bangladesh cricketcricketsports

বাংলাদেশের সময় অনুযায়ী এশিয়া কাপের সূচি

২০২২ সালের এশিয়া কাপের আসর মাঠে গড়াচ্ছে ২৭ আগষ্ট শনিবার। এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে হবে যা ২৭ আগষ্ট থেকে টুর্নামেন্টের ফাইনাল ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।  খেলা হবে টি-টোয়েন্টি ফরমেটে। দুই গ্রুপে ৬ দল বিভক্ত হয়ে ২ টি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে দুই গ্রুপ থেকে ২ দল বাদ যাবে এবং পরবর্তীতে ৪ দলের মধ্যে খেলা হবে যেখানে প্রতিদল একে অপরের সাথে ৩টি ম্যাচ খেলবে। ৪ দল থেকে ২ দল যাবে ফাইনালে।  

asia cup 2022

এশিয়া কাপের গ্রুপ 

গ্রুপ এ 

ভারত, পাকিস্তান ও হংকং

গ্রুপ বি  

বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান 

এশিয়া কাপের সময়সূচি

২৭ আগষ্ট- শ্রীলংকা বনাম আফগানিস্তান  

২৮ আগষ্ট- ভারত বনাম পাকিস্তান 

৩০ আগষ্ট- বাংলাদেশ বনাম আফগানিস্তান 

৩১ আগষ্ট- ভারত বনাম হংকং

১ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলংকা 

২ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং

৩ সেপ্টেম্বর- বি১ বনাম বি২ 

৪ সেপ্টেম্বর- এ১ বনাম এ২ 

৬ সেপ্টেম্বর- এ১ বনাম বি১ 

৭ সেপ্টেম্বর- এ২ বনাম বি২ 

৯ সেপ্টেম্বর- বি১ বনাম এ২ 

১১ সেপ্টেম্বর- ফাইনাল 

বাংলাদেশের সময় অনুযায়ী এশিয়া কাপের সূচি


এশিয়া কাপের দল

বাংলাদেশের এশিয়া কাপ দল

ব্যাটসম্যান

পারভেজ হোসেন ইমন

সাব্বির রহমান 

শেখ নাঈম 

উইকেটকিপার ব্যাটসম্যান

মুশফিকুর রহীম

আনামুল হক বিজয়

অলরাউন্ডার

সাকিব আল হাসান (অধিনায়ক)

মেহেদি হাসান মিরাজ

মোসাদ্দেক হোসেন

শেখ মেহেদী

আফিফ হোসেন

মাহমুদউল্লাহ রিয়াদ

মোহাম্মদ সাইফ উদ্দিন

বোলার

মোস্তাফিজুর রহমান

তাসকিন আহমেদ

নাসুম আহমেদ

এবাদদ হোসেন

 

পাকিস্তানের এশিয়া কাপ দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শাহ নেওয়াজ দাহানি এবং উসমান কাদির।

ভারতের এশিয়া কাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বন, যুজবেন্দ্র চাহল, রবি বিষ্ণু, ভুবেনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং আভেশ খান।  

শ্রীলংকার এশিয়া কাপ দল 

Dasun Shanaka (c), Pathum Nissanka, Kusal Mendis, Charith Asalanka (VC), Dinesh Chandimal, Danushka Gunathilaka, Kamil Mishara, Janith Liyanage, Wanindu Hasaranga, Chamika Karunaratne, Dushmantha Chameera, Lahiru Kumara, Binura Fernando, Shiran Fernando, Maheesh Theekshana, Jeffrey Vandersay, Praveen Jayawickrama, Ashian Daniel

Back to top button