
পবিত্র শবে বরাত
পবিত্র শবে বরাত পালিত হবে ৭ মার্চ ২০২৩ তারিখে । ২১ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে । এই হিসেবে ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে । ইসলামি মুসলিম কৃষ্টিতে যেসব দিবস বিখ্যাত, এর মধ্যে পাঁচটি রাত বিশেষভাবে উল্লেখযোগ্য । এই বিশেষ পাঁচটি রাত হলো, দুই ঈদের রাত্রিদ্বয়, শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর । শবে বরাতের অনেক ফজিলত রয়েছে যার কারণে এই দিনে প্রত্যেক মুসলমান নামাজ আদায় করে থাকে । নামাজের পাশাপাশি শবে বরাতে আরো অনেক কাজ করা উচিত । যেমন —
নফল নামাজ আদায় করা
নামাজে কিরাআত ও রুকু-সেজদা দীর্ঘ করা
পরের দিন নফল রোজা রাখা
কোরআন শরিফ পাঠ করা
দরুদ শরিফ বেশি বেশি পড়া
তাওবা-ইস্তিগফার অধিক পরিমাণে করা
দোয়া-কালাম, তাসবিহ তাহলিল, জিকির ইত্যাদি করা
কবর জিয়ারত করা
ক্ষমাপ্রার্থনা করা
শবে বরাতের পরের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়, কারণ সকল মুসলমান রাত্রি জেগে শবে বরাতের নফল ইবাদত করে । যার জন্য পরের দিন ছুটি ঘোষণা করা হয়ে থাকে । যারা শবে বরাতের শুভেচ্ছা একজন আরেক জনকে পাঠাতে চান । তাদের জন্য আজকের এই পোস্টে শবে বরাতের শুভেচ্ছা স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে —
Shab e Barat Bangla Picture

Shab e Barat Bangla Picture

|| অতীতের সকল গুনাহ মাফ করে আল্লাহ যেন সামনের দিনে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করে । সবাইকে পবিত্র লাইলাতুল বরাতের শুভেচ্ছা ||
|| আজ পবিত্র লাইলাতুল বরাত
আল্লাহ সবার জীবনের অতীত ও বর্তমানের সকল গুনাহ মাফ করুক ||
|| এই শবেবরাত উপলক্ষে আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করুক
সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা ||
|| আল্লার আমাদের সকল মানব জাতিকে নামাজ আদায় করার তৌফিক দান করুক । আমিন ||