banglaeducationGeneral Knowledgejob preparation
Trending

ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাগধারা

প্রিয় ভর্তি পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই সময়টাতে নিশ্চয়ই তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে নার্সিং, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বোর্ড বইয়ের আলোকে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আলোচনা করা হলোঃ

এসপার ওসপার – মীমাংসা

এলাহি কাণ্ড – বিরাট আয়োজন

কথার কথা – গুরুত্বহীন কথা

কপাল ফেরা – সৌভাগ্য লাভ

কেতাদুরস্ত – পরিপাটি

কাঁঠালের আমসত্ত্ব – অসম্ভব বস্তু

কাঁচা পয়সা – নগদ উপার্জন

কান খাড়া করা – মনোযোগী হওয়া

কড়ায় গন্ডায় – পুরোপুরি

এক মাঘে শীত যায় না – বিপদ একবারই আসে না

এলোপাতাড়ি – বিশৃঙ্খলা

অকাল কুষ্মাণ্ড – অপদার্থ

অক্কা পাওয়া – মারা যাওয়া

অগস্ত্য যাত্রা – চিরদিনের জন্য প্রস্থান

অহিনকুল সম্বন্ধ – ভীষণ শত্রুতা

অরণ্যের রোদন – নিষ্ফল আবেদন

অনধিকার চর্চা – সীমানার বাইরে পদক্ষেপ

অর্ধচন্দ্র – গলা ধাক্কা

অগ্নিপরীক্ষা – কঠিন পরীক্ষা

অকূল পাথার – ভীষণ বিপদ

অদৃষ্টের পরিহাস – ভাগ্যের নিষ্ঠুরতা

অন্ধকার দেখা – দিশেহারা হয়ে পড়া

আঙুল ফুলে কলাগাছ – হটাৎ বড়লোক

আক্কেল সেলামি – নির্বুদ্ধিতার দন্ড

আকাশ পাতাল – প্রচুর ব্যবধান

আকাশ কুসুম – অসম্ভব কল্পনা

ঢাক ঢাক গুড় গুড় – গোপন রাখার চেষ্টা

ঢাকের কাঠি – মোসাহেব

তালকানা – বেতাল

তাসের ঘর – ক্ষণস্থায়ী বস্তু

তামার বিষ – অর্থের কু প্রভাব

উত্তম মধ্যম – প্রহার

ইতর বিশেষ – পার্থক্য

ইঁচড়েপাকা – অকালপক্ব

ইঁদুর কপালে – নিতান্ত মন্দ ভাগ্য

ননীর পুতুল – শ্রমবিমুখ

দুধের মাছি – সুসময়ের বন্ধু

ধরি মাছ না ছঁই পানি – কৌশলে কার্যোদ্ধার

নয়ছয় – অপচয়

বালির বাঁধ – অস্থায়ী বস্তু

বাঁ হাতের ব্যাপার – ঘুষ গ্রহণ

হাড় হাভাতে – হতভাগ্য

হাতটান – চুরির অভ্যাস

সাক্ষী গোপাল – নিষ্ক্রিয় দর্শক

শাঁখের করাত – উভয় সংকট

রাবণের চিতা – চির অশান্তি

নেই আকঁড়া – একগুঁয়ে

পালের গোদা – দলপতি

পটল তোলা – অক্কা পাওয়া

ঠোঁটকাটা – বেহায়া

ঠাট বজায় রাখা – অভাব চাপা রাখা

জিলাপির প্যাঁচ – কুটিলতা

ছিনিমিনি খেলা – নষ্ট করা

চোখের পর্দা – লজ্জা

চোখের বালি – চক্ষুশূল

চাঁদের হাট – আনন্দের প্রাচুর্য

গোঁফ খেজুরে – নিতান্ত অলস

গোবর গণেশ – মূর্খ

গোল্লায় যাওয়া – নষ্ট হওয়া

অমাবস্যার চাঁদ – দুর্লভ বস্তু

হালে পানি পাওয়া – সুবিধা করা

হাড় হাভাতে – হতভাগ্য

হাতটান – চুরির অভ্যাস

যক্ষের ধন – কৃপণের কড়ি

রাঘব বোয়াল – সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি

মাছের মায়ের কান্না – কপট বেদনাবোধ

মণিকাঞ্চন যোগ – উপযুক্ত মিলন

মগেরমুলুক – অরাজক দেশ

বাঘের দুধ/চোখ – দুঃখসাধ্য বস্তু

বিসমিল্লায় গলদ – শুরুতেই ভুল

ভূতের বেগার – অযথা শ্রম

ভরাডুবি – সর্বনাশ

ব্যাঙের সর্দি – অসম্ভব ঘটনা

ব্যাঙের আধুলি – সামান্য সম্পদ

আমতা আমতা করা – ইতস্তত করা

আক্কেল গুড়ুম – হতবুদ্ধি

আঠার মাসে বছর – দীর্ঘসূত্রতা

কেউকেটা – সামান্য

খয়ের খাঁ – চাটুকা

খন্ড প্রলয় – ভীষণ ব্যাপার

গলগ্রহ – পরেরর বোঝাস্বরূপ থাকা

গড্ডলিকা প্রবাহ – অন্ধ অনুকরণ

কাছা টিলা – অসাবধান

কুলকাঠের আগুন – তীব্র জ্বালা

কাঠের পুতুল – অসার

Back to top button