কবিতা
কবিতা- কি যে লিখি তোমায়
শিরোনাম- কি যে লিখি তোমায়
কলমে- কমল কৃষ্ণ বেপারী
তারিখ- ০২/০৭/২০২৩ ইং
ঘুম আসে না দু’টি চোখে
মনটা কেবল ভাবায়,
খাতার পাতায় কলম ধরে আছি
কি যে লিখি তোমায়?
আকৃষ্ট থাকে মৌমাছিরা
ফুটন্ত ফুলের রূপের শোভায়,
বসে আছি একা বাতায়নে
কি যে লিখি তোমায়?
বারণ মানে না চঞ্চল এ মন
চেয়ে থাকি কেবল তোমার প্রতীক্ষায়,
ছায়াবীথি তলে এসো হে প্রিয়তমা
কি যে লিখি তোমায়?
জোছনা রাতে দূর থেকে চাঁদ
আলো দান করে প্রকৃতির মায়ায়,
স্মৃতির পাখিরা বাসা বেঁধেছে মনে
কি যে লিখি তোমায়?
পাহাড় সমান ভাবনা আমার
আশ্রয় নিয়েছে ব্যথার ছায়ায়,
শূন্য রয়ে গেল খাতার পাতা
কি যে লিখি তোমায়?