BEAUTY TIPShealthtipstipsঅনন্যা কবির জিহান

চুলের যত্নে ৭ টি টিপস- বর্ষাকালে চুলের যত্ন

বর্ষাকালে চুলের যত্নে ৭ টি টিপস! 

 

বর্ষাকাল প্রায় আমাদের সকলেরই প্রিয় একটি ঋতু ৷ এসময় ফুলে ফলে ভরে ওঠে প্রকৃতি ৷বৃষ্টির ছোঁয়া প্রকৃতিকে সতেজ করে তুললেও নিস্তেজ করে ফেলে আমার চুল ৷ গরম থেকে স্বস্তি মেললেও বেড়ে যায় চুল পড়ার অস্বস্তি ৷ এছাড়াও স্যাঁতসেঁতে আবহাওয়া, মাথার ঘাম , ভেজা চুল ইত্যাদি কারণে চুলে খুশকি,ইনফেকশন ও চুল পড়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় ৷ এই সময় প্রয়োজন চুলের সঠিক যত্ন নেয়া৷

চুলের যত্নে ৭ টি টিপস- বর্ষাকালে চুলের যত্ন

 

 

 

এবার জেনে নেওয়া যাক এই বর্ষাকালে চুলের যত্নে আমাদের করণীয় :

চুলকে ড্যামেজ থেকে রক্ষাঃ

 

যদি আপনি চুলকে ড্যামেজ এর হাত থেকে বাঁচাতে চান তবে রাত এ ঘুমানোর আগে অবশ্যই চুলে বেণী করে ঘুমাতে হবে ৷ কারণ প্রতিদিন রাতে ঘুমানোর সময় বালিশের সাথে আমাদের চুলের এক ধরণের ঘর্ষণ এর সৃষ্টি হয় যার ফলে আমাদের চুলের ক্ষয় হয় এবং আগা ফেটে যায় ৷ এছাড়া বালিশের কভার হিসেবে ব্যবহার করতে পারেন সিল্কের কাপড় কারণ এর সাথে আমাদের চুলের ঘর্ষণ হয় না ফলে চুলের ক্ষতি ও হয় না ৷

 

সঠিক পদ্ধতিতে চুলে শ্যম্পু করাঃ  

 

বর্ষায় অবশ্যই চুলে সপ্তাহে অন্তত দুই দিন চুলে শ্যাম্পু করবেন ৷ যদি আপনার প্রতিদিন বাহিরে যাওয়া হয় তবে শ্যাম্পু করবেন সপ্তাহে তিন দিন ৷ এর ফলে চুলের গোড়ায় জমে থাকা তেল, ধুলোবালী ও ময়লা দূর হবে ৷ চুলে খুশকির সমস্যা দূর হবে এবং স্বাস্থ্যজ্জোল হবে ৷

 

শ্যাম্পু করার পর চুলে অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে ৷ প্রত্যেক বার শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান এবং অবশ্যই খেয়াল রাখুন যেনো তা মাথার ত্বকে না লাগে ৷ কন্ডিশনার আপনার চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং চুলের রুক্ষতা দূর করবে ৷

 

চুলের যত্নে হারবাল প্রোডাক্টঃ

 

চুলের যত্নে হারবাল প্রোডাক্ট এর ব্যবহার আপনার অনেক সমস্যার স্হায়ী সমাধান দিবে ৷ বর্ষায় আমাদের চুল এমনিতেই দুর্বল হয়ে যায় , এর মধ্যে অতিরিক্ত কেমিকেল এর ব্যবহার আপনার চুলকে আরো নির্জীব করে দিবে ৷ আপনি চুলকে কেমিকেল এর ড্যামেজ থেকে বাঁচাতে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া হেয়ার মাস্ক

 

মেহেদি গুঁড়ো, মেথি গুঁড়ো,শিকাকাই গুড়ো,রিঠা গুড়ো,ডিমের সাদা অংশ মিশিয়ে চুলে লাগাতে পারেন।

 

মধু, লেবুর রস এক সঙ্গে মিশিয়ে মাথার ত্বক ও চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন।  

 

মাথার ত্বক শুষ্ক হলে এলোভেরা জেল লাগিয়ে ২০ মিনিট রাখুন তারপর  শ্যাম্পু করুন

 

সঠিক পদ্ধতিতে চুলে তেল লাগানোঃ   

 

চুলে নিয়মিত হালকা গরম তেল মালিশ করুন ৷বলা হয়ে থাকে যে চুলের খাদ্য হচ্ছে তেল ৷ বর্ষার এই সময়ে চুলকে প্রাণবন্ত রাখতে তেল মালিশ এর খুব প্রয়োজন ৷চুলের গোড়ায় তেল লাগিয়ে আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে ৷ এতে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুলের বৃদ্ধি ঘটবে ৷আপনার নিয়মিত তেল এর সাথে আপনি মিশিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা রোজমেরি , ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ৷ এতে আপনার চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং মাইগ্রেইনের ব্যথায় আরাম দিবে।

 

চুলের যত্নে সঠিক চিরুনির ব্যবহারঃ

 

চুলের মসৃনতা বজায় রাখতে সঠিক চিরুনির ব্যবহার জরুরি ৷ প্লাস্টিকের চিরুনি আমাদের চুলের সাথে ঘর্ষণের সৃষ্টি করে চুলকে রুক্ষ করে ফেলে ৷ তাই চুলে সবসময় কাঠের চিরুনি ব্যবহার করাই শ্রেয় ৷ আর কখনোই ভেজা চুল আচরানো উচিত নয় ৷ ভেজা অবস্থায় আমাদের চুল নরম থাকে এবং আচরানোর সময় ঐর গোড়া দুর্বল হয়ে পড়ে ৷ যদি আপনার চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা থাকে তবে প্রতি তিন মাস পর পর চুলের আগা ছেটে ফেলুন ৷

 

চুলের যত্নে সতর্কতাঃ

 

চুলে কখনোই প্রচুর তাপ লাগাবেন না ৷ স্ট্রেইটনার কিংবা হেয়ার ড্রায়ারের ব্যবহার যতোটা সম্ভব এড়িয়ে চলুন ৷ এতে আপনার চুলের নির্জীব হওয়ার ঝুঁকি কমবে ৷

 

চুলের যত্নে সুষম খাদ্যঃ

 

আপনার প্রতিদিন এর খাদ্য তালিকায় প্রোটিন, ভিটামিন ও মিনারেলস রাখুন ৷ এসকল উপাদান আপনার ত্বকের সুস্হতা এবং চুলের গঠন বজায় রাখতে সহায়তা করবে ৷ খাদ্য তালিকায় ফল বা ফলের জুস রাখুন ৷আপনার খাদ্যভ্যাস এ যদি ঘাটতি থাকে তবে আপনি যতোই যত্ন নিন বা ভালো প্রোডাক্ট ব্যবহার করুন , তাতে কোনো উপকার হবে না ৷

 

লেখিকাঃ – অনন্যা কবির জিহান (প্রিয়জানালা) 

আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা

PriyoJanala-প্রিয়জানালা

ক্রিকেট, ফুটবল, বাংলা সংবাদ, হেলথ টিপস, টেকনোলোজি টিপস, বাংলা ব্লগ, বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন, পড়াশুনা সহ  নতুন সিনেমা/নাটক/ওয়েব সিরিজ সংবাদ/ বাংলা রিভিউ/গল্প ব্যাখ্যা/বাংলা সাবটাইটেল পেতে আমাদের ফেইসবুক পেইজের সাথে থাকুন।
Back to top button