bangla mediabangla news
Trending

দেশে আনা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফারুকের মরদেহ

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ ঢাকায় আনা হয়েছে। আজ (১৬ই মে) মঙ্গলবার সকাল পৌঁনে ৮টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সংসদ সদস্য ফারুকের মরদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার উত্তরার বাসায়।

গতকাল সোমবার (১৫ মে) ফারুকের খালাতো ভাই আগা খান মিন্টু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মরদেহ দেশে পৌঁছানোর পর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে।

পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে তার ইচ্ছানুযায়ী বাবার কবরের পাশে সমাহিত করা হবে।

গতকাল বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে তার পরিবার নিশ্চিত করেন।

লেখকঃ হুসাইন মুহাম্মাদ, ঢাকা।

Back to top button