bangladesh cricketcricketsports

বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর – Bangladesh vs Zimbabwe Series 2021 Schedule & Squad

বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর: ব্যক্তিজ্ঞত ছুটির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে নেইমুশফিকুর রহিম। মুশফিকুর রহীম টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় তিন ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। চলমান ডিপিএল টি-টোয়েন্টিতে শেখ জামাল ধানমন্ডির হয়ে ১৪ ইনিংসে সোহান রান করেন ৩৪৬ যেখানে স্টাইকরেট ছিল ১৫২! ১৮ ম্যাচে ৩৮.৪৪ ও তাঁর উইকেটকিপিং এর গুনে তাঁর দলকেও করেছে উজ্জীবিত। ডিপিএল এর এবারের আসরের ১৪ ম্যাচে ২৩ টি ছয়ে ছক্কা মারার রেকর্ডে রয়েছেন এক নাম্বারে। সোহান শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৮ সালে।

প্রথমবারের মতো জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। শ্রীলংকা সিরিজে টেস্টে অনুপস্থিত থাকা সাকিব আল হাসান ফিরেছেন টেস্ট স্কোয়াডে ও টি-টোয়েন্টিতে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। তিন ফরম্যাটের স্কোয়াডে নাম নেই ইমরুলে কায়েসের! এছাড়া নিয়মিত ক্রিকেটারের মধ্যে টেস্ট ও ওয়ানডে নেই সৌম সরকার।

বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর - Bangladesh vs Zimbabwe Series 2021 Schedule & Squad
Bangladesh vs Zimbabwe Series 2021

সফরের তিন ফরম্যাটের জন্য দেওয়া তিন আলাদা স্কোয়াডে আন্তর্জাতিক অভিষেক হয়নি শুধু ইয়াসির আলি রাব্বি ও শামিম হোসেন পাটোয়ারির।  

👉জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ  

মুমিনুল হক (অধিনায়ক) (ব্যাটার ও স্পিন)

তামিম ইকবাল (ওপেনিং ব্যাটার)

সাদমান ইসলাম (ওপেনিং ব্যাটার)

সাইফ হাসান (ব্যাটার ও স্পিন)

নাজমুল হোসেন শান্ত (ব্যাটার)

মুশফিকুর রহিম (উইকেটকিপার ও ব্যাটার)

সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)

লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)

ইয়াসির আলি রাব্বি (ব্যাটার)

নুরুল হাসান সোহান (উইকেটকিপার ও ব্যাটার)

মেহেদি হাসান মিরাজ (ব্যাটার ও স্পিন)

তাইজুল ইসলাম (স্পিন)

নাঈম হাসান (স্পিন)

আবু জায়েদ রাহি (পেসার)

তাসকিন আহমেদ (পেসার)

এবাদত হোসেন (পেসার)

শরিফুল ইসলাম (পেসার)

 টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ – ২৬/০৬/২০২১ 

👉জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক ও ব্যাটার)

নাইম শেখ (ব্যাটার)

লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)

নুরুল হাসান সোহান (উইকেটকিপার ও ব্যাটার)

মুশফিকুর রহিম (উইকেটকিপার ও ব্যাটার)

মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার ও ব্যাটার)

সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)

মাহমুদউল্লাহ (ব্যাটার ও স্পিন)

মোসাদ্দেক হোসেন (ব্যাটার ও স্পিন)

আফিফ হোসেন (ব্যাটার ও স্পিন)

মেহেদি হাসান মিরাজ (ব্যাটার ও স্পিন)

সাইফউদ্দিন (ব্যাটার ও পেসার)

তাইজুল ইসলাম (স্পিন)

মোস্তাফিজুর রহমান (পেসার)

তাসকিন আহমেদ (পেসার)

রুবেল হোসেন (পেসার)

শরিফুল ইসলাম (পেসার)

 

বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর - Bangladesh vs Zimbabwe Series 2021 Schedule & Squad
Bangladesh vs Zimbabwe Series 2021


👉জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক) (ব্যাটার ও স্পিন)

তামিম ইকবাল (ব্যাটার)

নাইম শেখ (ব্যাটার)

লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)

সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)

সৌম্য সরকার (ব্যাটার ও পেসার)

আফিফ হোসেন (ব্যাটার ও স্পিন)

শামিম হোসেন পাটোয়ারি (ব্যাটার ও স্পিন)

নুরুল হাসান সোহান (উইকেটকিপার ও ব্যাটার)

নাসুম আহমেদ (স্পিন)

মাহাদি হাসান (ব্যাটার ও স্পিন)

আমিনুল ইসলাম বিপ্লব (স্পিন)

সাইফউদ্দিন (ব্যাটার ও পেসার)

মোস্তাফিজুর রহমান (পেসার)

তাসকিন আহমেদ (পেসার)

শরিফুল ইসলাম (পেসার)

👉বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের সূচিঃ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩ ধরনের ফরমেটের খেলার সূচি

👇👇

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট:  ৭ জুলাই -১১ জুলাই 

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১ম ওয়ানডে: ১৬ জুলাই

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ২য় ওয়ানডে: ১৮ জুলাই

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩য় ওয়ানডে: ২০ জুলাই

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১ম টি-টোয়েন্টি: ২২ জুলাই

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ২য় টি-টোয়েন্টি: ২৩ জুলাই

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩য় টি-টোয়েন্টি: ২৫ জুলাই

**টেস্ট ও ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১ টা ৩০ মিনিটে ও টি-টোয়েন্টি ম্যাচ ৩ টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।  

Bangladesh vs Zimbabwe 2021 schedule


Bangladesh vs Zimbabwe 2021 schedule

👇👇👇👇👇👇👇👇👇

১ম ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ!

1.    তামিম ইকবাল (অধিনায়ক ও ব্যাটার)

2.    লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)

3.    সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)

4.    মুশফিকুর রহিম (উইকেটকিপার ও ব্যাটার)

5.    মাহমুদউল্লাহ (ব্যাটার ও স্পিন)

6.    মোসাদ্দেক হোসেন (ব্যাটার ও স্পিন)

7.    আফিফ হোসেন (ব্যাটার ও স্পিন)

8.    মেহেদি হাসান মিরাজ (ব্যাটার ও স্পিন)

9.    সাইফউদ্দিন (ব্যাটার ও পেসার)

10.মোস্তাফিজুর রহমান (পেসার)

11.তাসকিন আহমেদ (পেসার)

টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ!

1.    মুমিনুল হক (অধিনায়ক) (ব্যাটার ও স্পিন)

2.    তামিম ইকবাল (ওপেনিং ব্যাটার)

3.    সাদমান ইসলাম (ওপেনিং ব্যাটার)

4.    মুশফিকুর রহিম (উইকেটকিপার ও ব্যাটার)

5.    সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)

6.    লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)

7.    নুরুল হাসান সোহান (উইকেটকিপার ও ব্যাটার)

8.    মেহেদি হাসান মিরাজ (ব্যাটার ও স্পিন)

9.    নাঈম হাসান (স্পিন)

10.আবু জায়েদ রাহি (পেসার)

11.শরিফুল ইসলাম (পেসার)

১ম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ!

1.    মাহমুদউল্লাহ (অধিনায়ক) (ব্যাটার ও স্পিন)

2.    তামিম ইকবাল (ব্যাটার)

3.    নাইম শেখ (ব্যাটার)

4.    লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)

5.    সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)

6.    সৌম্য সরকার (ব্যাটার ও পেসার)

7.    শামিম হোসেন পাটোয়ারি (ব্যাটার ও স্পিন)

8.    মাহাদি হাসান (ব্যাটার ও স্পিন)

9.    মোস্তাফিজুর রহমান (পেসার)

10.তাসকিন আহমেদ (পেসার)

11.শরিফুল ইসলাম (পেসার)

ক্রিকেট, ফুটবল, বাংলা সংবাদ, হেলথ টিপস, টেকনোলোজি টিপস, বাংলা ব্লগ, বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন, পড়াশুনা সহ  নতুন সিনেমা/নাটক/ওয়েব সিরিজ সংবাদ/ বাংলা রিভিউ/গল্প ব্যাখ্যা/বাংলা সাবটাইটেল পেতে আমাদের ফেইসবুক পেইজের সাথে থাকুন-

প্রিয়জানালা ফেইবুক পেইজ  – ক্লিক করে লাইক দিন!

Back to top button