bangla techtechnology

বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার- সফল হওয়ার মূলমন্ত্র

সফল ডিজিটাল মার্কেটার হতে কি কি দক্ষতা থাকা আবশ্যক!

ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায় এ বিষয়ে গুগলে প্রতিদিন প্রায় 3.5 বিলিয়ন সার্চ করা হয়। আগে আমরা মার্কেটিং বলতে পণ্য প্রচার, ফ্রি পণ্য বিতরণ, এবং টেলিভিশন বিজ্ঞাপনকে বুঝত সবাইয়া৷ এখন তার জায়গা নিয়েছে ইউটিউব অ্যাড, ফেসবুক বিজ্ঞাপন, বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে প্রদর্শিত বিজ্ঞাপন যার সবটাই ডিজিটাল মার্কেটিং এর অংশ। আর এই ডিজিটাল ভাবে মার্কেটিং এর কাজে জড়িত থেকে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে৷ সঠিক উপায়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে পারলে দ্রুত ক্যারিয়ার উন্নয়ন এবং সেইসাথে আশাতীত অর্থ উপার্জন করা সম্ভব। ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই বলে দেয় তারা এটা জানতে কতটা ইচ্ছুক যে একজন সফল ডিজিটাল মার্কেটার হতে গেলে কি কি দক্ষতা থাকা আবশ্যক। সুপ্রিয় পাঠক আজ আমরা জানব ডিজিটাল মার্কেটার হতে হলে কি কি দক্ষতা থাকা আবশ্যক।

বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার- সফল হওয়ার মূলমন্ত্র


সফল ডিজিটাল মার্কেটার হতে হলে থাকতে হবে ইংরেজিতে বেসিক দক্ষতা

ডিজিটাল মার্কেটিং করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ না হলেও ইংরেজি বুঝতে পারা এবং ইংরেজিতে যোগাযোগ করতে জানাটা খুবই গুরুত্বপূর্ণ।  কারণ গুগল সার্চ, ডেটা এনালাইসিস, কন্টেন্ট রাইটিং, ইমেইল, ইত্যাদি কাজে ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে কখনো ডিজিটাল মার্কেটিং এ উন্নতি করা সম্ভব নয়। 

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে  বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে

ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে প্রায়োগিক শিক্ষা এবং দক্ষতার বেশী প্রয়োজন হবে। এক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পাশের পরপরই আপনি ডিজিটাল মার্কেটিং এ নিজের ক্যারিয়ার গঠনের চেষ্টা শুরু করতে পারেন। এজন্য প্রয়োজন শেখার আগ্রহ এবং ভাল কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া। এখন ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটেও কাজ শেখানো হয়। বেসিক লেভেলের কাজ শেখার পর আপনি কোন আইটি ফার্ম বা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ইন্টার্ণ হিসেবে কাজ করেও নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন।

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে থাকতে হবে অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি

প্রথমত যেকোন প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং ইতিবাচক দিকগুলো নিখুঁতভাবে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপনের গুণ আপনার থাকতে হবে। যাতে যেকোন পণ্য বা ধারণা অন্যদের কাছে আলাদা এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। একটি পণ্যের ইতিবাচক দিকগুলো সুন্দরভাবে উপস্থাপনের উপরই মার্কেটিং এর সাফল্য বহুলাংশে নির্ভর করে। 

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে থাকতে হবে যোগাযোগ দক্ষতা

অন্যদের সাথে যোগাযোগ এবং প্রচারের নতুন কৌশন সম্পর্কে আপনার খুব ভাল ধারণা থাকতে হবে। সম্ভাব্য ক্রেতা চাহিদা বিশ্লেষণ এবং ক্রেতা তৈরি করতে হলে আপনাকে অন্যদের সাথে সহজে এবং কার্যকর উপায়ে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এজন্য স্যোশাল মিডিয়া, মেইলিং এবং অন্যান্য ওয়েবসাইট ব্রাউজিং এ দক্ষতা থাকা আবশ্যক। খুব সহজে অন্যদের সাথে মিশতে পারা, তাদের কনভিন্স করার দক্ষতা থাকা ডিজিটাল মার্কেটিং এ সফল ক্যারিয়ার গড়তে আপনাকে সাহায্য করবে।

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে কন্টেন্ট তৈরি করা জানতে হবে

ডিজিটাল মার্কেটিং এ একটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত অথবা সংক্ষেপে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হলে প্রচুর ডাটা এনালাইসিস করতে হয়। ডাটা এনালাইসিসে আপনার দক্ষতা যত বেশী হবে ততই আপনি কম সময়ে কার্যকর তথ্য খুঁজে পাবেন এবং তা ব্যবহার করতে পারবেন। কন্টেন্ট এর উপরই নির্ভর করে পন্যের বাজার। ক্রেতারা কন্টেন্ট দেখেই পণ্যের প্রতি আকৃষ্ট হয়। 

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে ভিডিও এডিটিং ও প্রেজেন্টেশন স্কিল থাকা জরুরি

এখন ব্লগ পোস্ট, ফেসবুক পোস্ট বা কন্টেন্ট এর চেয়ে ভিডিও কন্টেন্ট এর কার্যকারিতা অনেক বেশী। তাই ডিজিটাল মার্কেটার হতে হলে কন্টেন্ট দিয়ে আকর্ষণীয়ভাবে ভিডিও তৈরি করা জানতে হবে। প্রফেশনাল না হলেও কোন কোন তথ্যগুলো ভিডিও তৈরিতে ব্যবহার করা হবে, ইনফোগ্রাফ, ভিডিও এডিট, ভিডিওতে ভয়েস দেওয়া বা নিজে প্রেজেন্টেশন দেওয়া, নিজের এবং পণ্যের উপস্থাপন ইত্যাদি বিষয়গুলো আয়ত্ত করতে হবে। আপনার আত্নবিশ্বাসী এবং আকর্ষণীয় উপস্থাপনই পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করবে।  

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে SEO ও SEM সম্পর্কে ধারনা থাকা জরুরি

ডিজিটাল মার্কেটিং এ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন(SEO) এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং(SEM) খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন কেউ কোন পণ্য বা সেবা সম্পর্কে ধারণা পেতে তা ওয়েবসাইটে সার্চ করে থাকে। ওয়েব সার্চে যে পণ্যের কোম্পানির র‍্যাংকিং যত উপরে তার প্রচার ও প্রসার তত বেশী। তাই সব কোম্পানিই SEO এর উপর সর্বোচ্চ জোর দিয়ে থাকে। SEO তে নিজের কোম্পানির র‍্যাংক বাড়ানোর জন্য প্রয়োজন আকর্ষণীয় কন্টেন্ট এবং কার্যকর মার্কেট এনালাইসিস এর। 

সফল ডিজিটাল মার্কেটার হতে হলে হতে হবে আত্ননিয়ন্ত্রণ ও পরিশ্রমী 

পরিশ্রমী হওয়া এবং আত্ননিয়ন্ত্রণ থাকা একজন সফল ডিজিটাল মার্কেটারের অন্যতম গুনাবলি। সেই সাথে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানো, সারাক্ষণ ইন্টারনেটে থেকেও সোশ্যাল মিডিয়া, পোস্ট, মেইল, চ্যাট, ইউটিউবিং থেকে বিরত থেকে নিজের লক্ষ্যে কাজ করে যেতে হলে কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং একাগ্রচিত্ত হতে হবে। তাহলেই ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হওয়া যাবে এবং সফলভাবে ক্যারিয়ার গড়া সম্ভব হবে।

ভিডিওতে দেখুন  –  ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার- সফল হওয়ার মূলমন্ত্র   


শেষ কথা

ডিজিটাল মার্কেটিং এ কাজের ক্ষেত্র অত্যন্ত সুবিশাল এবং বিস্তৃত। এই সেক্টরে কাজের অভাব নেই, কিন্তু দক্ষতা কাজে লাগিয়ে কার্যকর উন্নয়ন এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারাই ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্য। তাই একাগ্রতা এবং পণ্যের গুন উপস্থাপনের বিষয়ে জোর দিয়ে অন্যান্য দক্ষতার উত্তরোত্তর উন্নয়ন ঘটালেই আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারবেন। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। 

সুপ্রিয় পাঠক পোস্টটি পড়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর কোন বিষয় নিয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে সে বিষয়ে তথ্য নিয়ে হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন ।

(প্রিয়জানালা) 

 https://www.facebook.com/priyojanala

আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা

 

Back to top button