priyojanala blog
বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টের স্কোর আপডেট :: Bangladesh vs Pakistan 1st Test Score Update
বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়ক আজাহার আলী টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামলে শুরুটা সুখকর হয়নি। বাংলাদেশ যুবাদলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার ও টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানের টেস্ট অবিষেক ঘটে যা তিনি স্মরনীয় করতে পারেনি,পাকিস্তানি বোলার শাহীন আফ্রিদির প্রথম ওভারের ৩ বলেই ০ রানে আউট হয়ে সাজ ঘড়ে ফিরে যান।
Bangladesh vs Pakistan 1st Test |
বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর কার্ড দেখুন
বাংলাদেশ ২৩৩/১০
- তামিম ইকবাল খান ০৩ রানে আউট ৫ বল খেলে
- সাইফ হাসান ০ রানে আউট ২ বল খেলে
- নাজমুল হোসেন শান্ত ৪৪ রানে আউট ১১০ বল খেলে
- মমিনুল ইসলাম ৩০ রানে আউট ৫৯ বল খেলে
- মাহমুদউল্লাহ রিয়াদ ২৫ রানে আউট ৪৮ বল খেলে
- মোহাম্মদ মিঠুন ৬৩ রানে আউট ১৪০ বল খেলে
- লিটন কুমার দাস ৩৩ রানে আউট ৪৬ বল খেলে
- তাইজুল ইসলাম ২৪ রানে আউট ৭২ বল খেলে
- রুবেল হোসেন ১ রানে আউট ৯ বল খেলে
- আবু জায়েদ রাহী ০ রানে আউট ৫ বল খেলে
- এবাদত হোসেন ০* ৪ বল খেলে
শাহিন আফ্রিদি ৫৩/৪; মোঃ আব্বাস ১৯/২; নাসিম শাহ ৬১/১; ইয়াসির শাহ ৮৩/০; হারিস সোহেল ১১/২;
চলতি বিসিএল লীগে ৩৩৪* রান করে তামিম ইকবাল রেকর্ড গড়েন যিনি গত ভারত টেস্টে অনুপস্থিত ছিলেন সে ক্ষেত্রে বাংলাদেশ টেস্ট দলের ভরসা ছিলেন তিনি কিন্তু তিনিও ২য় ওভারের ৪র্থ বলে মোহাম্মদ আব্বাসের বলে আউট হয়ে সাজ ঘড়ে ফিরে যান।
নাজমূল হোসেন শান্ত ও অধিনায়ক মমিনুল হক কিছুটা আশা জাগানোর চেষ্টা করেও ব্যার্থ হন। দলের অন্যতম সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে আশা জাগাতে পারেনি। মোহাম্মদ মিঠুন এক মাত্র যিনি ৫০+ রান করে দলকে সম্মানজনক কিছু রান এনে দিতে সাহায্য করে যেখানে তার সাথে কিছুটা সঙ্গী ছিলেন লিটন দাস ও তাইজুল ইসলাম।
আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ২য় দিনের খেলা যেখানে ব্যাট করতে নামবে পাকিস্তান দল।
Bangladesh vs Pakistan 1st Test Score Update |
PRIYOJANALA