশ করলাম। দুইটি বইয়ে ভাই স্মারকলিপি প্রদান করলেন এবং আমাকে নিজে থেকে আরেকটি বই উপহার দিলেন। এবার এই তিনটি বই নিয়ে বাসার উদ্দেশ্যে আমার যাত্রা।

বাসায় এসে সাথে সাথে ফ্রেশ হয়ে, ব্যাগ থেকে তিনটি বই বের করে নেড়ে চেড়ে দেখা, নতুন বইয়ের সুগন্ধ নাকে নেওয়ার চেষ্টা। আমার কাছে সবগুলো বইয়ের সূচিপত্র পড়ে, যে বইটি খুব বেশি ভালো লেগেছে তার নাম “দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই“।

কোথা থেকে বইয়ের প্রতি এসেছে ভালোবাসা?- হুসাইন মুহাম্মাদ
প্রিয়জানালার কন্টেন্ট রাইটার হুসাইন মুহাম্মাদ

বইটি মাত্র চার দিনের মধ্যেই পড়ে শেষ করলাম। এর আগে আমার মনে পড়ে না যে, আমি কখনো একটি বই পড়ে পুরোপুরি শেষ করেছি। এরপরে আরেকটি বই ‘অন্ধ তিরন্দাজ‘ পড়ার জন্য মন ছটফট শুরু করেছে। সেই বইটি পড়তে অবশ্য অনেকদিন সময় লেগেছে। নতুন অভিজ্ঞতার যে একটি প্রাপ্তি, তার ভালোলাগ উচ্ছাস-উদ্দীপনাটাই যেন একটু ভিন্ন।

আমি আজ পর্যন্ত মোট ৬টি বই পড়েছি। আমার এই বই পড়ার পেছনে যার কৃতিত্ব পুরোপুরি মিশে আছে, তিনি প্রিয় কবি “খান মুহাম্মদ রুমেল” ভাই।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আশা করছি আরো বেশি লিখবেন, আমরা যারা আপনার পাঠক আছি আমাদেরকে, বই পড়ার নেশা আরেকটু বৃদ্ধি করবেন!

লেখকঃ হুসাইন মুহাম্মাদ, ঢাকা (প্রিয়জানালা কনটেন্ট রাইটার )

প্রিয় পাঠক, লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই ঠিকানায় –

[email protected]

প্রিয়জানালা মুক্তকথা বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব,প্রিয়জানালা সকল মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল।

আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা
Back to top button