Eid Images- Eid Mubarak Photo Free Download- ঈদ মোবারক ছবি
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। পৃথিবী জুড়ে সকল মুসলমানরা ধর্মীয় গাম্ভীর্যতার সাথে বছরে দুটি ঈদ পালন করে। সুখ, শান্তি এবং ত্যাগের অপরূপ মহিমায় পালন করা হয় ঈদগুলো। বছরের দুটি ঈদের মধ্যে একটি হল ঈদ-উল-ফিতর যা একমাস সিয়াম সাধনার পরে উদযাপিত হয়। অপরটি ঈদ-উল-আযহা যা কোরবানির ঈদ নামে পরিচিত।
ঈদ মানে আনন্দ বা খুশি। প্রত্যেক মুসলিমের পরিবারে ঈদ অত্যন্ত আনন্দ এবং খুশির বার্তা নিয়ে আসে । ঈদের দিন সবাই একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করে। ঈদকে কেন্দ্র করে বন্ধুত্ব, সৌহার্দ্য, ভালোবাসা, শুভেচ্ছা, দু‘আ এবং আনন্দ ভাগাভাগি করেন সবাই। ঈদে গরিব ধনী এর মধ্যে কোন ভেদাভেদ থাকেনা। পরিচয় থাকে শুধু একটি, সবাই মুসলমান, একে অপরের ভাই। ঈদের জামাআতে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলে এক সঙ্গে সালাত আদায় করেন। ঈদের দিনে সবার বাসায় পোলাও,কোরমা,সেমাইসহ বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করা হয়। সুন্দর পোশাকে সবাই ঘুরে বেড়ায়।
রমজান মাস শেষে শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের খুশীতে শাওয়াল মাসকে গ্রহণ করে মুসলমানরা।
ঈদ উল-আজহা অথবা কোরবানির ঈদ । আরবি ‘কুরবান’ শব্দটি ফারসি বা উর্দুতে কোরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ ‘নৈকট্য
ঈদুল আযহা পালন করা হয় জিলহাদ মাসে।
পশু কোরবানি একটি প্রতীকি ব্যাপার। এখানে পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল থেকে শুরু করে সবকিছুই কোরবানি করতে প্রস্তুত। হজরত ইব্রাহিম (আ) ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে।
বাংলাদেশে সাধারণত একে বলা হয় কোরবানির ঈদ। এই ঈদে পশু কোরবানি দেয়া সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। কোরবানিকৃত পশুর গোশত তিন ভাগ করে এক ভাগ গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে হয় যাতে তারাও এই আপ্যায়নে শরিক হতে পারে। মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যখন হযরত ইব্রাহিম (আ) এতো বড় আত্মোৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি বরং প্রস্তুত ছিলেন। আল্লাহ তাতেই সন্তুষ্ট হয়েছেন। সন্তানের পরিবর্তে পশু কোরবানির ব্যবস্থা করেছেন।৷ কোরআনে কুরবানি সম্পর্কে আছে – মাংস বা রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌছায় না, পৌছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। কোরবানির একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে পশু জবাই করা। তাই কোরবানি ঈদের মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির লাভের জন্য পশু কোরবানি করে।
ঈদুল আযহায় পশু কোরবানি একটি প্রতীকি ব্যাপার। মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল থেকে শুরু করে সবকিছুই কোরবানি করতে প্রস্তুত। হজরত ইব্রাহিম (আ) এর কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় এবং তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুসলমান প্রস্তুত থাকে তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে।
ঈদ একটি ইবাদত। ঈদের নামাজ সবার জন্য। ঈদের দিনে সকালে প্রথম আনুষ্ঠানিকতা হলো নতুন জামা-কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাওয়া । নামাজের পর সবাই একসাথে হওয়া, দেখা করা। ঈদের দিনে বড়দের থেকে সালামি গ্রহণ করা, ছোটদেরকে সালামের দেওয়া, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের বাসায় যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদি বর্তমানে ঈদের একটি অংশ।
ঈদ কে ঘিরে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে । ঈদের দিন ঘরে ঘরে সাধ্যমতো বিশেষ খাবারের আয়োজন করা হয় । বাংলাদেশের শহরগুলো থেকে ঈদের ছুটিতে প্রচুর লোক নিজেদের গ্রামে বেড়াতে যায় । এ কারণে ঈদের সময়ে রেল, সড়ক, ও নৌপথে প্রচণ্ড ভিড় দেখা যায় । মুসলিমরা ঈদুল ফিতরের দিন বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করে থাকে । ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ ।
ঈদ আপনি এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক সুখ, আনন্দ এবং সমৃদ্ধি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।