দোলযাত্রা ( Holi )
দোলযাত্রা ( Holi )
হিন্দু ধর্মের অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা (Holi) । তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই রঙের উৎসব পালন করা হয় । এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় । বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন । অন্যদিকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন । তাই রঙিন এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন অনেকেই । আগামী ৮ মার্চে শুরু হতে যাচ্ছে হলি উৎসব ।
এই দিনে প্রিয়জনদের পাঠাতে সুন্দর সুন্দর বার্তা —
|| হোলির রঙে লাগুক ভালোবাসার ছোঁয়া
রঙিন হয়ে উঠেছে বিশ্বভূবন । শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ||
|| রঙের উৎসবে সকলকে জানাই রঙিন শুভেচ্ছা ||
|| হোলির শুভ রঙে সবার জীবন হয়ে উঠুক রঙিন
মনে লাগুক বসন্তের ছোঁয়া ||
|| জীবন নানান রঙে ভরে উঠুক
জীবনবোধের সব রঙ-রস মিশে যাক পূর্ণতায়, হ্যাপি হোলি ||
||মনের কালো দিক সরিয়ে তাতে আসুক রঙের উজ্জ্বলতা
ভরে উঠুক জীবন। শুভ দোলযাত্রা ||