priyojanala blog
Live Score Bangladesh vs Zimbabwe 2nd ODI 2020 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২য় ওয়ানডে লাইভ আপডেট
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২য় ওয়ানডে ম্যাচ আপডেট।
বাংলাদেশ ৪ রানে জয়ী
বাংলাদেশ ৪ রানে জয়ী
Live Score Bangladesh vs Zimbabwe 2nd ODI 2020
টস জিতে বাংলাদেশ ব্যাটিং
টস জিতে বাংলাদেশ ব্যাটিং
বাংলাদেশ | ||||||
মোট রানঃ ৩২২/৮ – ৫০ ওভার | ||||||
ক্রম | ব্যাটসম্যান | রান | বল | চার | ছয় | রিপোর্ট |
১ | তামিম ইকবাল খান | ১৫৮ | ১৩৬ | ২০ | ৩ | ক্যাচ আউট |
২ | লিটন কুমার দাস | ০৯ | ১৪ | ০২ | ০০ | রান আউট |
৩ | নাজমুল ইসলাম শান্ত | ০৬ | ১০ | ০১ | ০০ | রান আউট |
৪ | মুশফিকুর রহিম | ৫৫ | ৫০ | ০৬ | ০০ | ক্যাচ আউট |
৫ | মাহমুদউল্লাহ রিয়াদ | ৪১ | ৫৭ | ৩ | ০০ | ক্যাচ আউট |
৬ | মোহাম্মদ মিঠুন | ৩২* | ১৮ | ৩ | ১ | নটআউট |
৭ | মেহেদী হাসান মিরাজ | ৫ | ৬ | ০ | ০ | বোল্ড আউট |
৮ | মাশরাফি বিন মর্তুজা | ১ | ৪ | ০ | ০ | ক্যাচ আউট |
৯ | তাইজুল ইসলাম | ০ | ১ | ০০ | ০০ | বোল্ড আউট |
১০ | আল আমিন হোসেন | ০ | ০ | ০০ | ০০ | |
১১ | শফিউল ইসলাম | ৫* | ৫ | ০০ | ৫ | নটআউট |
একাদশে নেইঃ আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, ,মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন | ||||||
ক্রম | বোলার | ওভার | উইকেট | রান | রিপোর্ট | |
১ | চার্লটন তুশুমা | ৫ | ১ | ৩৫ | ||
২ | উইসলে | ৭ | ১ | ৩৮ | ||
৩ | উইলিয়ামস | ৭ | ০ | ৩৫ | ||
৪ | কার্ল মুম্বা | ১০ | ২ | ৬৪ | ||
৫ | সিকান্দার রাজা | ১০ | ০ | ৫৯ | ||
৬ | ডোনাল্ড | ৮ | ২ | ৫৫ |
জিম্বাবুয়ে ৩১৮/৮ (৫০)
Kamunhukamwe 51
Madhevere 52
Raza 66
Tripano 55
Taijul Islam 52/3
১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশ ওয়ানডে দলঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
খেলার সময়সূচী: সিলেটে ৩ টি ওয়ানডে খেলবেন দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ মাশরাফির নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সকল ম্যাচ শুরু হবে বেলা ১টা।
সিলেটে ৩টি ওয়ানডে খেলার পর দুই দল ২টি টি-টোয়েন্টি খেলবে ঢাকা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ই মার্চ ও ১১ই মার্চ।