priyojanala blog

বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট :: সম্ভাব্য একাদশ ও খেলার সময়সূচী Bangladesh vs Pakistan 1st Test 2020

পাকিস্তানের মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল যার প্রথমটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।
ইতি মধ্যে মমিনুল হক কে অধিনায়ক করে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
Bangladesh vs Pakistan 1st test 2020
Bangladesh vs Pakistan 1st test 2020

দেখুন ১৪ দলের প্রথম টেস্টের সদস্যগনঃ

 1. তামিম ইকবাল খান
 2. নাজমুল হোসেন শান্ত
 3. লিটন কুমার দাস
 4. মোহাম্মদ মিঠুন
 5. সাইফ হাসান
 6. মাহমুদউল্লাহ রিয়াদ
 7. সৌম্য সরকার
 8. মমিনুল ইসলাম (অধিনায়ক)
 9. নাঈম হাসান
 10. তাইজুল ইসলাম
 11. এবাদত হোসেন
 12. আল-আমিন হোসেন
 13. রুবেল হোসেন 
 14. আবু জায়েদ রাহী
বাংলাদেশ দল গত ৫ টেস্টে পরাজয়ের রেকর্ড নিয়ে মাঠে নামবে। মুশফিকুর রহিম না থাকায় দলের  মিডলঅর্ডার দুর্বল মনে করছে বিশেষজ্ঞরা তবে বাংলাদেশের কোচের ভাষ্য মতে নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান কে একাদশে খেলিয়ে মুশফিকের অভাব পূরনের চেষ্টা করা হবে। গত ভারত টেস্টে দলের কেউ ভাল সাফল্য লাভ করেনি যার দরুন দুইটি টেস্টে বাংলাদেশ দলের লজ্জাজনক পরাজয় ঘটে। যেহেতু ভারত টেস্টে তামিম ইকবাল খান ছিলেন না সে ক্ষেত্রে তার উপর ভরসা করা যায় যে পাকিস্তান টেস্টে তার ব্যাটিং সাফল্য এনে দিবে সাথে পরাজয়ের গ্লানি দূর হবে। চলতি বিসিএল লিগে তামিম ইকবালের হার না মানা ৩৩৬* রানের ইনিংস বাংলাদেশ দলকে জয়ের প্রেরণা জোগাবে। 
এছারাও চলতি বিসিএল লিগে লিটন দাস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাইম হাসান ভাল সাফল্য লাভ করেছে যা পাকিস্তান এর সাথে টেস্টের মাঠে অনুপ্রেরণা বাড়াবে। 

বাংলাদেশ বনাম পাকিস্তানের আগামী ২ টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচের সময়সূচীঃ 

তারিখ
ম্যাচ
ভেন্যু
সময়
ফলাফল
৭-১১ ফেব্রুয়ারি
প্রথম টেস্ট
রাওয়ালপিন্ডি
সকাল ১১ টা
৩ এপ্রিল
ওয়ানডে ম্যাচ
করাচি
দুপুর ২ টা
৫-৯ এপ্রিল
দ্বিতীয় টেস্ট
করাচি
সকাল ১১ টা
প্রথম টেস্টের সম্ভাব্য একাদশ
·         তামিম ইকবাল খান
·         লিটন কুমার দাস

 নাজমুল হোসেন শান্ত
·         মমিনুল ইসলাম (অধিনায়ক)

·         সাইফ হাসান
·         মাহমুদউল্লাহ রিয়াদ
·         সৌম্য সরকার
·         নাঈম হাসান
·         এবাদত হোসেন
·         আল-আমিন হোসেন
·         আবু জায়েদ রাহী
Back to top button