current affairshealthtips

করোনার পরে – মাঙ্কিপক্স নতুন এক আতঙ্কের নাম!

 মাংকিপক্স প্রাদুর্ভাব ২০২২ (2022 Monkeypox Outbreak)

করোনা মহামারীর ভয়াবহতা শেষ হতে না হতেই নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে মাংকিপক্স (Monkeypox)। আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বেশকিছু দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শণাক্ত করা হয়েছে। এই সংখ্যা ইতোমধ্যে ৭০ এর কাছাকাছি। যদিও ভারত বা বাংলাদেশে এখনো মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি, কিন্তু তবুও ভারতে এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

করোনার পরে - মাঙ্কিপক্স নতুন এক আতঙ্কের নাম!

মাঙ্কিপক্স গুটি বসন্তের মতই একটি অসুখ, এজন্য অনেকেই একে গুটি বসন্ত ভেবে ভুল করে থাকেন। ১৯৭০ সাল থেকে এই অসুখ মানুষের মধ্যে দেখা দেয়, কিন্তু এই রোগের বাহক বিভিন্ন পশু যেমন বানর, কাঠবিড়ালি, ইঁদুর, এবং এ জাতীয় পশু। এদের কামড় বা আঁচড়ের ফলে মানুষের মাঝে এই রোগ সংক্রামিত হয়। তাই এ রোগের জন্য সতর্কতা হিসেবে এ ধরনের পশুর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। 

করোনার পরে - মাঙ্কিপক্স নতুন এক আতঙ্কের নাম!

 মাঙ্কিপক্স-নতুন এক আতঙ্কের নাম!

মাঙ্কিপক্স এর লক্ষণ অনেকটাই সাধারণ গুটি বসন্তের মতই। এই রোগে হাতে, মুখে এবং পায়ে পানি বা পুঁজভরা গুটি দেখা যায় এবং আক্রান্তস্থানে ভীষন যন্ত্রণা হয়। দ্রুতই গুটিগুলো শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এরসাথে থাকে মাথাব্যথা, শরীরের মাংসপেশীতে ব্যথা এবং জ্বর। সাধারণত মাঙ্কিপক্স ২-৪ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এ রোগের কোন নিরাময়যোগ্য উপায় এখনো আবিষ্কৃত হয়নি। তবে সাধারণ গুটি বসন্তের মতই পথ্য ব্যবহারে এই রোগ আরোগ্য হতে পারে। কিন্তু শতকরা ১০ ভাগ রোগীর অবস্থা মারাত্মক আকার ধারণ করে এবং তাদের মৃত্যু ঘটে। এই প্রাণঘাতী রোগের কোন আশঙ্কা বাংলাদেশে না থাকলেও সতর্ক থাকা একান্ত প্রয়োজন। গুটি বসন্তের মত উপসর্গ দেখা দিলেই রোগীকে আলাদা রাখতে হবে এবং অন্যদের সাথে মেলামেশা বন্ধ করে আলাদাভাবে চিকিৎসা এবং পথ্যের ব্যবস্থা করতে হবে। যেকোন পণ্য পশুপাখির আঁচড়-কামড় এড়াতে তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। তাহলেই নিশ্চিতভাবে মাঙ্কিপক্সের মত প্রাণঘাতী রোগের ভয়াবহতা থেকে আমরা মুক্ত থাকব।

করোনার পরে - মাঙ্কিপক্স নতুন এক আতঙ্কের নাম!

   প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।  

Back to top button