স্মার্টফোন ফাস্ট রাখার টিপস – মোবাইল টিপস
হাতের স্মার্টফোন ফাস্ট রাখতে আমরা সবাই চাই। কিন্তু কেনার কিছুদিনের মধ্যে আমাদের স্মার্টফোনটি স্লো হতে শুরু করে। এর কারণ আমরা নিজেরাই।
আজ তাই স্মার্টফোন ফাস্ট রাখার টিপস নিয়ে আলোচনা করব।
১. অপ্রয়োজনীয় অ্যাপস আনইন্সটল
নতুন ফোন হাতে পেলেই আমরা একের পর এক অ্যাপস ডাউনলোড করতে থাকি। সেই অ্যাপগুলো আমাদের কোন কাজে না আসলেও সেগুলো আনইন্সটল করতে ভুলে যাই আমরা। এভাবে প্রতিদিন ফোনের স্টোরেজ নষ্ট হয়। অ্যাপসে ক্যাশ কুকিজ জমে স্মার্টফোন স্লো হয়ে যায়৷ তাই অপ্রয়োজনীয় অ্যাপস আনইন্সটল করে দিতে হবে। শুধু প্রয়োজনীয় অ্যাপস রাখলে ফোন ফাস্ট থাকবে।
২. ক্যাশ কুকিজ ডিলিট
প্রতিটি অ্যাপস এ ক্যাশ কুকিজ জমে যায়, যা স্মার্টফোন স্লো হওয়ার অন্যতম কারণ। তাই প্রতিটি সেটিংস এর অ্যাপস এবং স্টোরেজ অপশন থেকে প্রতিটি অ্যাপসের ক্যাশ কুকিজ নিয়মিত ডিলিট করুন। এতে করে ফোন হ্যাং হবেনা। স্মার্টফোন ফাস্ট কাজ করবে।
৩. স্ক্রিনশট ও ছবি ডিলিট করুন
কাজে লাগুক বা নাই লাগুক হুটহাট, যখন তখন স্ক্রিনশট নেওয়ার অভ্যাস আছে আমাদের সকলেরই৷ এই স্ক্রিনশটগুলো জমে অনেক স্টোরেজ দখল করে। একটা ছবি পারফেক্ট তুলতে গিয়ে বাড়তি তোলা ছবিগুলোও জমে গিয়ে ফোনের স্টোরেজ দখল করে ফেলে। তাই ফোন ফাস্ট রাখতে চাইলে নিয়মিত স্ক্রিনশট এবং অপ্রয়োজনীয় ছবি ডিলিট করে দিন। এছাড়া যেসব ফাইলের ডুপ্লিকেট কপি আছে, সেগুলোর অরিজিনাল কপি রেখে বাকিগুলো নিয়মিত ডিলিট করুন।
৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপস
একটা অ্যাপস ইউজ করতে করতে আরেকটা অ্যাপে চলে যাওয়ার অভ্যাস আমাদের সকলেরই আছে৷ এভাবে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস থাকলে সব অ্যাপসই এক সময়ে চালু থাকে। ফলে অতিরিক্ত প্রেসারে স্মার্টফোন হ্যাং হয়, ফোন একেবারে স্লো কাজ করে। তাই ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপস না রেখে খুব প্রয়োজনীয় অ্যাপসগুলোই রাখুন।
৫. স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী অ্যাপস ব্যবহার
প্রতিটি ফোনের স্টোরেজ, র্যাম, রম অনুযায়ী অ্যাপস ব্যবহার করা উচিত। ভারী অ্যাপস যেমন ক্ল্যাশ অফ ক্ল্যানস, ব্যাটল রয়্যাল গেমস, এ ধরনের ভারী অ্যাপস ফোনের অনেক স্টোরেজ দখল করে এবং ফোন স্লো করে ফেলে৷ তাই স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী অ্যাপস ব্যবহার করুন। ফোন ফাস্ট থাকবে।
৬. ক্ষতিকর অ্যাপস ডাউনলোড না করা
স্টোরেজ ক্লিনার অ্যাপগুলো নিজেরাই ভাইরাস বা জাঙ্ক ফাইল। তাই এ ধরনের অ্যাপস ইন্সটল করা উচিত নয়। লাইভ ওয়ালপেপার, প্রোফাইল ভিজিটর চেকিং অ্যাপ, ক্যাসিনো অ্যাপ, ফিউচার ডিটেক্টর অ্যাপ, অপরিচিত অ্যাপ এগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকুন। এগুলোতে ভাইরাস থাকে যা ইন্সটল করার পরপরই ফোন স্লো হয়ে যায়, প্রায়ই হ্যাং হতে থাকে৷ অনেক সময় আনইন্সটল করার পরও ফোন ফাস্ট কাজ করেনা। তাই যেকোন অ্যাপ ইন্সটল করার আগে ট্রাস্টেড কিনা যাচাই করে নিন।
স্মার্টফোন কতদিন ভালো সার্ভিস দেবে তা সঠিক ব্যবহারের উপর অনেকটাই নির্ভর করে। তাই হাতের সাধের স্মার্টফোনটি ফাস্ট রাখতে উপরিউক্ত টিপসগুলো অনুসরণ করলে স্মার্টফোন সহজে স্লো হবে না, ফাস্ট কাজ করবে।