bangla mediacurrent affairsmusicবিনোদন
সুবীর নন্দীর সবচেয়ে জনপ্রিয় ১০টি গান – Subir Nandi Bangla Songs
সোমবার (৬ মে ২০১৯ ) একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী (৬৫) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান হয়েছে।
সুবীর নন্দী |
সুবীর নন্দীর চিরবিদায়ের লগনে জানা যাক বাংলা সংগীতাঙ্গনকে তার দেওয়া আড়াই হাজারেরও বেশি গানের সবচেয়ে জনপ্রিয় ১০টি গানের কথা।
Subir Nandi Bangla Songs
১) যদি কেউ ধুপ জ্বেলে যায়:
১৯৭০ সালে ঢাকা বেতার কেন্দ্রে প্রচারিত হয় সুবীর নন্দীর গাওয়া এই গানটি। দেশ স্বাধীন হওয়ার আগে এটিই ছিল সুবীর নন্দীর প্রথম প্রচারিত গান।
২) দিন যায় কথা থাকে:
৩) ও মাস্টার সাব:
৪) পাখিরে তুই দূরে থাকলে:
৫) কত যে তোমাকে বেসেছি ভাল:
৬) আমার এ দুটি চোখ পাথর তো নয়:
৭) পৃথিবীতে প্রেম বলে কিছু নেই:
৮ ) তুমি এমনই জাল পেতেছো সংসারে:
৯) একটা ছিল সোনার কন্যা:
১০) ও আমার উড়াল পংখী রে: