movies

Radhe Your Most Wanted Bhai Bangla Review- রাধে বাংলা রিভিউ

 Radhe Your Most Wanted Bhai Bangla Review- রাধে বাংলা রিভিউ  

Movie: Radhe- Your Most Wanted Bhai 

Director: Prabhu Deva

Genre: Action, Romantic,Crime,Gangster

Cast: Salman Khan, Randeep Hooda, Disha Patani, Jackie Shroff 

IMDB Rating: 4/10 (First Day) 

PriyoJanala Rating: 3/10 (Sorry 😓) 

প্লটঃচলচ্চিত্রটি শুরু হয় রানা চরিত্রের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়ে, যিনি একজন হিংস্র প্রকৃতির ড্রাগ ডিলার।  এর আগে দিল্লি থেকে অপারেশন করার পরে রানা এখন মুম্বাই এসেছেন, সেখানে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। তারপরে ছবিটিতে রানা শহরে যে ধরণের সন্ত্রাস ছড়াচ্ছে তা দেখিয়েছে । রানা এবং তাঁর সহযোগীরা ছাত্রছাত্রী এবং কিশোর-কিশোরীদের কাছে জোর করে মাদক বিক্রি করে এবং তাদেরকে মাদকাসক্ত করতে আসক্ত করে, ফলে তাদের উপর ভয়াবহ প্রভাব পড়ে।

Radhe Your Most Wanted Bhai Bangla Review- রাধে বাংলা রিভিউ


পুলিশ বাহিনী বুঝতে পেরেছিল যে একটি শক্তিশালী আধিকারিকের প্রয়োজন যারা এই অপরাধীর বিরুদ্ধে লড়াই করতে পারেন যিনি আইনকে ভয় করেন না এবং তাই তারা রাধেকে তলব করেছেন, যিনি এই দায়িত্ব নেওয়ার জন্য বরখাস্ত হয়েছিলেন।

রাধে একজন হিংস্র পুলিশ যিনি ভিজিল্যান্ট ন্যায়বিচারে বিশ্বাসী এবং প্রায়শই এর জন্য সমস্যায় পড়েন। রানা সন্ত্রাসের অবসান ঘটাতে মামলায় তাকে চাপানোর পরে, তিনি এসিপি অবিনাশের অধীনে অফিসার হিসাবে তাঁর পদ গ্রহণ করেন, জ্যাকি শ্রফ অভিনয় করেছিলেন। এসিপি অবিনাশের ছবিতে একটি হাস্যকর উপস্থিতি রয়েছে, কারণ তিনি প্রায়শই রাধে সহ সকলকে স্মরণ করিয়ে রাখেন যে তাঁর কর্তৃত্ব রয়েছে। রাধে এবং রানার মধ্যে একের পর এক দ্বন্দ্ব ফিল্মকে আঁকড়ে ধরেছে এবং দ্বিতীয়ার্ধে বিশাল মোড়কে নিয়ে যায়।

Watch Radhe Trailer:


ডিজেস্টার কেন?

সালমান খান এর ওয়ান ম্যান সস্তা একশন ও সস্তা কমেডি নির্ভর সিনেমা রাধে! যা কোরিয়ান চলচ্চিত্র দ্য আউটল্যাজের রিমেক। ভারতের সবচেয়ে বেশি কাজ করা খারাপ পরিচালক প্রভুদেবার  পরিচালনায় ছবিটি সালমান খান এর সিনেমা ক্যারিয়ারে নতুন ডিজাস্টার হিসেবে রেস ৩, দাবাং ২ সিনেমার সারিতে অন্তর্ভুক্ত হয়েছে! যদিও সালমান খান এর সিনেমার আয় হিসেবে প্রতিটি সিনেমা সফল হলেও দর্শক পছন্দে ডিজাস্টার বলা চলে।  রাধে আইএমডিবি রেটিং প্রথম দিনেই ১০ এ মাত্র ৪!!

রাধে সিনেমায় সালমান ৩৫-৪০ বছর বয়সের বুদ্ধিমান এবং সাহসী পুলিশ অফিসার হিসাবে দেখানো হয়েছে । যাকে সাসপেন্ড করার পরেও মুম্বাইয়ের মাদক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে ডাকা হয়।  

রাধে সকালে ধর্ষণকারীদের বাড়ির দেয়ালের গ্লাস ভেঙ্গে  ফাইট করে তাদের হত্যা করে, বিকেলে দিশা পাটানির পায়ে তাকায় মিথ্যা মডেলের অভিনয় করে এবং সন্ধ্যায় একটি পুনর্বাসনে একটি বাচ্চাদের জড়িয়ে ধরে ইমোশন হয়ে যায়!! এত সিরিয়াস গল্পে সালমান খানের সাথে দিয়া পাটানি ও জ্যাকি শ্রুফের মধ্যকার সস্তা কমেডি সিনেমা দেখার গুরুত্ব ও গল্প কে হীন করে দিয়েছে।

কোরিয়ান আউটল্যাজ সিনেমা ছিল খুবই ন্যাচারাল ধারার একশন যেখানে কোন সস্তা রোমান্স ও প্রেম কাহিনী ছিল না। ডন লী একাই সুন্দর ভাবে কাহানী টেনে নিয়ে গিয়েছে।

 নতুন নতুন সিনেমার সংবাদ/ বাংলা রিভিউ/গল্প ব্যাখ্যা/বাংলা সাবটাইটেল পেতে আমাদের ফেইসবুক পেইজের সাথে থাকুন-

প্রিয়জানালা ফেইবুক পেইজ  – ক্লিক করে লাইক দিন!


আইএমডিবির কিছু রেটিং রিভিউ দেখুন-

‘’Radhe is absolute trash, it’s a torture, only salman khan chutiya fans enjoy this utter nonsense, what a rubbish, i end in 15 minute, too much cringe scene, you can recovered from covid but not from radhe, keep away guys. “

“First of all let me make clear that the reviews that are posted here- positive or negative are from the fans and anti Salman people. Now moving to the film, it takes us back to the point where Radhe ended the dukedom of Gani Bhai.. However this time the film runs on a tedious note with only engaging in parts. Salman as Radhe goes on a manhunt to look for the wealthiest man of Mumbai secretly running a crime syndicate. The story from onwards is predictable.. It is that old formula of Salman hunting baddies but this doesn’t work time and again.”

 

“Pertinent to mention that the scenes between Radhe and Randeep Hooda just before the intermission are good. However that is not enough to make one glued for more than 2 hours. The signature shirt scene of Salman is there well at the end. However this looks monotonous with every passing Salman film. It can give you cheers in first some shows but won’t connect with the audience.”

 

“On the whole it is a big big let down.. A Colossal Disappointment..

This movie will be enjoyed n loved by only typically tapori (cheap), whistle blowing theatre going stall crowds. One of the worst Korean rip offs made by any Bollywood movie till date. This movie was made only because Salman khan compulsory releases a movie on every Eid festival year. So this year also he caught Prabhu deva (director) and asked him to make a quick ripoff movie for his fans who don’t believe or understand cinema. Salman khan looks old enough to be Disha’s ( actress) dad-grandpa but shameless is seen romancing and doing senseless vulgar dance steps which nobody enjoys or is interested in seeing. This movie has also a tinge of his previous movies such as “Ready” and “Dabang” which public has become bored to see the same script storyline and same over the moon action sequences. This movie is a disaster all over it written from top to bottom. I advise you to avoid such money grabbing greedy movies for good.”

Back to top button