current affairsGeneral Knowledgejob preparation

পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু।

পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে।

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। 

পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের দিন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।

পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-: পদ্মা সেতু প্রকল্পের নাম কি?

উ: পদ্মা বহুমুখী সেতু।

প্রশ্ন-:পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উ: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

প্রশ্ন-: পদ্মা সেতুর নির্মান কাজ শুরু হয় কবে থেকে?

উ: ৭ ডিসেম্বর ২০১৪ সালে।

প্রশ্ন-: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

উ: ৬.১৫ কি.মি

প্রশ্ন-: পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উ: দুই প্রান্তে ১৪ কি.মি.

প্রশ্ন-: পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উ: ৩৮৩ ফুট।

প্রশ্ন-: পদ্মা সেতুর ধরন কেমন?

উ: দ্বিতলাবিশিষ্ট।

প্রশ্ন-: পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উ: ৪২ টি।

প্রশ্ন: পদ্মা কতটি জেলার সাথে সংযোগ হয়েছে?

উ: ২১ টি জিলা।

প্রশ্ন-: পদ্মা সেতুর স্পান সংখ্যা কতটি?

উ: ৪১ টি

প্রশ্ন-: ৪১ তম স্প্যান কত তারিখে বসানো হয়?

উ: ১০ ডিসেম্বর ২০২০

প্রশ্ন-: ৪১ তম স্প্যান বসানো হয় কত নং পিলারের উপর?

উ: ১২-১৩ নং।

প্রশ্ন-: পদ্মা সেতু হবার জন্য দেশে জিপিও বাড়বে কত?

উ: ১.২%।

প্রশ্ন-: পদ্মা সেতু নিয়ে কোন মন্ত্রালয় কাজ করে?

উ: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়।

প্রশ্ন-: পদ্মা সেতুর প্রস্থ কত?

উ: ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট।

প্রশ্ন-: পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?

উ: ২৬৪ টি।

প্রশ্ন-: পদ্মা সেতুর পরিচালক কে?

উ: মোঃ শফিকুল ইসলাম।

প্রশ্ন-: সবগুলো স্প্যান বসাতে মোট কত সময় লাগে?

উ: ৩৮ মাস।

প্রশ্ন-: পদ্মা সেতু বিশ্বের কত তম বৃহত্তম সেতু?

উ: ১১ তম।

প্রশ্ন-: পদ্মা সেতুর ডিজাইনার কে?

উ: এ.ই.সি.ও.এম (AECOM) 

প্রশ্ন-: পদ্মা সেতুর ভুমিকম্প সহনীয় মাত্রা কত?

উ: রিখটার স্কেল ৯।

প্রশ্ন-: পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?

উ: ৩১৪০ টন।

প্রশ্ন-: পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?

উ: ৩ টি।

প্রশ্ন-: পদ্মা সেতু কোন কোন জেলা নিয়ে বিস্তৃত?

উ: মুন্সিগঞ্জ,শরীয়তপুর ও মাদারীপুর।

প্রশ্ন-: কত তারিখে পদ্মা সেতু উদ্ধোধন করা হবে?

উ: ২৫  জুন ২০২২। 

পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 

  প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।  

Back to top button