bangladesh cricketcricketsports
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ – পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ :: Bangladesh vs Pakistan T-20 Series
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ – পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
Bangladesh vs Pakistan T-20 Series |
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আজকের পরে কালকেও একি সময় একি স্টেডিয়ামে ২য় টি-টোয়েন্টি ম্যাচ ও একদিন বিরতির পর ৩য় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সদ্য শেষ হওয়া বিপিএল খেলার পারফর্ম এর উপর ভিত্তি করে এবারের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসান না থাকায় এই প্রথম বামহাতি কোন স্পিনার ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিম। মূলত ১৫ সদস্যের স্কোয়াড পেসার নির্ভর যেখানে ৫ জনই পেসার রয়েছে।
দেখে নিন বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড
↓↓
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড |
বাংলাদেশের শেষ সিরিজের পরে অনেক দিন পরে দলে এসেছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান সহ নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান রানা। সদ্য শেষ হওয়া বিপিএল খেলায় মেহেদি হাসান রানা ১২ ম্যাচে ২৫৩ রান ও ১২ উইকেট পেয়ে অনেক দিন পরে নির্বাচকদের নজরে এসেছেন, এই সিরিজে বাংলাদেশের হয়ে একমাত্র অবিষেক হচ্ছে হাসান মাহমুদের। স্বেচ্ছায় নাম প্রত্যাহার করায় দলে থাকছে না মুশফিকুর রহিম। ১৫ সদস্যের প্রত্যেকেই এবারের বিপিএলে ভাল পারফর্ম করেছে সেই ক্ষেত্রে সকলে আশা করছে বাংলাদেশ দল এই সিরিজে ভাল কিছু করবে।
প্রথম ম্যাচে কেমন হবে টাইগার একাদশ?
দেখে নিন সম্ভাব্য সেরা একাদশ
↓↓
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ |
বাংলাদেশ-পাকিস্তান খেলায় রেফারী থাকবেন শ্রীলঙ্কান আম্পেয়ার রঞ্জন মাদুগালে।অনফিল্ড আম্পেয়ার হিসেবে থাকছে পাকিস্তানের আহমেদ রাজা, শোজাব রাজাকে, আহামদ শাহাব ও তারিক রশিদ।
দেখে নিন সকল খেলার তারিখ সময় ও ভেন্যু
↓↓
বাংলাদেশ বনাম পাকিস্তান সকল খেলার সময়সূচি |
দেখে নিন পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড
↓↓
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড |
পাকিস্তান দলে ৩ জনের অবিষেক হচ্ছে এই সিরিজে যার মধ্যে রয়েছে আহসান আলি যিনি তার প্রথম টেস্ট ও ওডিআই অবিষেকেই সেঞ্চুরির রেকর্ড করেছেন। এছাড়াও এবারের বিগব্যাস লিগে ১৬ উইকেট পেয়ে ২য় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ২৬ বছর বয়সী হারিস রউফ ও অল-রাউন্ডার আমাদ বাটের অবিষেক হচ্ছে।