priyojanala blog

করোনাভাইরাস: নিজের হোটেলকে হাসপাতালে রূপান্তর করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনালদোর উদার মনের পরিচয় বহুবার পাওয়া গেছে। বিভিন্ন সময় তিনি বিভিন্ন মানুষজনকে সাহায্য করে সংবাদ শিরোনামে এসেছেন।

**রোনালদোর হাসপাতাল বানানোর সংবাদ ভুয়া! 


ক্রিশ্চিয়ানো রোনালদো তার মালিকানায় থাকা সিআর৭ হোটেলগুলোকে হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন। করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ১৫ মার্চ এ খবর জানিয়েছে স্পেনের স্পোর্টস বিষয়ক দৈনিক মার্কা।

বিবিসির সাংবাদিক ক্রিস্টফ টেরেউরের টুইট, ‘পর্তুগালে খবরগুলোকে ভুয়া বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা খবরটিকে মূলত ভাইরাল করেছিল, সেই মার্কাও এরই মধ্যে প্রতিবেদনটি মুছে দিয়েছে।’

এমন টুইটের পর মার্কা রোনালদোর হাসপাতাল বানানোর খবরের টুইট মুছে দিয়েছে এবং খবরটি নিজেদের সাইট থেকে ফেলে দিয়েছে।

Cristiano Ronaldo 'will transform his hotels in Portugal into hospitals' to help fight coronavirus
Cristiano Ronaldo ‘will transform his hotels in Portugal into hospitals’ to help fight coronavirus

করোনা ভাইরাস এখন সারা বিশ্বে মহামারীর মত ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় ১৫০টি দেশে ছড়িয়ে পড়েছে মরব্যধী এই ভাইরাস। এশিয়ার দেশ চীনে প্রথম দেখা দেয়া এই ভাইরাস এখন সারা বিশ্বের জন্য মাথাব্যথা হয়ে দাড়িয়েছে এবং এর প্রভাবে পুরো বিশ্ব কার্যত স্থবির হয়ে পড়েছে।
ক্রীড়াঙ্গন থেকে শুরু করে অনেক দেশে স্কুল কলেজ, অফিসও বন্ধ করে দেয়া হয়েছে এই করোনা ভাইরাসের জন্য। এমন পরিস্থিতিতে নিজের দেশের সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন রোনালদো।

রোনালদোর সতীর্থ রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রমাণ হওয়ার পর তিনি নিজেও মেদিরা শহরে নিজ উদ্যোগে কোয়ারেনটাইনে আছেন।
Cristiano Ronaldo 'will transform his hotels in Portugal into hospitals' to help fight coronavirus
Cristiano Ronaldo ‘will transform his hotels in Portugal into hospitals’ to help fight coronavirus
Back to top button