bangla newsEntertainment
Trending

কান চলচ্চিত্র উৎসবে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার প্রদর্শনী আজ

কান চলচ্চিত্র উৎসবে ‘মা’ সিনেমার প্রদর্শনী আজ

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমা বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল গতকাল (১৯ মে) শুক্রবার। কিন্তু তারিখটি পিছিয়ে সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৬ মে।

 

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আজ (২০ মে) শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় প্রিমিয়ার হতে যাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত ‘মা’ (দ্য মাদার)। সিনেমাটির প্রদর্শনী হবে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে।

কান চলচ্চিত্র উৎসবে পরীমণি অভিনীত 'মা' সিনেমার প্রদর্শনী আজ
মা সিনেমা

মা ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং।

এই সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার এখন ফ্রান্সের কানে অবস্থান করছেন।

অরণ্যে পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।

লেখকঃ হুসাইন মুহাম্মাদ, ঢাকা

Back to top button