কম্পিউটার কীবোর্ড এর কী পরিচিতি – Computer Keyboard Tips
কম্পিউটার কীবোর্ড এর কী পরিচিতি- জেনে নিন বিস্তারিত!
কীবোর্ড কম্পিউটারের সবচেয়ে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। কীবোর্ড টাইপরাইটারের ধারণা থেকে আসা একটি ডিভাইস, যাতে কিছু বাটন সুবিন্যস্তভাবে সাজানো থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ড দিয়ে কোনো চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে অথবা চেপে ধরে রাখতে হবে। মাউস, টাচস্ক্রিন, পেন, ভয়েস রিকগনিশন ইত্যাদি আধুনিক ডিভাইস আবিষ্কারের পরেও কীবোর্ড সবচেয়ে বেশি ব্যবহৃত এবং বহুমুখী ইনপুট ডিভাইস। কীবোর্ড ব্যবহারের সুবিধা এবং প্রয়োজনীয়তা কখনোই কমে নি।
সাধারণত কী-বোর্ডে ৮৪ থেকে ১০৫টি কী থাকে তবে কোম্পানিভেদে কীবোর্ড এ কী’র সংখ্যা কম বা বেশী হতে পারে। ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়।
১. ফাংশন কী
২. অ্যারো কী
৩.আলফাবেটিক কী বা আলফা-নিউমেরিক কী
৪. নিউমেরিক কী বা লজিক্যাল কী
৫. বিশেষ কী বা কমান্ড কী
প্রথমেই জেনে নেয়া যাক ফাংশন কী সম্পর্কে-
কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কীগুলো আছে এদের একত্রে ফাংশন কী বলে। এদের ফাংশন কী(একত্রে) বলার কারণ এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা যায় ।
যেমন- কোন প্রোগ্রামের জন্য help অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কীগুলোর ব্যবহার করা হয়।
অ্যারো কী
কী বোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে ডানে, বামে, উপরে এবং নিচে সরানো যায়। এগুলিকে আবার এডিট কীও বলে। কারণ টেক্সট এডিট করার কাজেও এ কীগুলো ব্যবহার করা হয়।
আলফাবেটিক কী
কী বোর্ডের যে অংশে ইংরেজি বর্ণমালা A থেকে Z পর্যন্ত মোট ২৬টি কী আছে সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন বা অংশ বলে। এই কীগুলোর সাহায্যে লেখালেখির সব রকম কাজ করতে পারবেন। এছাড়াও বাংলা এবং অন্য ভাষার জন্য আলাদা কীবোর্ড আছে।
নিউমেরিক কী বা লজিক্যাল কী
কীবোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -, *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে।
এছাড়াও <, >, = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে। এই কী গুলোর সাহায্যে সকল প্রকার অঙ্ক বা হিসাবের কাজ করা যায়।
এবারে জানাবো বিশেষ কী সম্পর্কে , প্রিয় পাঠক বিশেষ কী সম্পর্কে জেনে কম্পিউটার ব্যবহার করলে আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনার কম্পিউটারের কাজের গতি বেড়ে যাবে বহুগুনে এছাড়াও বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন খুব দ্রুত!
বিশেষ কী বা কমান্ড কী
Esc কী এর সাহায্যে কোনো নির্দেশ বাতিল করতে হয়।
Tab পর্দায় প্যারাগ্রাফ, কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কী ব্যবহার করা হয়।
Caps Lock কী ব্যবহার করে ইংরেজি ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়।
Shift কী একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অক্ষর টাইপ করতে এই কী ব্যবহার করা হয়। Ctrl কী এর সাথে বিশেষ কী একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহারকারীর সুবিধার জন্য কীবোর্ডের ডানে ও বামে এই কী ২টি থাকে। Alt বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কী ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন কমান্ড তৈরী করা যায়। Enter কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কী ব্যবহার হয়। লেখালেখির জন্য নতুন প্যারা তৈরী করতেও এই কী ব্যবহার করা হয়।
Pause Break কম্পিউটারে কোন লেখা যদি দ্রুত গতির জন্য পড়তে অসুবিধা হয় তা হলে এই কী চেপে তা পড়া যায়।
Print Screen কী কম্পিউটারের পর্দার দৃশ্যত যা কিছু থাকে তা সব প্রিন্ট করতে চাইলে এই কী ব্যবহার করতে হয়।
Delete কী কোনো বাক্য, অক্ষর বা কোনো লেখাকে মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়।
Home এই কী ব্যবহার করে কার্সরকে পাতার প্রথমে আনা হয়। তবে MS Word এ কোনো ডকুমেন্ট লেখার সময়ে কার্সর প্রথম পাতায় আনতে হলে Ctrl+Home একসাথে টিপতে হয়।
End এই কী চাপলে কার্সর বা পয়েন্টার যেখানেই থাকুক না কেন টেক্সট বা পাতার শেষে চলে আসবে।
Page Up এই কী ব্যবহার করে কার্সরকে উপরের দিকে উঠানো হয়।
Page Down এই কী ব্যবহার করে কার্সরকে নিচের দিকে নামানো হয়।
Insert কোন লেখার মাঝে কোন কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়, কিন্তু এই কী চেপে লিখলে তা পূর্ববর্তী বর্ণের উপরে ওভার রাইটিং হয়। কাজ শেষে আবার এই কী চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে।
Back Space কী কোন লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়। +
Space Bar কী কীবোর্ডের কীগুলোর মধ্যে এই কী টি সবচেয়ে লম্বা কোন বাক্য লেখার সময় শব্দ গুলোর মাঝে ফাঁকা করার জন্য এই কী ব্যবহার করা হয়।
Num Lock, এই কী চাপলে থাকলে ডান দিকের নাম্বার কী গুলো চালু হয়। এতে সহজে গাণিতিক হিসাবের কাজগুলো করা সম্ভব হয়।
এছাড়া মাল্টিমিডিয়া কীবোর্ডে আরও ৪ টি কী থাকে, এগুলো হল- Stand by Mood, Mail key, Web key,
Start Menu key ।
এছাড়াও গেমিং কীবোর্ড গুলোতে গেম খেলার সুবিধার্থে বিভিন্ন কী দেয়া থাকে।
আরো টেকনোলোজি টিপস সম্পর্কে জানতে পড়ুন প্রিয়জানালা টেকনোলোজি টিপস 👇
গ্রাফিক্স ডিজাইন শেখার সবচেয়ে সহজ ৫টি উপায়
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার- সফল হওয়ার মূলমন্ত্র
এনি ডেস্ক কি? কিভাবে কাজ করে জেনে নিন! AnyDesk Bangla
Teamviewer in Bangla – কিভাবে Teamviewer ব্যবহার করবেন?
সর্বাধিক ডাউনলোডকৃত ৫ টি সোশ্যাল মিডিয়া অ্যাপ
অনলাইনে আয় করার সহজ উপায় – কন্টেন্ট রাইটিং কি?
প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ, চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।