বাংলায় শিখুন এনিডেস্ক – AnyDesk A to Z – পর্ব-০২
বাংলায় শিখুন এনিডেস্ক – AnyDesk A to Z – পর্ব-০২
করোনাভাইরাস (COVID-19) যেহেতু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, এখন অনেক অফিসগুলো হোম অফিস বা অফিসের দূরে থেকে কাজ করার প্রতি বেশী প্রাধন্য দিচ্ছে।
উদাহরণস্বরূপ, আপনি আপনার ব্যক্তিগত স্মার্টফোনটির মাধ্যমে অথবা বাসার পার্সোনাল কম্পিউটার এর মাধ্যমে আপনার অফিসে থাকা পিসি বা অফিসের ল্যাপটপের ফাইলগুলি অ্যাক্সেস এবং পরিচালনা করতে চাচ্ছেন সেক্ষেত্রে Remote Desktop Software এর বিকল্প কিছু নেই।
অনাহুত অ্যাক্সেস (Unattended Access):
Remote Desktop Software ক্ষেত্রে আমরা দেখি যে যখন কোন কম্পিউটারে Access এর জন্য রিকুয়েস্ট করা হয় তখন সেই কম্পিউটারের ইউজারের Accept এর জন্য অপেক্ষা করতে হয়। Unattended Access পদ্ধতি আপনাকে Accept এর জন্য অপেক্ষা ছাড়াই দ্রুত এবং তাত্ক্ষণিকভাবে একটি রিমোট সেট আপ করতে দেয়।
সেক্ষেত্রে আপনি যে কম্পিউটার Access করতে চাচ্ছেন সেখানে পূর্ব থেকে একটা Password সেট করা থাকতে হবে যা ব্যবহারের মাধ্যমেই দ্রুত রিমোট সেট আপ করতে পারবেন।
জব সেক্টরে এটি আপনাকে আপনার অফিসের যেকোন কম্পিউটার যেখানে পূর্ব থেকে থেকে AnyDesk Unattended Access পদ্ধতিতে পাসওয়ার্ড সেট করা আছে সেসব কম্পিউটারে যে কোনও সময় সংযোগ করতে পারবেন ও আপনার কাজ চালিয়ে যেতে পারবেন।
কিভাবে unattended access পাসওয়ার্ড সেট করবেন (How to setup unattended access password on Anydesk)
মূলত ব্যবহারের প্রধাণ সুবিধাগুলোর মধ্যে Unattended Access পদ্ধতি উল্লেখযোগ্য। AnyDesk Unattended Access বিষয়ে আমাদের টিউটোরিয়াল ভিডিও দেখতে পারেন যেখানে Step by Step আমরা তুলে ধরেছি AnyDesk Unattended Access পদ্ধতি।
ভিডি দেখুন
● রিমোট ডিভাইসে AnyDesk ইনস্টল করুন। আপনি anydesk এর ওয়েবসাইটে অ্যানিডেস্কের সর্বশেষতম সংস্করণটি ডাউনলোড করতে পারেন। …
● রিমোট ডিভাইসে আ্যনিডেস্ক কনফিগার করুন।
● এর পরে, আপনি দূরবর্তী কম্পিউটারের জন্য একটি কম্পিউটারের নাম এবং পাসওয়ার্ড সেট করবেন। .
● রিমোট ডিভাইসে সংযুক্ত করুন।
তথ্য আদান প্রদান প্রদ্ধতি (File sharing) :
ধরুন আপনি বাড়িতে থেকে অফিসের কাজ করার সিদ্ধান্ত নিলেন তবে আপনার অফিসের কম্পিউটারে আপনার কিছু ডকুমেন্টস আছে যা আপনার প্রয়োজন! এমন পরিস্থিতিতে কিভাবে আপনার ফাইল সংগ্রহ করবেন?
আপনার সহকর্মীদের জন্য অপেক্ষা করবেন নাকি নিজে স্ব-শরীরে আবার অফিসে গিয়ে ফাইল নিয়ে আসবেন!!
বাড়িতে থেকে আপনার অফিস কম্পিউটার অথবা প্রয়োজনীয় সার্ভার থেকে সরাসরি ফাইল আদান প্রদান করতে পারলে কাজগুলো কতই না সহজ হতো তাই তো! এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান প্রদান করা খুবই সহজ এখন AnyDesk এর মাধ্যমে!!
আদান প্রদানকৃত দুটি কম্পিউটারেই অবশ্যই AnyDesk চালু থাকতে হবে এবং Unattended Access পদ্ধতি থাকতে তো কোন চিন্তাই নেই!
AnyDesk এ দুটি পদ্ধতিতে ফাইল আদান প্রদান করা যায় যার মধ্যে একটি হলো আমাদের সচারচর কপি পেস্ট করার পদ্ধতি ( “Ctrl + C” “Ctrl + V” ) অন্যটি AnyDesk এর নিজস্ব পদ্ধতি।
দুইটি পদ্ধতিই আমাদের ভিডিওতে উল্লেখ করা আছে দেখে নিতে পারেন 😊
ভিডি দেখুন
তারপরে ফাইলগুলি স্থানান্তর করার জন্য নিম্নলিখিত পদ্ধতিতে এগিয়ে যান:
দূরবর্তী ডিভাইসে সংযুক্ত করুন। অন্য ব্যক্তির কম্পিউটারের ঠিকানা নিন এবং একটি সেশন শুরু করুন। এটি নীচে স্ন্যাপশটের মতো দেখাচ্ছে। আপনি একবার একটি সেশন শুরু করার পরে, “ফাইল স্থানান্তর” আইকনে ক্লিক করুন।
আপনি “ফাইল ট্রান্সফার” আইকনটি ক্লিক করার পরে দুটি উইন্ডো পপ হবে। একটি আপনার কম্পিউটার থেকে এবং অন্যটি দূরবর্তী কম্পিউটার থেকে। আপনি কেবল দূরবর্তী কম্পিউটার থেকে একটি ফাইল ডাউনলোড করতে এবং আমাদের কম্পিউটার থেকে অন্যটিতে একটি ফাইল আপলোড করতে পারেন।
এটি একটি ভাগ করা ফাইলের মতো দেখাচ্ছে তবে সুরক্ষা নিয়ে চিন্তা করার দরকার নেই। অন্য পক্ষটি কেবল সেই ড্রাইভ বা ফোল্ডারগুলিতে অ্যাক্সেস করতে পারে যা আপনি তাদের অ্যাক্সেস করতে চান।
ফ্রিতে কিভাবে AnyDesk সফটওয়্যার ডাউনলোড করবেন:
ভিডি দেখুন
AnyDesk মাল্টিপল কম্পিউটার কানেকশন পদ্ধতি
আমাদের কর্ম ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কম্পিউটার একসাথে কানেক্ট করার দরকার হয়। মাল্টিপল কম্পিউটার কানেকশনে এনিডেস্কের জুরি নেই! আনলিমিটিডেড কম্পিউটার সেশন সাপোর্ট করে এনিডেস্কে অর্থ্যাত আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে একাধিক কম্পিউটার এক্সেস করতে পারবেন সেই সাথে ফাইল আদান প্রদান করতে পারবেন। আমাদের ভিডিও তে দেখে নিন কিভাবে মাল্টিপল কম্পিউটার কানেকশন করা যায় এবং কিভাবে তা কাজ করে-
ভিডি দেখুন
AnyDesk মোবাইল এপস ব্যবহার পদ্ধতি
ভিডি দেখুন
How To Recording AnyDesk Session
কিভাবে AnyDesk এর চলমান সেশন রেকর্ড করে রাখবেন
ভিডি দেখুন
How To Chat in AnyDesk – AnyDesk Chat & Messaging
AnyDesk এর মাধ্যমে কিভাবে ম্যাসেজিং এর মাধ্যমে যোগাযোগ করবেন
ভিডি দেখুন
Anydesk- How To Reset AnyDesk User Name
AnyDesk এর ইউজার নাম কিভাবে পরিবর্তন করবেন
AnyDesk ব্যবহারে সাবধানতাঃ
**মনে রাখবে আপনার কম্পিউটারে AnyDesk চালু থাকলে কেউ যদি পাসওয়ার্ড এবং আপনার যেকোনও ডেস্ক আইডি জানে সে আপনার কম্পিউটারে সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারবে। পাসওয়ার্ডটি খুব সুরক্ষিত হওয়া উচিত।
একটি পাসওয়ার্ড যা কমপক্ষে 12 টি অক্ষরের বেশি হয় তার উচ্চ প্রস্তাব দেওয়া হয়। যেকোনও ডেস্ক সেরা সুরক্ষার জন্য দ্বি-গুণক প্রমাণীকরণকে সমর্থন করে। যখন কোনও তৃতীয় পক্ষ আপনার সাথে যোগাযোগ করে এবং আপনার যে কোনও ডেস্ক ঠিকানার দাবি করে তখন সর্বদা ডাবল-চেক করুন। আমরা (যেকোনও ডেস্ক সফটওয়্যার) কখনই আপনার আইডি বা পাসওয়ার্ড চাইব না এবং বৈধ সংস্থাগুলি আপনাকে যোগাযোগের প্রথম দিকে না নিয়ে কখনও যোগাযোগ করবে না। আপনি যদি কোনও পিসি মেরামত পরিষেবার সহায়তা চাইতে চান তবে দয়া করে নিশ্চিত হন যে আপনি বিক্রেতাটিকে জানেন। আমরা এমন একটি বৈশিষ্ট্য পরিকল্পনা করছি যা সংস্থাগুলি এবং ব্যক্তিদের তাদের পরিচয় প্রমাণের জন্য একটি স্বাক্ষরিত শংসাপত্র পাওয়ার অনুমতি দেবে।
– আপনি জানেন না এমন লোকেদের জন্য আপনার ডিভাইসে অ্যাক্সেসের অনুমতি দিবেন না, কখনো সন্দেহজনক হলে পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন।
– আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তবে নিশ্চিত করুন যে সে বা তারা কোনও স্ক্যামার নয়!
– আপনার ইমেল, ফেসবুক বা অন্য কোনও পাসওয়ার্ড যেন কোনভাবে শেয়ার না হোয় সেক্ষেত্রে খেয়াল রাখুন। এমন ক্ষেত্রে ব্রাউজারে কোন পাসওয়ার্ড সেভ না করা উত্তম।
– আপনার ডিভাইসে দূরবর্তীভাবে সংযুক্ত আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লগইন করতে বা কোনও ব্যক্তিগত পাসওয়ার্ড দেখাতে বলছে, তারা সম্ভবত স্ক্যামার হতে পারে। তাদের নির্দেশাবলী অনুসরণ করবেন না! এমনকি যদি তারা বলে যে আপনাকে তাদের অর্থ প্রদানের প্রয়োজন কারণ তারা আপনার কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ নিয়ে কোন সমস্যার সমাধান করেছেন ইত্যাদি এমন কোন বিষয়ে আগ্রহ দেখাবেন না। প্রয়োজনে এনিডেস্ক নতুন ভাবে ইন্সটল করুন সব কিছু নতুন ভাবে শুরু করুন।
তাই বলা যেতে পারে আ্যনিডেস্ক নতুন যুগের আলাদিনের চেরাগ!!!!যা কাজ এর গতিকে বাড়িয়ে এক ক্লিকে তাও বহুগুণ নিরাপত্তা ও নিশ্চিত তথ্য স্থানান্তরের মাধ্যমে।
–Never grant access to your device to people you don’t know.
– If you want to give someone access, make sure they are not a scammer!
– Guard your remote access data as you would your email, Facebook or any other password.
বাংলায় শিখুন এনিডেস্ক – AnyDesk A to Z – পর্ব-০১
PRIYOJANALA
——————————————————————————————————
►►►More AnyDesk Tutorials Here-
——————————————————————————————————-
AnyDesk A2Z Tutorials:
⭐AnyDesk All Tutorials Playlist: https://www.youtube.com/watch?v=6itPosJfT-k&list=PLwxSI4DC2xuQwLDaWniFhLS65hktIR3Na
⭐How How to download & Install AnyDesk Software
Link: https://youtu.be/ELRAnsnuBAk
⭐How To Setup Unattended Access Password in AnyDesk
Link: https://youtu.be/6itPosJfT-k
⭐AnyDesk File Transfer and File Sharing
Link: https://youtu.be/rCE77LdZ9PQ
⭐How To Make AnyDesk Multiple Computer Connections
Link: https://youtu.be/_ChbkS30WiU
⭐How to connect mobile to pc using AnyDesk
Link: https://youtu.be/ELRAnsnuBAk
⭐How To Recording AnyDesk Session
Link: https://youtu.be/RLx0ZzhU0EA
⭐How To Chat in AnyDesk – AnyDesk Chat & Messaging
Link: https://youtu.be/FQNSh_S-G48
⭐Anydesk- How To Reset AnyDesk User Name
Link: https://youtu.be/WO75e0rn2hc
►►►Download AnyDesk: https://anydesk.com/en/downloads
It’s fast, secure, and easy to operate even for inexperienced users.
–