current affairseducation

এসএসসি পরীক্ষার রুটিন (আপডেট) SSC Routine PDF Download 2022

 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ।

সিলেট ও উত্তর অঞ্চলের বন্যার কারণে স্থগিত হওয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হবে। এসএসসি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হবে যা চলবে আগামী ১ অক্টোবর ২০২২ পর্যন্ত।

এসএসসি পরীক্ষার রুটিন (আপডেট)  SSC Routine PDF Download 2022

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ SSC Routine PDF Download 2022

এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

১৫ সেপ্টেম্বর ২০২২ – বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র

১৭ সেপ্টেম্বর ২০২২– বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র

১৯ সেপ্টেম্বর ২০২২– ইংরেজি প্রথম পত্র

২০ সেপ্টেম্বর ২০২২– ইংরেজি দ্বিতীয় পত্র

২২ সেপ্টেম্বর ২০২২– গণিত

২৪ সেপ্টেম্বর ২০২২– পদার্থবিজ্ঞান , বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা

২৬ সেপ্টেম্বর ২০২২– রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ  

২৭ সেপ্টেম্বর ২০২২– ভূগোল ও পরিবেশ

২৮ সেপ্টেম্বর ২০২২– জীববিজ্ঞান ও অর্থনীতি

২৯ সেপ্টেম্বর ২০২২– হিসাববিজ্ঞান

১ অক্টোবর ২০২২ উচ্চতর গণিত   

অন্যদিকে এসএসসি এর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে।

এসএসসি পরীক্ষার রুটিন (আপডেট) SSC Routine 2022

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ SSC Routine PDF Download 2022

এসএসসি পরীক্ষার রুটিন (আপডেট) SSC Routine 2022

পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

এসএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন দেখতে ক্লিক করুন।

Back to top button