Biographypriyojanala blog

আধুনিক বরিশালের রূপকার মহাত্মা অশ্বিনীকুমার দত্ত-Ashwini Kumar Dutta

অশ্বিনীকুমার দত্ত- এর জন্মঃ


বরিশাল জেলার অন্তর্গত  গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে ১৮৫৬ সালের ২৫ জানুয়ারিতে জন্মগ্রহন করেন। তার পিতা ব্রজমোহন দত্ত ছিলেন তখনকার সাব-জজ। 


অশ্বিনীকুমার দত্ত- এর শিক্ষাজীবনঃ

 কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করার পর ১৭৮৯ সালে মাত্র ২৩ বছর বয়সে ভারতের এলাহাবাদে আইন বিষয়ে (বি.এল) পাশ করেন। ১৭৮৯ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি শ্রীরামপুরের চাতরা উচ্চ ইংরেজি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। 

অশ্বিনীকুমার দত্ত- এর কর্মকান্ডঃ

অশ্বিনীকুমার দত্ত ছিলেন বরিশালের বিভিন্ন সমাজহিতৈষী ও কল্যাণমূলক রাজনৈতিক কর্মকান্ডের প্রাণপুরুষ। তার কর্মকান্ডের জন্য তাকে মহাত্মা অশ্বিনীকুমার বা আধুনিক বরিশালের রূপকার বলা হয়। 

সমাজের বিভিন্ন দুর্নীতি, সামাজিক গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তার গণতান্ত্রিক আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন। চারণ কবি মুকুন্দ দাস ও রাজনীতিবিদ শেরে বাংলা এ কে ফজলুল হকের খ্যাতি ও প্রতিষ্ঠায় তার সর্বাত্মক অবদান ছিল। 
তিনি বরিশাল শহরের শিক্ষার প্রসার ঘটানোর জন্য পিতার নামে নিজ বাসভবন দান করে ব্রজমোহন স্কুল (বিএম স্কুল) Barisal BM School , Barishal ও নিজ জমি দান করে বর্তমানের অন্যতম সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত  বিশ্ববিদ্যালয় – ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) Barisal BM College, Barishal প্রতিষ্ঠা করেন।  শুধু প্রতিষ্ঠা করেই বসে ছিলেন না তিনি টানা ২০ বছর বিনা বেতনে কলেজে শিক্ষাদান করেছেন।
 এছাড়াও অশ্বিনীকুমার দত্ত বিখ্যাত বরিশাল ক্লাব ও টাউন হল দান করেছেন। 

GOVT. BM COLLEGE, BARISHAL , BANGLADESH
GOVT. BM COLLEGE, BARISHAL , BANGLADESH (Collected from facebook)
 

BM SCHOOL  BARISHAL , BANGLADESH
 BM SCHOOL  BARISHAL , BANGLADESH (Collected from facebook)

অশ্বিনীকুমার দত্ত বঙ্গভঙ্গ আন্দোলনের সময় (১৯০৫-১৯১১) তিনি জাতীয় নেতার স্থান লাভ করেছিলেন। তিনি বাংলার প্রতিনিধি হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে  প্রতিনিধিত্ব করে। 
অশ্বিনীকুমার দত্ত-এর প্রতিষ্ঠিত স্বদেশ বান্ধব সমিতি বরিশাল জেলায় ১৬০ টিরও বেশি শাখার প্রসার করে যার সাহায্যে বরিশালকে স্বদেশী আন্দোলনের একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করেন। 
অশ্বিনীকুমার দত্ত ১৯০৮ সালে ব্রটিশ পুলিশ তাকে ও তার সমিতিকে নিষিদ্ধ করে ও ১৯১০ সাল পর্যন্ত তিনি কারাবন্দি থাকেন। 
১৯২১ সালে মহাত্মা গান্ধী প্রথমে বরিশালে এসে অশ্বিনীকুমার দত্ত-কে জেলার অদ্বিতীয় নেতা হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। তিনি ১৮৮২ সালে ব্রাহ্ম সমাজের সদস্যপদ গ্রহন করেন। 
অশ্বিনীকুমার দত্ত- এর অবদানঃ 
বরিশালের সমাজ সংস্করণের তার অবদান অনস্বীকার্য
সাল
অবদান
১৮৮৪
পিতার নামে ব্রজমোহন স্কুল প্রতিষ্ঠা করেন। (বরিশাল বিএম স্কুল)
১৮৮৬
দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য পিপলস্‌ অ্যাসোসিয়েশন স্থাপন করেন।
১৮৮৭
তার প্রচেষ্টায় বরিশাল ডিস্ট্রিক্ট বোর্ড স্থাপিত হয়।
১৮৮৭
নারী শিক্ষা প্রসারের জন্য বাখরগঞ্জ হিতৈষিণী সভা এবং একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৮৮৯
পিতার নামে ব্রজমোহন কলেজ স্থাপন করেন। (বরিশাল বিএম কলেজ)
**এছাড়াও বরিশাল ক্লাব ও টাউন হল এই মহাত্মার দান
BARISAL TOWN HALL , BARISHAL, BANGLADESH
  BARISAL TOWN HALL , BARISHAL, BANGLADESH (Collected from facebook)
অশ্বিনীকুমার দত্ত- এর রচিত গ্রন্থ গুলোঃ  
·         ভক্তিযোগ
·         কর্মযোগ
·         প্রেম
·         দুর্গোৎসবতত্ত্ব
·         আত্মপ্রতিষ্ঠা
·         ভারতগীতি 
মৃত্যুঃ অশ্বিনীকুমার দত্ত ৭ই নভেম্বর, ১৯২৩ সালে মৃত্যুবরণ করেন। 
(Information Source:  Wikipedia)

Back to top button