priyojanala blog
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ – বাদ পড়েছেন ৩ জন! Bangladesh vs Zimbabwe T20 Squad 2020
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পেয়েছেন প্রথমবারের মত নাসুম আহমেদ যিনি সদ্য সমাপ্ত বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৬ উইকেট পেয়ে বিশেষ নজর কেড়েছেন। নাসুম আহমেদ একজন বাঁহাতি অর্থোডক্স বোলার।
স্কোয়াড থেকে বাদ পরেছেনঃ নাজমুল ইসলাম শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।
লম্বা বিরতির পরে দলে ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ ২টি।
নতুন মুখ- নাসুম আহমেদ |
টো-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলঃ
ব্যাটসম্যান:
- তামিম ইকবাল খান
- লিটন কুমার দাস
- মুশফিকুর রহিম
- নাইম শেখ
অল-রাউন্ডার:
- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)
- সৌম সরকার
- আফিফ হোসেন ধ্রুব
- মোহাম্মদ সাইফউদ্দিন
- আমিনুল ইসলাম বিপ্লব
- মেহেদী হাসান
বোলার:
- মুস্তাফিজুর রহমান
- শফিউল ইসলাম
- আল আমিন
- হাসান মাহমুদ
- নাসুম আহমেদ
টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দলঃ
§ চামু চিভাভা (অধিনায়ক)
§ সিকান্দার রাজা
§ ক্রেইগ আরভিন
§ তিনাশি কামুনহুকামুয়ে
§ উইসলে মাধেভের
§ টিমসেন মারুমা
§ ক্রিস্টোফার এমপোফু
§ চার্ল মুম্বা
§ টিনাটেন্ডা মুতোম্বোজি
§ রিচমন্ড মুতুম্বামি
§ অ্যাইন্সলে লোভু
§ ব্রেন্ডন টেইলর
§ ডোনাল্ড টিরিপানো
§ চার্ল্টন শুমা
§ শন উইলিয়ামস
Nasum Ahmed |