priyojanala blog
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে লাইভ আপডেট Live Score Bangladesh vs Zimbabwe 1st ODI 2020
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে ম্যাচ
বাংলাদেশ ১৬৯ রানে জয় লাভ করেছে।
ম্যান অফ দ্যা ম্যাচ: লিটন দাস।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে লাইভ আপডেট।
বাংলাদেশ টোটাল রানঃ ৩২১/৬ ওভারঃ ৫০
Live Score Bangladesh vs Zimbabwe 1st ODI 2020
ব্যাটিং স্কোরঃ
তামিম ইকবাল খান – ২৪ রানে আউট ( ৪৩ বলে ২ চার) – এলবিডব্লিউ আউট উইসলে
নাজমুল ইসলাম শান্ত – ২৯ রানে আউট ( ৩৮ বলে ১ চার ২ ছয়) – এলবিডব্লিউ আউট টিনোটেন্ডা
মুশফিকুর রহিম – ১৯ রানে আউট ( ২৬ বলে ০ চার)
মাহমুদউল্লাহ রিয়াদ – ৩২ আউট এমপুফু মোহাম্মদ মিঠুন – ৫০ আউট এমপুফু
মোহাম্মদ সাইফউদ্দিন – ২৮*
মেহেদী হাসান মিরাজ- ৭ আউট
মাশরাফি বিন মর্তুজা – ০*
তাইজুল ইসলাম –
মুস্তাফিজুর রহমান –
বোলিং স্কোরঃ
ডোনাল্ড টিরিপানোঃ ৫০/১
ক্রিস এমপুফুঃ ৬৮/২
উইসলেঃ ৩৩/১
দেখুন প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশঃ
ব্যাটসম্যানঃ তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন
অলরাউন্ডারঃ মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।
বোলারঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
টসঃ বাংলাদেশ টসে জিতে ব্যাট নিয়েছে।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে লাইভ আপডেট।
Bangladesh vs Zimbabwe 1st ODI Match Details, Schedule, Summary | ESPNcricinfo.com
Check Bangladesh vs Zimbabwe 1st ODI 2020, Zimbabwe tour of Bangladesh 2019/20 Match Timings, scoreboard, ball by ball commentary, updates only on ESPNcricinfo.com. Check Bangladesh vs Zimbabwe 1st ODI ✓ Videos, ✓ Reports, ✓ Articles Online.
জিম্বাবুয়ে টোটাল রানঃ ১৫২/১০ (ওভারঃ ৩৯.১)
ব্যাটিং স্কোরঃ
চাবু চিবাবাঃ – ১০
টিমিসেন মারুমাঃ -১
রেগিজ চাকাভাঃ – ১১
ব্রেন্ডন টেলরঃ – ৮
সিকান্দার রাজাঃ – ১৮
টিনোটেন্ডা মুতমবদজিঃ – ৩৫
ডোনাল্ড টিরিপানোঃ – ২
রিজমন্ড মুতুমবামিঃ- ২৪
উইসলেঃ – ১৭
উইসলেঃ – ১৭
ক্রিস এমপুফুঃ – ৯
কার্ল মুম্বাঃ – ১৩
বোলিং স্কোরঃ
মাশরাফি বিন মর্তুজা – ৩৫/১
তাইজুল ইসলাম – ১৭/১
মুস্তাফিজুর রহমান – ২২/১
মেহেদী হাসান মিরাজ – ৩৩/২
মাহমুদউল্লাহ রিয়াদ – ১২/০
মোহাম্মদ সাইফউদ্দিন – ২২/৩
১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশ ওয়ানডে দলঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
খেলার সময়সূচী: সিলেটে ৩ টি ওয়ানডে খেলবেন দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ মাশরাফির নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সকল ম্যাচ শুরু হবে বেলা ১টা।
সিলেটে ৩টি ওয়ানডে খেলার পর দুই দল ২টি টি-টোয়েন্টি খেলবে ঢাকা শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ই মার্চ ও ১১ই মার্চ।
লিটন কুমার দাস – ১২৬* retired hurt |