bangla movieenglishmovieforeignmoviehindimovieindianbanglamoviemoviessouthindianmovie

মুভি রিভিউঃ রবার্ট Roberrt – সাউথ ইন্ডিয়ান- কন্নড়- একশন সিনেমা ২০২১

 মুভি রিভিউঃ রবার্ট Roberrt – সাউথ ইন্ডিয়ান- কন্নড়- একশন সিনেমা ২০২১ 

  • সিনেমা নাম – রবার্ট Roberrt (2021)
  • পরিচালক- তরুন সুধীর
  • জনরা- একশন
  • ভাষা- কন্নড়
  • ইন্ডাস্ট্রি- স্যান্ডালউড ( Kannada -India)
  • আই.এম.ডি.বি ৬.৪/১০
  • অভিনয়- দর্শন, জাগাপথি বাবু, আশা ভাট প্রমুখ।

সাউথ ইন্ডিয়ান এক রাজ্য কর্ণাটকের কেজিএফ (KGF)  সিনেমার  সফলতার  পরে সিনেমাপ্রেমী যারা স্যান্ডালউড ইন্ডাস্ট্রি তথা কর্ণাটকের সিনেমার খোঁজ খবরও নিতো না তাঁরাও এখন ব্যাপক আগ্রহ প্রকাশ করছে। এমনিতেই বাংলাদেশে দিনে দিনে সাউথ ইন্ডিয়ান সিনেমা খুবই জনপ্রিয়তা লাভ করছে। বাংলাদেশের বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমা লাভার গ্রুপে আগ্রহী দর্শক, সমালোচক ও সিনেমা অনুবাদকের প্রতিনিয়ত পোস্ট দেখলে বুঝতে পারা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমার হাইপ কত উপরে!!  তারই ধারাবাহিকতায় এই বছরের এমাজন প্রাইমে মুক্তি পায়  অন্যতম আলোচিত কন্নড় সিনেমা রবার্ট।

মুভি রিভিউঃ রবার্ট Roberrt - সাউথ ইন্ডিয়ান- কন্নড়- একশন সিনেমা ২০২১


যে সিনেমায় অভিনয় করেন কন্নড়ের জনপ্রিয় স্টার দর্শন থগুদিপা ও সাউথের শক্তিমান অভিনেতা জাগাপথি বাবু।  

বিশেষ করে যারা জাগাপথি বাবুর ভিলেন রোল খুব পছন্দ করেন তাদের জন্য সিনেমাটি বিশেষ আগ্রহের ছিল। তো জেনে নেয়া যাক রবার্ট সিনেমার হালচাল।

সিনেমার পরিচালক  একশন সিনগুলোতে কোনোপ্রকার কমতি রাখেননি। দুর্দান্ত কিছু মনকাড়া একশন আপনারা দেখতে পাবেন এই মুভিটিতে। তাছাড়া মুভির স্ক্রিনপ্লে, ডায়লগস, কমেডি, বিজিএম সব মিলিয়ে দেখার মতন।

বিশেষ করে দর্শন এবং ভিলেনদের এন্ট্রি সিনগুলো চোখধাঁধানো ছিল এই মুভিটিতে।

এবার আসি সিনেমার নেগেটিভ সাইডে।

ভিলেনের চরিত্রগুলো আরো বিল্ড-আপ করতে পারলে সিনেমাটা অসাধারণ হয়ে যেত। মুভির সেকেন্ড হাফটা অনেকটা প্রিডিক্টেবল ছিল। আন্দাজ করা যাচ্ছিল যে পরের সিনে কি হতে চলেছে বা কি হতে পারে। স্ক্রিপ্ট রাইটিং আরেকটু ভাল করলে সিনেমাটা আরো উপভোগ্য হতো। তবে মাসালা ফিল্মের ক্ষেত্রে সচারাচর বেশিরভাগই এমন স্ক্রিপ্ট গ্যাপ দেখা যায়।

হালকা স্পয়লার যুক্ত – 

সিনেমার শুরুতেই দেখা যায় রাঘব (দর্শন) ও তাঁর মাতৃহীন ছেলে একটি বাড়িতে সুখে শান্তিতে বসবাস করেন। রাঘব স্থানীয় একটি ক্যাটারিং সার্ভিসের প্রধান বাবুর্চি হিসেবে কাজ করেন। শান্ত স্বভাবের রাঘব কারো সাথে কোন ঝামেলায় জড়াতে চায় না তবে তাঁর ছেলে যে মাত্র স্কুলে পড়াশুনা করে তাঁর মধ্য টুকিটাকি মাথা গরম লক্ষ্য করা যায়।

সাবেক এক মিনিস্টার যিনি কিনা খুব প্রভাবশালী এবং বর্তমান এক মিনিস্টারের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় যেখানে ঘটনাক্রমে বর্তমান মিনিস্টারে প্রাণ রক্ষা করেন রাঘব যার ফলে সাবেক মিনিস্টার রাঘব ও তাঁর ছেলেকে হত্যা চেষ্টা শুরু করেন। শান্ত স্বভাবের রাঘব যিনি কিনা মারামারি পছন্দ করেন না সে কি পারবে সাবেক মিনিস্টার থেকে তাঁর ছেলে কে রক্ষা করতে? সব মিলিয়ে এটা একবার অনায়াসে এঞ্জয় করে দেখার মতন মুভি বলা চলে। তাই যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন এই বছরের অন্যতম আলোচিত এই কন্নড় মুভিটি।

সিনেমাটি যেহেতু হিন্দি ডাবিং নেই সেহেতু আপনাকে বাংলা অথবা ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখতে হবে। জনপ্রিয় সিনেমা সাইটগুলোতে সিনেমাটি খুজে পাবেন।

 

📜বাংলা সাবটাইটেল লিংক-

https://subscene.com/subtitles/roberrt/bengali/2458154

বিভিন্ন সিনেমার রিভিউ ও যেকোন আপডেট জানতে প্রিয়জানালা পেইজের সাথে থাকুন

PRIYOJANALA 


 

Back to top button