bd jobsGovt jobspriyojanala blog

সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা – Govt Job এর গ্রেড সমূহ

বাংলাদেশের এই প্রজন্মে সবার যে বিষয়ে আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি চাকরিজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা । বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া মোটেও সহজ নয় । সরকারি যেকোন চাকরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগীর সম্মুখীন হয় । আজকে আমরা সরকারি চাকরির গ্রেড , ভাতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানবো ।

পূর্বে সরকারি জব ৪ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল যা এখন ১ থেকে ২০ গ্রেডে ভাগ করা হয়েছে । পূর্বের প্রথম শ্রেণি হলো ১ম থেকে ৯ম গ্রেড ,পূর্বের দ্বিতীয় শ্রেণি হল বর্তমানের ১০ম গ্রেড ,পূর্বের তৃতীয় শ্রেণি হল বর্তমানের ১১-১৬ গ্রেড এবং বর্তমান ১৭-২০ গ্রেড হলো পূর্বের চতুর্থ শ্রেণি ।

বেতন স্কেল হিসাব ; জাতীয় বেতন স্কেল ২০১৫;বাড়ি ভাড়া সংক্রান্ত গেজেট; বেতন স্কেল গেজেট ২০১৫; সরকারি চাকরির সুযোগ সুবিধা; সরকারি চাকরির বেতন হিসাব ২০২১; সরকারি চাকরির গ্রেড ভিত্তিক বেতন; সকল সরকারি পে স্কেল;

সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা - সরকারি চাকরির গ্রেড সমূহ


 

সরকারি চাকরির গ্রেড-১ থেকে গ্রেড-৯

প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডারগণ হল গ্রেড-১ থেকে গ্রেড-৯ ভুক্ত সরকারি চাকরিজীবী । এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয় , স্বয়ং বাংলাদেশের রাষ্টপতি এদের নিয়োগ দিয়ে থাকেন । সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা , দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন । তার উপরে আছে সচিব/মূখ্য সচিব ।  

(বিদ্রঃ পূর্বে ১ম থেকে ৯ম গ্রেড প্রথম শ্রেণির অন্তর্ভুক্ত ছিল)

জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১ থেকে গ্রেড-৯ বেতন কাঠামো নিচে দেওয়া হলোঃ

সরকারি চাকরির গ্রেড-১ এর বেতন কত?

বেসিক ৭৮ হাজার টাকা (নির্ধারিত)

সরকারি চাকরির গ্রেড-২ এর বেতন কত?

বেসিক ৬৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭৬ হাজার ৪৯০ টাকা।

ইনক্রিমেন্ট ধাপঃ ৫ বার।  

সরকারি চাকরির গ্রেড-৩ এর বেতন কত?

বেসিক ৫৬ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৪ হাজার ৪০০ টাকা। 

ইনক্রিমেন্ট ধাপঃ ৮ বার।   

সরকারি চাকরির গ্রেড-৪ এর বেতন কত?

বেসিক ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭১ হাজার ২০০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১০ বার।

সরকারি চাকরির গ্রেড-৫ এর বেতন কত?

বেসিক ৪৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ৮৫০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১২ বার।

সরকারি চাকরির গ্রেড-৬ এর বেতন কত?

বেসিক ৩৫ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৭ হাজার ১০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১৪ বার।  

সরকারি চাকরির গ্রেড-৭ এর বেতন কত?

বেসিক ২৯ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬৩ হাজার ৪১০ টাকা।

ইনক্রিমেন্ট ধাপঃ ১৭ বার।

সরকারি চাকরির গ্রেড-৮ এর বেতন কত?

বেসিক ২৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৫ হাজার ৪৭০ টাকা।   

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার।   

সরকারি চাকরির গ্রেড-৯ এর বেতন কত?

বেসিক ২২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬০ টাকা।

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

বিদ্রঃ একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারি বেসিক মূল বেতন এর সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, ধোলাই ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন। এছাড়া ভাতা সহ মোট বেতন থেকে কর্মচারী যৌথবিদ্যা তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, স্টাম্প ডিউটি, সাধারণ ভবিষ্য তহবিল সহ কিছু তহবিল বাবদ বেতন থেকে কিছু টাকা কর্তন করে রাখা হয়।

সরকারি চাকরির গ্রেড-১০

পুলিশের এসআই , সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র স্টাফ নার্স, প্রাইমারি প্রধান শিক্ষক এবং সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক ইত্যাদি  সরকারি চাকরির গ্রেড-১০ ভুক্ত।

(বিদ্রঃ পূর্বে ১০ম গ্রেড ২য় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল) 

জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ বেতন কাঠামো নিচে দেওয়া হলোঃ 

সরকারি চাকরির গ্রেড-১০ এর বেতন কত?

বেসিক ১৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা।   

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

আমরা একজন ১০ম গ্রেড ভুক্ত সরকারি কর্মকর্তার প্রথম মাসের বেতন বিল উল্লেখপূর্বক একটা ধারণা প্রদান করছি। 

 

সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা - সরকারি চাকরির গ্রেড সমূহ

এখানে কর্মকর্তার বেসিক বেতন ১৬০০০ টাকা এর সাথে তিনি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, ধোলাই ভাতা সহ মোট ২৭ হাজার ৯৭৮ টাকা মোট বেতন পাচ্ছে যেখানে ২৬০ টাকা তহবিল বাবদ কেটে রাখা হচ্ছে। ইনক্রিমেন্ট প্রাপ্তির পরে তাঁর বিভিন্ন ভাতার পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে।

 

বিদ্রঃ একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারি বেসিক মূল বেতন এর সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, ধোলাই ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন। এছাড়া ভাতা সহ মোট বেতন থেকে কর্মচারী যৌথবিদ্যা তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, স্টাম্প ডিউটি, সাধারণ ভবিষ্য তহবিল সহ কিছু তহবিল বাবদ বেতন থেকে কিছু টাকা কর্তন করে রাখা হয়।

সরকারি চাকরির গ্রেড-১১ থেকে গ্রেড-১৬

প্রাইমারি সহকারী শিক্ষক, সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী , কম্পিটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক/সাঁটলিপিকার, উচ্চমান সহকারী, সুপারভাইজার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, অডিটর, ইত্যাদি সরকারি চাকরির গ্রেড-১১ হতে গ্রেড-১৬ ভুক্ত।

(বিদ্রঃ পূর্বে ১১তম থেকে ১৬তম গ্রেড ৩য় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল)

জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১১ থেকে গ্রেড-১৬ বেতন কাঠামো নিচে দেওয়া হলোঃ  

সরকারি চাকরির গ্রেড-১১ এর বেতন কত?

বেসিক ১২ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার ২৩০ টাকা।    

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১২ এর বেতন কত?

বেসিক ১১ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ২৭ হাজার ৩০০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১৩ এর বেতন কত?

বেসিক ১১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৬ হাজার ৫৯০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১৪ এর বেতন কত?

বেসিক ১০ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৪ হাজার ৬৮০ টাকা।   

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১৫ এর বেতন কত?

বেসিক ৯ হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ২৩ হাজার ৪৯০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১৬ এর বেতন কত?

বেসিক ৯ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ২২ হাজার ৪৯০ টাকা।   

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার।  

সরকারি চাকরির গ্রেড-১৭ থেকে গ্রেড-২০

অফিস সহায়ক, ওয়ার্ড বয়,  ইত্যাদি সরকারি চাকরির গ্রেড-১১ হতে গ্রেড-১৬ ভুক্ত।

(বিদ্রঃ পূর্বে ১১তম থেকে ১৬তম গ্রেড ৩য় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল)

জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ বেতন কাঠামো নিচে দেওয়া হলোঃ   

সরকারি চাকরির গ্রেড-১৭ এর বেতন কত?

বেসিক ৯ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১৮ এর বেতন কত?

বেসিক ৮ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ২১ হাজার ৩১০ টাকা।   

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-১৯ এর বেতন কত?

বেসিক ৮ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৬ হাজার ৪৯০ টাকা।  

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

সরকারি চাকরির গ্রেড-২০ এর বেতন কত?  

বেসিক ৮ হাজার ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার ১০ টাকা।   

ইনক্রিমেন্ট ধাপঃ ১৯ বার। 

বিদ্রঃ একজন সরকারি কর্মকর্তা অথবা কর্মচারি বেসিক মূল বেতন এর সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, ধোলাই ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন। এছাড়া ভাতা সহ মোট বেতন থেকে কর্মচারী যৌথবিদ্যা তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, স্টাম্প ডিউটি, সাধারণ ভবিষ্য তহবিল সহ কিছু তহবিল বাবদ বেতন থেকে কিছু টাকা কর্তন করে রাখা হয়।

 

জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১ থেকে গ্রেড-২০ বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিচে দেওয়া হলোঃ

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বাড়ি ভাড়া ভাতা : ৪৫ হাজার টাকা ও এর উর্ধ্বে ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ২৮ হাজার টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা । চট্টগ্রাম , খুলনা , রাজশাহী , সিলেট , বরিশাল , রংপুর , নারায়ণগঞ্জ , গাজীপুর , কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ২৩ হাজার টাকা ও সর্বোচ্চ ৩৬ হাজার টাকা ।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ৩২ হাজার টাকা । অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫ শতাংশ হারে কমপক্ষে ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ২৮ হাজার টাকা ।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের চিকিৎসা ভাতাঃ

সকল কর্মচারী মাসিক ১০০০-১,৫০০ টাকা হারে চিকিৎসা ভাতা পেয়ে থাকে।

৬৫ বছর উপরে অবসরভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে মাসিক ১৫০০-২৫০০ টাকা এবং অন্যান্য অবসরভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের ক্ষেত্রে মাসিক চিকিৎসাভাতা ১,৫০০ টাকা পেয়ে থাকে ।

এর পাশাপাশি সরকার প্রদত্ত ৪০০ টাকা স্বাস্থ্য ও দূর্ঘটনা বীমা এবং জীবন বীমাসহ সরকারি চাকুরিজীবীর জন্য বীমা স্কিম চালু করা ।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের উৎসব ভাতা : সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে ২ মাসের বেসিক মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে । একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে ২টি উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে । মুসলমানগণ দুই ঈদে দুটি বোনাস প্রাপ্ত হয় ও হিন্দুরা দুর্গা পূজায় দুটি বোনাস একসাথে প্রাপ্ত হয়।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বাংলা নববর্ষভাতাঃ

সকল কর্মচারী আহরিত মূলবেতনের ২০%  হারে বাংলা নববর্ষভাতা প্রাপ্য হবেন। উদাহরনঃ বেসিক ১৬০০০ টাকা হলে সে ৩২০০ টাকা পাবেন।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের টিফিন ভাতাঃ

১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীগণ মাসিক ১০০-৩০০ টাকা টিফিনভাতা প্রাপ্য হবেন, তবে যেসব কর্মচারী তাদের প্রতিষ্ঠান হতে লাঞ্চভাতা অথবা বিনামূল্যে দুপুরের খাবার পান তাদের ক্ষেত্রে টিফিনভাতা প্রযোজ্য হবে না।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের শিক্ষা সহায়ক ভাতা : সকল শ্রেণীর চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে ১ হাজার টাকা , ২ সন্তানের জন্য ২ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতার সুপারিশ করা হয়েছে । এর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য সরকারি অর্থে পরিচালিত সকল প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা নির্ধারণের সুপারিশ করা হয়েছে । তবে এক্ষেত্রে বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি সুপারিশ প্রযোজ্য হবে না ।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের কার্যভারভাতাঃ

চলতি দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত শর্তাদি পালন সাপেক্ষে, দায়িত্ব পালনকালে সমাহারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর মূল বেতনের ১০% হারে কার্যভারভাতা প্রাপ্য হবেন এবং এর সর্বোচ্চ সীমা হবে মাসিক ১৫০০ টাকা।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের যাতায়াত ভাতাঃ

১১ থেকে ২০ গ্রেডের বেসামরিক কর্মচারীর ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় কর্মস্থল হলে ৩০০-৩৬০ টাকা হারে যাতায়াতভাতা প্রাপ্য হবেন।

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ধোলাইভাতাঃ

মাসিক ১০০-২৫০ টাকা  

সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের পাহাড়িভাতাঃ

পার্বত্য জেলাসমূহের জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল কর্মচারীর জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৩০০০ টাকা এবং অন্যান্য উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫০০০ টাকা পাহাড়িভাতা প্রদেয় হয়।

এছাড়াও সরকারি কর্মকর্তা ও কর্মচারিরাগণ বিভিন্ন পর্যায় বিভিন্ন ভাতা পেয়ে থাকেন তারমধ্যে অন্যতম-

ভ্রমণ ভাতা, সরকারি চাকরির আপ্যায়ন ভাতা, সরকারি চাকরির যাতায়াত ভাতা,সরকারি চাকরির গাড়ির সুবিধা, সরকারি চাকরির টিফিন ভাতা, সরকারি চাকরির শ্রান্তি ও বিনোদন ভাতা, কার্যভার ভাতা, গৃহকর্মী ভাতা, পাহাড়ি ও দুর্গম ভাতা, আপ্যায়ন ভাতা, ভ্রমণ ভাতা, বিশেষ ভাতা, অবসর ভাতা ইত্যাদি।

সূত্রঃ ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে প্রকাশিত ৮ম বেতন স্কেল সংক্রান্ত বাংলাদেশ গেজেট।

সুপ্রিয় পাঠক প্রিয়জানালার এই পোস্টটি পড়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর কোন বিষয় নিয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে সে বিষয়ে তথ্য নিয়ে হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন । 

আমাদের ফেইসবুকে পেইজে জয়েন্ট করুন 👇👇👇👇

 https://www.facebook.com/priyojanala

আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা

 

Back to top button