Content Writingtechnology

বাংলা কন্টেন্ট রাইটিং জব – বাংলা কন্টেন্ট রাইটিং শুরু করুন প্রিয়জানালায়

যারা বাংলা কন্টেন্ট রাইটিং জগতে নতুন তাঁরা কন্টেন্ট রাইটিং শুরু করুন প্রিয়জানালায়

কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে কি আয় করা সম্ভব?

 

হ্যা অবশ্যই। কন্টেন্ট রাইটিং এর কাজ এর যথেষ্ট ভালো মুল্য রয়েছে। একজন কন্টেন্ট রাইটার মাসে ১ হাজার থেকে ১ লাখ টাকা (কাজ ও অভিজ্ঞতার ভিত্তিতে) আয় করতে পারেন। আর আজকের দুনিয়ায় কন্টেন্ট এর চাহিদা বেড়েই চলেছে। আবার আপনি নিজে ওয়েবসাইট তৈরি করে নিজে অনেক টাকা আয় করতে পারবেন। নানা ধরনের মার্কেট প্লেসে কাজ করে আয় করতে পারেন। একজন অভিজ্ঞতা সম্পন্ন কন্টেন্ট রাইটার হয়ে গেলে বিভিন্নধরনের মার্কেটপ্লেসে আপনি কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে অনেক টাকা আয় করতে পারবেন। আর একজন অভিজ্ঞতা সম্পন্ন কন্টেন্ট রাইটার এর অনেক ডিমান্ড রয়েছে। একজন অভিজ্ঞতা সম্পন্ন কন্টেন্ট রাইটার হয়ে মার্কেট প্লেসে কাজ করে কত টাকা আয় করা সম্ভব তা সর্বসাধারণের ধারণার বাইরে।

 

কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে কি ক্যারিয়ার গড়া সম্ভব?

 

অনলাইন পোর্টালগুলো তে শুরুতে যোগদান করার মাধ্যমে আপনি একজন সাব এডিটর বা সিনিয়র রাইটার হতে পারবেন। ভাল হলে চীফ এডিটর হিসেবে নিয়োগ পাওয়া যাবে। অ্যাড-এজেন্সিতে কাজ করলে ৪-৫ বছর পর সিনিয়র কপিরাইটার এর পদ পাওয়ার সুযোগ আছে। আবার ফ্রিলেন্সিং এর মাধ্যমে ক্লায়েন্টের কাছে থেকে বড় কম্পানি তে কাজ করার সুযোগ আসতে পারে। অর্থাৎ একজন অভিজ্ঞতা সম্পন্ন কন্টেন্ট রাইটার হয়ে গেলে তার ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ হবে। 

প্রিয়জানালায় কন্টেন্ট রাইটিং জব

 

আমরা ফেইসবুকে কন্টেন্ট রাইটার চেয়ে পোস্ট দেয়ার পরে প্রায় ৫০০+ রিকুয়েস্ট আসছে তার মধ্য থেকে সকলের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয়নি আমরা ম্যাক্সিমামের সাথে কথা বলে  ৫-৬ জন সরাসরি টিমে নিয়েছি যারা প্রফেশনাল এবং কন্টেন্ট লেখায় অভিজ্ঞ সে কারণে আমরা তাদের লেখায় পেমেন্টও করবো। এত পরিমাণে রিকুয়েস্ট আসছে যে সবাইকে নেয়া হয়নি এবং কথা বলা হয়নি। ম্যাক্সিমামের সাথে কথা বলে দেখলাম যে তাঁরা নতুন এবং অনেকেই কন্টেন্ট রাইটিং সম্পর্কে তেমন জানেনা তবে আগ্রহ আছে । যাদের আগ্রহ আছে তাদের আমরা ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার হিসেবে নিবো অর্থ্যা তাঁরা আপাতত লেখার জন্য টাকা পাবেনা তবে দক্ষতা ও আগ্রহ থাকলে অবশ্য আমরা মূল টিমে তাদের সুযোগ দিবো। নতুন যারা আছে তাদের কথা ভেবে তাদের কন্টেন্ট রাইটিং বিষয়ে সাহায্য করার জন্য আমাদের এই পোস্ট। আশা করি নতুন যারা আছে তাঁরা উপকৃত হবে।

 

বাংলা কন্টেন্ট রাইটিং জব

 

 

 

প্রিয়জানালা ভলান্টিয়ার কন্টেন্ট রাইটারঃ

 

কেউ কেউ শখের বশে লেখালেখি করতে পছন্দ করেন  কিন্তু, লেখার মান, লেখার স্টাইল ভালো হলে এই শখের কাজ থেকেই আর্ন করা সম্ভব। এছাড়া আপনার লেখা যদি অনলাইনে প্রকাশিত হয় তাহলে তো আপনি সবার কাছ থেকে পাবেন বাড়তি সুনাম। আমাদের ওয়েবসাইটের নাম প্রিয়জানালা- যা একটি বাংলা তথ্যমূলক ওয়েবসাইট। আপনি যদি ব্লগিং ও বাংলা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তাহলে আপনিও প্রিয়জানালার অংশ হিসেবে ভলান্টিয়ার হিসেবে আমাদের টিমে সাথে কাজ করার সুযোগ পেতে পারেন। বিজ্ঞান,ইতিহাস, তথ্য প্রযুক্তি, বিউটি টিপস, হেলথ টিপস, টেকনোলজি টিপস, ভ্রমন টিপস, রান্না টিপস, বই রিভিউ,সিনেমা/ওয়েব সিরিজ রিভিউ , নতুন টেকনোলজি রিভিউ, বিভিন্ন দেশ ও দার্শনীক স্থান, খেলাধুলা, পড়াশুনা,স্বাস্থ্য টিপস, রান্না টিপস, সাধারণ জ্ঞান, বিশ্ব পরিচিতি, বিভিন্ন শুভেচ্ছা বার্তা, চাকরির খবর,  বিনোদন,টেকনোলজি টিপস, বিভিন্ন টিপস, কম্পিউটার বিল্ড, ট্র্যাভেল, ফ্যাশন,গল্প,কবিতা,রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং মেইল করুন-[email protected]এ ঠিকানায় অথবা WhatsApp- 01572218428 লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

 

আমাদের ফেইসবুক পেইজঃ www.facebook.com/priyojanala 

প্রিয়জানালায় ভলান্টিয়ার কন্টেন্ট রাইটারদের লেখার মান ভাল হলে ও লেখার আগ্রহ থাকলে আমরা তাদের আয় করার সুযোগ দিয়ে থাকি। আমরা লেখা প্রতি ২০-১০০ টাকা পর্যন্ত প্রদান করে থাকি।

বাংলা কন্টেন্ট রাইটিং জব - বাংলা কন্টেন্ট রাইটিং শুরু করুন প্রিয়জানালায়
 

 

 

প্রিয়জানালায় ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার হিসেবে লিখতে চাইলে- আপনার সংক্ষিপ্ত তথ্য আমাদের  মেইল করুন[email protected] অথবা WhatsApp- 01572218428 করুন। অথবা আমাদের ফেইসবুক পেইজের ইনবক্স করুন। 

ভলান্টিয়ার হিসেবে কাজ করে কি লাভ হবে?

 

আপনি যেহেতু কন্টেন্ট রাইটিং জগতে নতুন সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট রাইটিং সম্পর্কে সঠিক পথ দেখানো হবে। কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং কেন?কন্টেন্ট রাইটিং কিভাবে করতে হবে? কন্টেন্ট রাইটিং করে কিভাবে আয় করবেন? বিস্তারিত গাইডলাইন পাবেন। প্রিয়জানালায় আপনার লেখা প্রকাশ হলে আপনি লেখাটি আপনার কন্টেন্ট রাইটিং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে রেফারেন্স হিসেবে কাজ করবে। কন্টেন্ট রাইটিং জবের এপ্লাই করার ক্ষেত্রে আপনার এই লেখা গুলো রেফারেন্স হিসেবে সহজে তুলে ধরতে পারবেন। একটা কথা মনে রাখবেন কন্টেন্ট রাইটিং হুট করে শুরু করলেই তা থেকে আর্ন করা যায় না কেননা আপনার লেখা দিয়ে প্রতিষ্ঠানের লাভ না হলে আপনাকে তো টাকা দিবে না! তাই প্রচুর ব্লগ পড়তে হবে এবং গবেষণা করতে হবে সেই সাথে প্রচুর লিখতে হবে। আপনার লেখা যখন মানসম্মত হবে তখন এমনিতেই আপনার শ্রমের মূল্য পাবেন।

 

আয়ের বিষয়টি নির্ভর করে আপনার লেখার দক্ষতা ও আগ্রহের উপর। আপনার লেখা মানসম্মত হতে থাকলে আমরা আমাদের মূল টিমে সুযোগ দিবো যেখানে আপনি প্রতিটি আর্টিকেলের বিনিময়ে ৫০-১০০+ টাকা উপার্জন করতে পারবেন।  

 

যে লেখা প্রিয়জানালায় এপ্রুভ হবে নাঃ  

 

কোন প্রকার কপি-পেস্ট করা লেখা প্রিয়জানালায় এপ্রুভ করা হয় না। আমরা আমাদের কন্টেন্ট রাইটারদের লেখা গুলো সফটওয়্যার এর মাধ্যমে এনালাইসিস করি সেক্ষেত্রে কপি-পেস্ট কন্টেন্ট সহজেই ধরে ফেলতে পারি। কপি-পেস্ট লেখা আপনার সময় নষ্ট হওয়া ছাড়া আর কোন কিছুই হবে না। প্রিয়জানালায় ধর্মীয় উস্কানি কিংবা কোন রাজনৈতিক বিষয়ে লেখা এপ্রুভ করা হয় না। কন্টেন্ট রাইটারদের লেখার মধ্যে অতিরিক্ত ভুল বানান, ভুল শব্দ চয়ন ও মিথ্যা তথ্য দেওয়া হলে সে লেখা এপ্রুভ করা হবে না।

 

প্রিয়জানালায় কন্টেন্ট লেখার নিয়মঃ

 

আকর্ষনীয় টপিক নিয়ে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট এর লেখাগুলো সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে যাতে লেখাটির মর্মার্থ পাঠককে সহজে বুঝানো যায়। নুন্যতম ৮০০ শব্দের আর্টিকেল লিখতে হবে। ( আমাদের দেশের নাম বাংলাদেশ = ৪ শব্দ)যে বিষয়ে লেখা শুরু করবেন সে বিষয়ের কিছু কিওয়ার্ড (SEO এর জন্য) বাছাই করে নিতে হবে যা লেখার মধ্যে থাকতে হবে। কন্টেন্ট লেখার সময় লেখায় পর্যাপ্ত সাব হেডিং রাখুন। শুদ্ধ ভাষা,সহজ শব্দ চয়ন ও চলিত ভাষায় আর্টিকেল লিখবেন। আপনার লেখার সুবিধার জন্য আপনি অন্য সাইট হতে ধারনা নিতে পারেন কিন্তু কপি পেস্ট করা যাবে না নিজের মত গুছিয়ে লিখতে হবে।

কিছু ডেমো লেখার লিঙ্কঃ 

অনলাইনে পড়াশুনাঃ কেন এখনই বন্ধ হওয়া উচিত

 

 

 

প্রিয়জানালায় কন্টেন্ট লেখার নিয়মঃ

 

কনটেন্ট রাইটার হতে হলে কী কী যোগ্যতা লাগে?

 

বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই। যদি আপনার লেখার হাত ভালো থাকে, তাহলে আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ভালো কনটেন্ট রাইটার হতে পারবেন। বাংলা ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে যে কেউই বিভিন্ন কনটেন্ট লিখতে পারে।

 

কনটেন্ট রাইটারদের যেসকল স্কিল জানতে হবেঃ

 

·         বাংলা টাইপিং স্কিল।   

 

·         ইন্টারনেট ব্রাউজিং।   

 

·         ইমেল সম্পর্কে জ্ঞান।

 

·         Whats App সম্পর্কে জ্ঞান।

 

·         গুগল স্পেডশীড/গুগল ডক সম্পর্কে বেসিক জ্ঞান।

প্রিয়জানালায় ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার হিসেবে লিখতে চাইলে- আপনার সংক্ষিপ্ত তথ্য আমাদের  মেইল করুন[email protected] অথবা WhatsApp- 01572218428 করুন। অথবা আমাদের ফেইসবুক পেইজের ইনবক্স করুন। 

Content Writing Job In Bangladesh

·  

 

আরোও বিস্তারিত জানতে-  WhatsApp- 01572218428

 

আমাদের ফেইসবুক পেইজঃ www.facebook.com/priyojanala 

 

প্রিয়জানালায় ভলান্টিয়ার কন্টেন্ট রাইটারদের লেখার মান ভাল হলে ও লেখার আগ্রহ থাকলে আমরা তাদের আয় করার সুযোগ দিয়ে থাকি। আমরা লেখা প্রতি ২০-১০০ টাকা পর্যন্ত প্রদান করে থাকি।

 

Back to top button