priyojanala blog
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের সূচি প্রকাশ!থাকছে-৩টি ওয়ানডে ও ৪টি টি-২০ ম্যাচ! Bangladesh vs Ireland 2020
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের সূচি প্রকাশ!
থাকছে- ৩টি ওয়ানডে ও ৪টি টি-২০ ম্যাচ!
সামনের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরইমধ্যে নির্ধারিত হয়েছে ৩টি ওয়ানডে ও ৪টি টি-২০ ম্যাচের সূচি। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডে। টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সফরে একটি টেস্ট থাকার কথা থাকলেও সেটি বাতিল করে আয়ারল্যান্ড ক্রিকেট।
ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করে আইরিশ ক্রিকেট বোর্ড জানায়, স্বাগতিক আয়ারল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার টি-২০ সিরিজের ভেন্যু হবে নিরপেক্ষ।
একনজরে আয়ারল্যান্ড-বাংলাদেশ দ্বি-পাক্ষিক লড়াইয়ের সূচি
Bangladesh vs Ireland Cricket Series 2020 |
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে, স্টরমন্ট (১৪ মে ২০২০)
দ্বিতীয় ওয়ানডে, স্টরমন্ট (১৬ মে ২০২০)
তৃতীয় ওয়ানডে, স্টরমন্ট (১৯ মে ২০২০)
টি-২০ সিরিজ
প্রথম টি-২০, দ্যা ওভাল (২২ মে ২০২০)
দ্বিতীয় টি-২০, কেলমসফোর্ড (২৪ মে ২০২০ )
তৃতীয় টি-২০, ব্রিস্টল (২৭ মে ২০২০)
চতুর্থ টি-২০, এজবাস্টন (২৯ মে ২০২০)
|