General Knowledgepriyojanala exclusive

সাবধান! মেসেঞ্জারে নতুন বছরের বিপদজনক ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান হোন, যারা ক্লিক করছেন তাদের করণীয়-

ইংরেজি নতুন বর্ষকে সামনে রেখে Spammer + Hackers রা ফেসবুকে বিভিন্ন রকম Malware / Fishing ছড়িয়ে দিচ্ছে। কেউ ইনবক্সে এমন লিংক পাঠালে ভুলেও ক্লিক করবেন না। স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করার কারনে আইডি কন্ট্রোলে নিছে একটি দুষ্ট চক্র। 
ইতি মধ্যে বাংলাদেশের  Cyber Security & Crime Division, CTTC, DMPথেকে সাবধান হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। 

সাবধান! মেসেঞ্জারে নতুন বছরের বিপদজনক 'শুভেচ্ছা' মেসেজ থেকে সাবধান হোন, যারা ক্লিক করছেন তাদের করণীয়-
এমন মেসেজ পেলে ক্লিক করবেন না তাহলে আপনার আইডি ঝুঁকিতে থাকবে

প্রিয় জানালার পরামর্শঃ ফেইসবুকে কোন লিংক থাকলে তার শেষটা খেয়াল করবেন- .com .net .org এমন পরিচিত কিছু ছাড়া ক্লিক করবেন না।

যারা ক্লিক করছেন তাদের করণীয়- 

যারা ক্লিক করে ফেলছেন তারা অবশ্যই প্রথমে আপনার ইউজার নাম পরে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন, ইউজার নাম বলতে আপনার প্রোফাইলের নাম না আপনার প্রোফাইলে ঢুকলে www.facebook.com/এখানে যে নাম আসে সেটা চেইঞ্জ করে ফেললে আশা করা যায় আপনি ৯০% সেইফ থাকবেন। 

ইমেল চেইঞ্জ করলা ধরা যায় আপনি ৯৯% সেইফ!  

উদাহরন হিসেবে কারো নাম Iqbal Hossain তার ইউজার আইডি www.facebook.com/iqbal.hoassain এখানে iqbal.hossain হল  ইউজার আইডি এটি চেইঞ্জ করে অন্য কিছু রাখতে হবে। 

সাবধান! মেসেঞ্জারে নতুন বছরের বিপদজনক 'শুভেচ্ছা' মেসেজ থেকে সাবধান হোন, যারা ক্লিক করছেন তাদের করণীয়-

This evening a malware goes viral across inbox of messenger.
This is grammatical wrong text. Look “I am send” is incorrect sentence.
This may be malware as I am confused and it may do harm on your system. Please avoid this link. Don’t click!

সাবধান! মেসেঞ্জারে নতুন বছরের বিপদজনক 'শুভেচ্ছা' মেসেজ থেকে সাবধান হোন, যারা ক্লিক করছেন তাদের করণীয়-

Back to top button