priyojanala blog

বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টে ৪৪ রান ও এক ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের!! Bangladesh vs Pakistan 1st Test Result 2020

বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টে ৪৪ রান ও এক ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের!! 
পাকিস্তান ১ম ইনিংসে বাবর আজম ১৪৩ (১৯৩) ও মাসুদ ১০০ (১৬০) এর সেঞ্চুরির সুবাধে ৪৪৫ রান করে কিন্তু বাংলাদেশ তাদের দুই ইনিংস ব্যাট করেও ৪৪৫ রানের টার্গেট পূরন করতে পারেনি! 
ফলাফলঃ বাংলাদেশ ইনিংস ও ৪৪ রানে পরাজিত। 

Bangladesh vs Pakistan Test Result 2020
Bangladesh vs Pakistan Test Result 2020


বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর কার্ড দেখুন


বাংলাদেশ ২৩৩/১০ 

  • তামিম ইকবাল খান ০৩ রানে আউট ৫ বল খেলে
  • সাইফ হাসান ০ রানে আউট ২ বল খেলে
  • নাজমুল হোসেন শান্ত ৪৪ রানে আউট ১১০ বল খেলে
  • মমিনুল ইসলাম ৩০ রানে আউট ৫৯ বল খেলে
  • মাহমুদউল্লাহ রিয়াদ ২৫ রানে আউট ৪৮ বল খেলে
  • মোহাম্মদ মিঠুন ৬৩ রানে আউট ১৪০ বল খেলে
  • লিটন কুমার দাস ৩৩ রানে আউট ৪৬ বল খেলে
  • তাইজুল ইসলাম ২৪ রানে আউট ৭২ বল খেলে
  • রুবেল হোসেন ১ রানে আউট ৯ বল খেলে 
  • আবু জায়েদ রাহী ০ রানে আউট ৫ বল খেলে
  • এবাদত হোসেন ০* ৪ বল খেলে

শাহিন আফ্রিদি ৫৩/৪; মোঃ আব্বাস ১৯/২; নাসিম শাহ ৬১/১; ইয়াসির শাহ ৮৩/০হারিস সোহেল ১১/২;

 ——————————————————————————-

 পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোর কার্ড দেখুন


পাকিস্তান ৪৪৫/১০ 
১২২.৫ ওভার

বাবর আজম ১৪৩ (১৯৩)
মাসুদ ১০০ (১৬০) 
হারিস সোহেল ৭৫ (১০৩) 
আসাদ সফিক ৬৫ (১২৯) 
আজাহার আলী ৩৪ (৫৯) 


  • তাইজুল ইসলাম ১৩৯/২
  • রুবেল হোসেন ১১৩/৩
  • আবু জায়েদ রাহী ৮৬/৩
  • এবাদত হোসেন ৯৭/১

——————————————————————————
 বাংলাদেশের ২য় ইনিংসের স্কোর কার্ড দেখুন

বাংলাদেশ ১৬৮/১০

৬২.২ ওভার
বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টে ৪৪ রান ও এক ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের!!
  • তামিম ইকবাল খান ৩৪ রানে আউট ৫৬ বল খেলে
  • সাইফ হাসান ১৬ রানে আউট ২৫ বল খেলে
  • নাজমুল হোসেন শান্ত ৩৮ রানে আউট ৮৭ বল খেলে
  • মমিনুল ইসলাম ৪১ রানে আউট ৯৩ বল খেলে 
  • তাইজুল ইসলাম ০ রানে আউট ১ বল খেলে
  • মাহমুদউল্লাহ রিয়াদ ০ রানে আউট ১ বল খেলে
  • মোহাম্মদ মিঠুন ০ রানে আউট ১২ বল খেলে
  • লিটন কুমার দাস ২৯ রানে আউট ৫৯ বল খেলে 
  • রুবেল হোসেন ৫ রানে আউট ২১ বল খেলে
  • আবু জায়েদ রাহী  ৩ রানে আউট ৯ বল খেলে
  • এবাদত হোসেন ০*

শাহিন আফ্রিদি ৩৯/১;  নাসিম শাহ ২৬/৪; ইয়াসির শাহ ৫৮/৪
  —————————————————————————————–

Back to top button