priyojanala blog
Breaking:: মারা গেছেন অভিনেতা তাপস পাল :: Bengali actor Tapas Pal dies at 61
#কলকাতা: মারা গেছেন অভিনেতা তাপস পাল
Bengali actor and former MP Tapas Pal dies at 61 |
মারা গেলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও সাবেক সংসদ সদস্য তাপস পাল। মুম্বাই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করেন পরে তাকে জুহুর হলিক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ভোর ৩.৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা ও প্রাক্তন সাংসদের। তার বয়স ছিল ৬১ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
দাদার কীর্তি, সাহেব, গুরুদক্ষীণা, অনুরাগের ছোঁয়া, ভালবাসা ভালবাসা, আগমন, মঙ্গলদীপ-শ তার একাধিকছবি দর্শক মন জয়ে করেছে।
১৯৮০ সালে দাদার কীর্তি নামের সিনেমা তার প্রথম সিনেমা।
তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিপরীতেও অভিনয় করেছিলেন এছাড়া বাংলাদেশ ভারত যৌথ প্রোযজনার সিনেমায় তাকে দেখা গিয়েছিল।
তার শেষ সিনেমা ২০১৩ সালে “খিলাড়ি”
তার মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
PRIYOJANALA