bangla mediacurrent affairsmusicবিনোদন

সুবীর নন্দীর সবচেয়ে জনপ্রিয় ১০টি গান – Subir Nandi Bangla Songs

সোমবার (৬ মে ২০১৯ ) একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী (৬৫)  সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান হয়েছে। 


সুবীর নন্দী Subir Nandi Bangla Songs
 সুবীর নন্দী


সুবীর নন্দীর চিরবিদায়ের লগনে জানা যাক বাংলা সংগীতাঙ্গনকে তার দেওয়া আড়াই হাজারেরও বেশি গানের সবচেয়ে জনপ্রিয় ১০টি গানের কথা।

Subir Nandi Bangla Songs
১) যদি কেউ ধুপ জ্বেলে যায়:

১৯৭০ সালে ঢাকা বেতার কেন্দ্রে প্রচারিত হয় সুবীর নন্দীর গাওয়া এই গানটি। দেশ স্বাধীন হওয়ার আগে এটিই ছিল সুবীর নন্দীর প্রথম প্রচারিত গান।

 

২) দিন যায় কথা থাকে: 
 ৩) ও মাস্টার সাব:


 ৪) পাখিরে তুই দূরে থাকলে: 



৫) কত যে তোমাকে বেসেছি ভাল:



 ৬) আমার এ দুটি চোখ পাথর তো নয়:


 ৭) পৃথিবীতে প্রেম বলে কিছু নেই:


) তুমি এমনই জাল পেতেছো সংসারে: 


৯) একটা ছিল সোনার কন্যা: 


১০) ও আমার উড়াল পংখী রে:

Back to top button