priyojanala blog

উসাইন বোল্টের রেকর্ড ভাঙলো গ্রামের যুবক! **ভিডিও সহ**মোষের লাগাম হাতে প্রাণপণ দৌড়ে ভাইরাল যুবক

  The Indian buffalo racer compared to Usain Bolt

কাদামাখা জমিতে খালি পায়ে মোষের লাগাম হাতে প্রাণপণ দৌড়ে রেকর্ড গড়েছেন ভারতের কর্নাটক রাজ্যের ২৮ বছরের যুবক শ্রীনিবাস গৌড়া।

কাম্বালা উৎসবে পালিত মোষের সঙ্গে টানা ১৪২.৫ মিটার মাত্র ১৩.৬২ সেকেন্ডে পার করেন শ্রীনিবাস। তাঁর এই গতি দেখে অবাক হয়ে যান সবাই। তার প্রায় সঙ্গে সঙ্গে জামাইকার তারকা দৌড়বিদ উসেইন বোল্টের সঙ্গে গৌড়ার গতির তুলনা শুরু হয়ে যায়। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন। হিসেব করে দেখা গিয়েছে, গৌড়া ১০০ মিটার অতিক্রম করেছেন ৯.৫৫ সেকেন্ডে। বোল্টের থেকে ০.০৩ সেকেন্ড সময় কম নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাদামাটি ভরা রাস্তায় মোষের লাগাম ধরে প্রাণপণ ছুট দিচ্ছেন এক যুবক।এর পরেই শ্রীনিবাসকে নিয়ে চর্চা শুরু হয় নেট দুনিয়ায়।
Srinivas Gowda: The Indian buffalo racer compared to Usain Bolt

Srinivas Gowda: The Indian buffalo racer compared to Usain Bolt

He’s Srinivas Gowda from Moodbidri

He ran faster than olympic medalist

He completed 142.5 mts Kambala track in 13.62 secs

He finished 100 mts track in just 9.55 sec


whereas Usain Bolt finished in 9.58 sec
নেটিজেনরা বলছেন, বোল্টের থেকে শ্রীনিবাস শুধু কম সময় নিয়েছেন তাই নয়, জামাইকার স্প্রিন্টারের তুলনায় তাঁর চ্যালেঞ্জটাও কঠিন ছিল। কারণ, তাঁকে দৌড়তে হয়েছে কাদা-জলের মধ্যে। কোনও প্রশিক্ষণ ছাড়াই তাঁর এই দৌড় নিঃসন্দেহে প্রশংসনীয়। শ্রীনিবাসের এই দৌড়ের ভিডিও এতটাই ভাইরাল হয়েছে যে, তা নজরে পড়েছে খোদ ক্রীড়া দপ্তরের মন্ত্রীর।
 ভিডিও লিংক 
↓↓

— as.seen.by.the.rest (@Sudhi_Iruvail) February 15, 2020

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা, ভারত
 #viral #viral_video #viral_india_video

Back to top button