ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা বার্তা (এসএমএস) -ঈদ পিকচার – EID MUBARAK WISHES & GREETINGS- Eid Picture
ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা বার্তা (এসএমএস
Here are some top Eid Mubarak Wishes, Eid Greetings with Happy Eid Mubarak Images which you can share with your friends and family members on this joyful day.
ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ঈদ মোবারক অর্থ হলো ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। তাই সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা এসএমএস / পিকচার কালেকশন: সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। যদিও এবারও পুরো মুসলিম বিশ্ব করোনা মহামারীর কারণে ঘরবন্দী ভিন্নরকম ঈদ পেতে যাচ্ছে। তবুও ঈদ মানেই আনন্দ, খুশি। সোশ্যাল মিডিয়াতেও জমজমাট থাকে ঈদের আমেজ। ভার্চুয়াল জগতের মানুষদের সাথেও শুভেচ্ছা বিনিময়ের প্রথাও এখন প্রচলিত।
ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা বার্তা (এসএমএস) ২০২১
ঈদ শুভেচ্ছা বার্তা
“দিনে গরম রাতে শীত সামনে আসছে রোজার ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
ঈদ শুভেচ্ছা বার্তা
“কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, সেটা হল ঈদের দিন তাই তোমাকে জানাই ঈদ মোবারক।”
ঈদ শুভেচ্ছা বার্তা
“চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।”
ঈদ শুভেচ্ছা বার্তা
“বাকা চাঁদের হাসিতে, দাওয়াত দিলাম আসিতে, আসতে যদি না পারও ঈদ মোবারক গ্রহন কর” “ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
“তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস, তুমি শীতল ভোরের শিশির ভেজা ঘাস ।তুমি আলোময় পৃথিবীর তাঁরা ভরা রাত,তোমাকে জানাই “ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত। সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। “ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
এই কামনায় “ঈদ মোবারাক” নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ শুভেচ্ছা বার্তা
নীল আকাশে ঈদের চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হলো খুশীর দিন, দাওয়াত রইলো ঈদের দিন ভালো থেকো সীমাহীন ।
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
দুরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে।
মন ছুটে যাক মনের টানে, নয়া চান্দের আগমনে।
ঈদ কাটুক খুশী মনে
***** ঈদ মোবারাক ****
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
ভাবছি একটা কথা বলব
কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত
ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত।
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
Eid Mubarak Wishes
On Eid Ul Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are answered by the almighty. Have a blessed Eid Ul Adha!
Eid Mubarak Wishes
May you be surrounded by family and friends this Eid. Allah is there for everyone. Eid Mubarak!
Eid Mubarak Wishes
As long as you have Allah in your heart, you will be prosperous. Happy Eid!
Eid Mubarak Wishes
My peace and joy embrace your life, And stay on this blessed day and always. Ameen!
ঈদ শুভেচ্ছা বার্তা
দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
“ঈদ মোবারক”
Eid Mubarak Wishes
Eid Mubarak to you and your family. May the guidance and blessings of Allah be with you and your family… Happy Eid Ul Adha 2021!
Eid Mubarak Wishes
Eid Mubarak, wishing you and your loved ones a blessed Eid!
ঈদ শুভেচ্ছা বার্তা
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”
On the occasion of Eid-ul-Adha, I send you my best wishes! Eid Mubarak!
ঈদ শুভেচ্ছা বার্তা
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত। “ঈদ মোবারক”
Eid Mubarak Wishes
On this Eid, I wish you and your family Allah’s blessings and kindness. Eid Mubarak!
ঈদ শুভেচ্ছা বার্তা
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
“ঈদ মোবারক”
Eid Mubarak Wishes
May this Eid bring happiness, joy, Allah’s blessings and love… Eid MUBARAK to you and your family.
Eid Mubarak Wishes
When I can’t reach out to people close to me, I always remember them in my prayers. May Allah’s blessings always be with you and your loves ones. Eid Mubarak to you!
Eid Mubarak Wishes
May your devotion and faith in Allah continue. Happy Eid!
Eid Mubarak Wishes
I hope this Eid opens your mind and soul to love and faith towards Allah.
Eid Mubarak Wishes
I hope Allah’s blessings will be with you forever and always. Happy Eid!
Eid Mubarak Wishes
Having you in my life is a blessing and on Eid Ul Adha. I wish that it stays forever. Eid Mubarak!
Eid Mubarak Wishes
May Allah’s blessings be with you today and always. Eid Ul Adha Mubarak 2021!
Eid Mubarak Wishes
May the divine blessings of Allah bring you hope, faith, and joy on Eid-Ul-Adha and forever. Happy Eid Ul Adha 2021!
ঈদ শুভেচ্ছা বার্তা
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
“ঈদ মোবারাক”
ঈদ শুভেচ্ছা বার্তা
শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক…
Eid Mubarak Wishes
Today is the day to pray, love, smile, care and celebrate with our near and dear ones and remember Allah for his kindness. Eid Mubarak!
ঈদ শুভেচ্ছা বার্তা
বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। ঈদ মোবারক…
ঈদ শুভেচ্ছা বার্তা
মন চাইছে কারো সাথে কথা বলি, মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি, ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি। “ঈদ মোবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
ঈদ শুভেচ্ছা বার্তা
চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক…!
ঈদ শুভেচ্ছা বার্তা
মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি একদিন, ঝড় বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের দিন, নদীর ধারে সাদা বক……তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”
EID MUBARAK WISHES & GREETINGS Here are some top Eid Mubarak Wishes, Eid Greetings with Happy Eid Mubarak Images which…
Posted by PriyoJanala 24 on Monday, 10 May 2021
Eid Mubarak Wishes
This Eid-ul-Adha, I wish Allah’s blessings to light up your life and hope that it is filled with happiness, peace, joy and success. Eid Mubarak!
Eid Mubarak Wishes
You’ll be in my prayers today. May Allah bless you. Eid Mubarak!
ঈদ শুভেচ্ছা বার্তা
নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত। ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন। ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..! . .*ঈদ মুবারক*
ঈদ শুভেচ্ছা বার্তা
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে! খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে! সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। “ঈদ মোবারক”!
ঈদ শুভেচ্ছা বার্তা
বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন করো..
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিসন্নতা আর দুঃখ।
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে,
রেখে দিব তোমায় হৃদয়ের কোণে,
ঈদ মুবারাক।
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
ঈদ শুভেচ্ছা বার্তা
তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ ও রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ,
এই ঈদ আনুক অনাবিল আনন্দ।
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।
ঈদ শুভেচ্ছা বার্তা
রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। ঈদ মোবারাক
ঈদ শুভেচ্ছা বার্তা
নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে, এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে, পারলে এসো আমার ঘরে, ঈদ মোবারাক।
Eid Mubarak Wishes
I wish you Allah’s blessings and pray for all your obstacles to vanish soon. Happy Eid to you and your family!
Eid Mubarak Wishes
ঈদ শুভেচ্ছা বার্তা
কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদের নতুন ছন্দ, এস এম এস, মেসেজ, স্ট্যাটাস, কবিতা
দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****
ঈদ শুভেচ্ছা বার্তা
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”
ঈদ শুভেচ্ছা বার্তা
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।
ঈদ শুভেচ্ছা বার্তা
আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক *****
ঈদ শুভেচ্ছা বার্তা
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
***** ঈদ মোবারাক *****
ঈদ শুভেচ্ছা বার্তা
আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক”
ঈদ শুভেচ্ছা বার্তা
হাঁসের ডিম মুরগির ডিম। দেখা হবে ঈদের দিন। ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’। ঈদের দাওয়াত না দিলে মারবো একটা ঘুষি! ঈদ মোবারক
EID MUBARAK WISHES & GREETINGS Here are some top Eid Mubarak Wishes, Eid Greetings with Happy Eid Mubarak Images which…
Posted by PriyoJanala 24 on Monday, 10 May 2021
Eid Mubarak Bangla Picture & SMS
All Images Uploaded In Our Facebook Page.
ঈদ মোবারক ২০২১,ঈদ মোবারক পিকচার ছবি ঈদ মোবারক sms,ঈদের শুভেচ্ছা ২০২০,ঈদের দাওয়াত,ঈদের মেসেজ,Eid sms bangla font,eid sms bangla 2020,eid sms,bangla 2021,eid sms bangla text,eid sms,bangla download,eid sms bangla 2020,eid,sms bangla apps,eid sms bangla for gf,eid sms bangladesh,eid sms bangla.com,eid sms bangla to english,eid mubarak sms bangla 2021,eid mubarak sms bangla 2020,eid special sms bangla 2021,new eid bangla sms 2020,eid ul,adha sms bangla 2022,eid ul adha sms bangla 2021,eid ul fitr bangla sms 2020,ঈদ sms ২০২১,ঈদ sms 2020,ঈদ sms বাংলা,ঈদ sms english,eid sms,eid sms bangla,eid sms 2020,eid,sms english,ঈদ এসএমএস,ঈদের অগ্রিম sms,eid a sms,অগ্রিম ঈদ sms,ঈদ আযহা sms,ঈদউল আযহা sms,ঈদ উল আযহার sms,ঈদ উল,আজহা sms,ঈদের ইংরেজি sms,ইংরেজি ঈদ sms,eid e ghadeer sms,ঈদ উপলক্ষে sms,ঈদের sms,ঈদের এসএমএস,eid এর sms,ঈদ মোবারক এর sms,ঈদ উল আযহা এর sms,ঈদ কষ্টের sms,ঈদ sms.com,eid sms.com,ঈদের কষ্টের sms,ঈদের কিছু sms,ঈদের sms.com,ঈদের কষ্টের এসএমএস,কোরবানির ঈদ sms,কুরবানি ঈদ sms,কুরবানী ঈদ sms,eid ka sms,eid k sms,eid ka sms hindi,eid ka sms urdu,ঈদের sms চাই,ঈদের এসএমএস চাই,ঈদের sms ছন্দ,ঈদের এসএমএস বাংলা ছবি,ঈদের জন্য sms,eid day sms,eid day sms english,eid day sms urdu,eid sms to boss,eid sms to girlfriend,eid sms to wife,eid sms to friend,eid sms to teacher,eid sms to love,ঈদ দাওয়াত এসএমএস,ঈদের দাওয়াত sms,ঈদের দাওয়াতের sms,ঈদের দিনের sms,eid sms hd,ঈদের দাওয়াত এসএমএস,ঈদের দাওয়াতের এসএমএস,ঈদের দিনের এসএমএস,ঈদের sms নতুন,ঈদ নিয়ে sms,ঈদ নিয়ে এসএমএস,ঈদের নিউ sms,ঈদের নতুন sms,ঈদের নতুন এসএমএস,ঈদের নতুন এসএমএস ২০২০,নতুন ঈদ sms,ঈদ এসএমএস পিকচার,ঈদের পরের sms,eid sms for,ঈদ উল ফিতর sms,eid sms বাংলা,ঈদ এসএমএস বাংলা,ঈদের sms বাংলা,ঈদের এসএমএস বাংলা,ঈদের বাংলা sms 2020,ঈদের বাংলা এসএমএস ২০২১,ঈদের বাংলা এসএমএস 2020,ঈদ মোবারক sms বাংলা,ঈদের ভালবাসার sms,ঈদের ভালো sms,ভালোবাসার ঈদ sms,ঈদ মোবারক sms,ঈদ,মোবারক sms bangla,ঈদ মোবারক sms english,ঈদ মোবারক sms ২০২০,ঈদ মোবারক sms 2021,ঈদ মোবারক এসএমএস,ঈদ মোবারক এসএমএস 2020,ঈদের রোমান্টিক sms,ঈদের রোমান্টিক এসএমএস,eider sms,রোমান্টিক ঈদ sms,ঈদ শুভেচ্ছা sms,ঈদ শুভেচ্ছা এসএমএস,ঈদের শুভেচ্ছা sms,ঈদের শুভেচ্ছা এসএমএস,ঈদ স্পেশাল sms,ঈদ স্পেশাল এসএমএস,ঈদের সুন্দর sms,ঈদের সেরা sms,ঈদের,সেরা এসএমএস,ঈদের সুন্দর এসএমএস,ঈদের স্পেশাল এসএমএস,ঈদের হাসির sms,ঈদের হাসির এসএমএস,ঈদ sms 2020