NID Card হারিয়ে গেলে যা করবেন – ভোটার আইডি হারিয়ে গিয়েছে?
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে যা যা করণীয়
প্রতিটা দেশে জাতীয় পরিচয়পত্র খুবই গুরুত্বপূর্ণ । প্রায় সব ক্ষেত্রেই এটি প্রয়োজন হয় । চলাফেরার পাশাপাশি ব্যক্তিগত অনেক কাজই জাতীয় পরিচয়পত্র ছাড়া সম্ভব হয় না । তবে নিজেদের অসাবধানতার কারণে অনেক সময় এই পরিচয়পত্রটি হারিয়ে যায় বা হারিয়ে যেতে পারে । এই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এখন আমরা আলোচনা করবো ।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সর্বপ্রথম নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে । অথবা আবেদন করার একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে যেখান থেকে একটি ফরম পাবেন , এই ফরমটি পূরণ করে পূরণকৃত ফরম প্রিন্ট করতে হবে । পরে প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে । ২০১৫ সাল থেকে হারানো আইডি-কার্ড পেতে বা সংশোধন করতে সরকার নির্ধারিত ফি ধার্য করেছেন । জাতীয় পরিচয়পত্র নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে , আজকে কিছু প্রশ্ন এবং তার উত্তর দিবো । আশা করি এটি আপনাদের কিছুটা হলেও উপকার করবে ।
● কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায় ?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে । সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ।
● ভুলক্রমে পিতা/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে ?
উত্তর : জীবিত পিতা/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে ।
● পিতা/মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয় ?
উত্তর : পিতা/মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে ।
● বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি ?
উত্তর : নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে , উপজেলা/ থানা/জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে ।
● বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্বামীর নাম বিভাবে বাদ দিতে হবে ?
উত্তর : বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল ( তালাকনামা ) সংযুক্ত করে , উপজেলা/ থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে ।
● আইডি-কার্ড এর ছবি অস্পষ্ট , ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার ?
উত্তর : এক্ষেত্রে নিজের সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে ।
● নিজের অথবা পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে ?
উত্তর : জন্ম সনদ , নাগরিকত্ব সদন , চাকুরীর প্রমাণপত্র , নিকাহ্নামা , পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে ।
● হারানো ও সংশোধন একই সঙ্গে করা যায় কি ?
উত্তর : হারানো ও সংশোধন একই সঙ্গে সম্ভব নয় । আগে হারানো কার্ড তুলতে হবে , পরে সংশোধনের জন্য আবেদন করা যাবে ।
● প্রাপ্তি স্বীকারপত্র/স্লিপ হারালে করণীয় কী ?
উত্তর : স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নম্বর দিয়ে হারানো কার্ডের জন্য আবেদনপত্র জমা দিতে হবে ।
● জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে , কোনো কাগজ নেই বা নম্বর/ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই , সেক্ষেত্রে কী করণীয় ?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিস থেকে ভোটার নম্বর সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখা/উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে ।
● স্বাক্ষর পরিবর্তন করতে চাই , কিভাবে করতে পারি ?
উত্তর : নতুন স্বাক্ষর এর নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে । তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে ।
● একটি কার্ড কতবার সংশোধন করা যায় ?
উত্তর : এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে । তবে যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না ।
ভোটার আইডি কার্ড সম্পর্কে আরো জানুন
আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন । এছারাও কমেন্টের মাধ্যমে আপনার সুযোগ্য মতামত জানাতে ভুলবেন না ।
আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা