priyojanala blog
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য বাংলাদেশ দল ও খেলার সূচি :: Bangladesh vs Zimbabwe Cricket Series 2020
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ও বিসিবি একাদশের স্কোয়াড ঘোষণা : ৪ জন বাদ, ৪ জন ফিরলেন ও ২ জন নতুন মুখ!!
মমিনুল হক কে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
মমিনুল হক কে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
Bangladesh vs Zimbabwe Cricket Series 2020 |
দেখুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দলঃ
· তামিম ইকবাল খান
· নাজমুল হোসেন শান্ত
· লিটন কুমার দাস
· মোহাম্মদ মিঠুন
· মুশফিকুর রহিম
· সাইফ হাসান
· মমিনুল ইসলাম (অধিনায়ক)
· নাঈম হাসান
· তাইজুল ইসলাম
· এবাদত হোসেন
· আবু জায়েদ রাহী
· তাসকিন আহমেদ
· মুস্তাফিজুর রহমান
· মেহেদী হাসান মিরাজ
· ইয়াসির আলি
· হাসান মাহমুদ
বাদ পড়েছেন : মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম সরকার, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
দলে ফিরেছেনঃ মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
নতুন মুখঃ ইয়াসির আলি ও হাসান মাহমুদ।
১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের প্রস্ততি ম্যাচ খেলতে মাঠে নামবে জিম্বাবুয়ে ক্রিকেটদল ও বিসিবি একাদশ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্ততি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা।
দেখুন বিসিবি একাদশের স্কোয়াডঃ
মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, আল আমিন জুনিয়র, ফারদিন খান, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিন হাসান তামিম।
Bangladesh vs Zimbabwe Cricket Series 2020 |
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে শনিবার ঢাকায় এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ ব্যাপি ১টি টেস্ট , ৩টি ওয়ানডে ও ২টি-টোয়েন্টির সিরিজ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আইসিসির এফটিপি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল মার্চে কিন্তু বিসিবি আগেই জানিয়ে দিলেন এগিয়ে আসছে সিরিজটি ।
একমাত্র টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি তারিখে তার পূর্বেই ১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের প্রস্ততি ম্যাচ খেলতে মাঠে নামবে জিম্বাবুয়ে ক্রিকেটদল ও বিসিবি একাদশ।
২২ থেকে ২৬ তারিখ ঢাকা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চলবে একমাত্র টেস্ট যেখানে মমিনুল হকের নেতৃত্বে মাঠে নামবে বাংলদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্ট খেলে দুই দল পাড়ি দিবেন চট্টগ্রামে ৩টি ওয়ানডে খেলার জন্য। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ৩ টি ওয়ানডে খেলবেন দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ মাশরাফির নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের ৩টি ওয়ানডে খেলার পর দুই দল ২টি টি-টোয়েন্টি খেলবে ঢাকা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ই মার্চ ও ১১ই মার্চ।
প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে দিবা-রাত্রী।
PRIYOJANALA