ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশী ব্যাটসম্যানদের যত রেকর্ড – Bangladesh Cricket Batting Records
প্রিয়জানালা ক্রিকেট বিষয়ক প্রতিবেদনের এই পর্বে থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের ওয়ানডে ম্যাচের ব্যাটিং রেকর্ড।
বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটের উল্লেখযোগ্য দল যাদের টাইগারস্ নামেও ডাকা হয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট দলটি আইসিসি’র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য।
সর্বশেষ আইসিসি ওয়ানডে দল Ranking অনুযায়ী বাংলাদেশ রয়েছে ৭ নাম্বারে। বাংলাদেশের পিছনে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তান (২৯ জুন ২০২১)
সর্বশেষ আইসিসি ওয়ানডে ব্যাটিং Ranking অনুযায়ী টপ ৬০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের মুশফিকুর রহিম রয়েছে ১৪ নাম্বারে, তামিম ইকবালখান রয়েছে ২৫ নাম্বারে, সাকিব আল হাসান৩১ নাম্বারে, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ নাম্বারে, লিটন দাস ৫৩ নাম্বারে, সৌম সরকার ৫৫ নাম্বারে, (২৯ জুন ২০২১)
ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল খান। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর বাংলাদেশের পক্ষে ২১৬ বার মাঠে নেমে ৩৬.৭৫ গড়ে রান করেন ৭৫৩৪ রান যেখানে ছিল ১৩ সেঞ্চুরি ও ৫১ ফিফটি। ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তামিম ইকবালের নাম রয়েছে ৩৬ নাম্বারে। আগামীতে তাঁর রানের গড় ঠিক থাকলে টপ ১০-১৫ তে তামিমের নাম আসতেই পারে!
বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সহযোগী সদস্যে পরিণত হয়। বাংলাদেশ ক্রিকেট দল সর্বপ্রথম আত্মপ্রকাশ করে রাকিবুল হাসানের নেতৃত্বে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে ৪ ম্যাচে অংশগ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট দলটি যার ২ টিতে জয় লাভ করে।
গাজী আশরাফ হোসেন লিপু’র নেতৃত্বে ১৯৮৬ সালে ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেট ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
১৯৯৭ সালে বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথম আইসিসি ট্রফি জিতে এবং ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট সুযোগ লাভ করে। বিশ্বকাপে অংশগ্রহণ করেই বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। দলের অসাধারণ ফিল্ডিং এবং খালেদ মাহমুদের ব্যক্তিগত বোলিং (৩/৩১) নৈপুণ্যে বাংলাদেশ ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানকে ৬২ রানে পরাজিত করে। ম্যাচ সেরা বিবেচিত হন খালেদ মাহমুদ। যা ছিল বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য অর্জন যে জয় বাংলাদেশ দলের দৃশ্যপট বদলে দেয়।
পাকিস্তান ছাড়াও স্কটল্যান্ড কে পরাজিত করে বিশ্ব মঞ্চে আগমন বার্তা লিখে দেন। ২০০০ সালে ১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।
বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু’টো জিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ।
২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করে অলোক কাপালি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৪ সালে ড্র করে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পায় বাংলাদেশ ২০০৫ সালে। ম্যাচ সেরা হন এনামুল হক জুনিয়র। সিরিজের অপর টেস্টটিও অমীমাংসিতভাবে শেষ হয়। টেস্ট ইতিহাসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৯ সালে দেশের বাইরে প্রথম টেস্ট জয় বাংলাদেশের।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের ১০ জন সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটারের তালিকা-
১ তামিম ইকবাল
২১৬ ম্যাচ ; ৭৫৩৪ রান ; || গড় ৩৬.৭৫ ; শতক ১৩ ; অর্ধশতক ৫১; বেস্ট ১৫৮।
আইসিসি ব্যাটার RANKING – ২৫ (সময়ঃ ২০০৭-২০২১)
২ মুশফিকুর রহিম
২২৭ ম্যাচ; ৬৫৮১ রান ; || গড় ৩৭.১৮ ; শতক ৮ ; অর্ধশতক ৪০; বেস্ট ১৪৪;
আইসিসি ব্যাটার RANKING – ১৪ (সময়ঃ ২০০৬-২০২১)
৩ সাকিব আল হাসান
২১২ ম্যাচ ; ৬৪৫৫ রান; || গড় ৩৭.৫২ ; শতক ৯ ; অর্ধশতক ৪৮; বেস্ট ১৩৪*;
আইসিসি ব্যাটার RANKING – ৩১ (সময়ঃ ২০০৬-২০২১)
৪ মাহমুদউল্লাহ রিয়াদ
১৯৭ ম্যাচ ; ৪৪১০ রান; || গড় ৩৫.০০ ; শতক ৩ ; অর্ধশতক ২৫; বেস্ট ১২৮;
আইসিসি ব্যাটার RANKING – ৩৬ (সময়ঃ ২০০৭-২০২১)
৫ মোহাম্মদ আশরাফুল
১৭৫ ম্যাচ; ৩৪৬৮ রান; || গড় ২২.৩৭ ; শতক ৩; অর্ধশতক ২০; বেস্ট ১০৯;
(২০১৩ সালের পর থেকে দলের বাইরে) (সময়ঃ ২০০১-২০১৩)
৬ ইমরুল কায়েস
৭৮ ম্যাচ ; ২৪৩৪ রান ; || গড় ৩২.০২ ; শতক ৪ ; অর্ধশতক ১৬; বেস্ট ১৪৪;
(২০১৩ সালের পর থেকে দলের বাইরে) (সময়ঃ ২০০৮-২০১৮)
৭ শাহরিয়ার নাফিস
৭৫ ম্যাচ ; ২২০১ রান ; || গড় ৩১.৪৪ ; শতক ৪; অর্ধশতক ১৩ ; বেস্ট ১২৩* ;
(২০১১ সালের পর থেকে দলের বাইরে) (সময়ঃ ২০০৫-২০১১)
৮ হাবিবুল বাশার সুমন
১১১ ম্যাচ ; ২১৬৮ রান ; || গড় ২১.৬৮ ; শতক ০ ; অর্ধশতক ১৪ ; বেস্ট ৭৮ ;
(২০০৭ সালে অবসর) (সময়ঃ ১৯৯৫-২০০৭)
৯ আফতাব আহম্মেদ
৮৫ ম্যাচ ; ১৯৫৪ রান ; || গড় ২৪.৭৩ ; শতক ০; অর্ধশতক ১৪ ; বেস্ট ৯২ ;
(২০১০- সালে অবসর) (সময়ঃ ২০০৪-২০১০)
১০ খালেদ মাসুদ পাইলট
১২৬ ম্যাচ ; ১৮১৮ রান ; || গড় ২১.৯০ ; শতক ০ ; অর্ধশতক ৭ ; বেস্ট ৭১*;
(২০০৬ সালে অবসর) (সময়ঃ ১৯৯৫-২০০৬)
বর্তমান ক্রিকেটারদের মধ্যে টপ ২০ এ আছেন-
১২ নং এ আছেন সৌম সরকার – ৬১ ম্যাচ ; ১৭৬৮ রান ; গড় ৩২.১৪ ; শতক ২ ; অর্ধশতক ১১ ; বেস্ট ১২৭* ; (সময়ঃ ২০১৪-২০২১)
১৩ নং এ আছেন সাব্বির রহমান – ৬৬ ম্যাচ ; ১৩৩৩ রান ; গড় ২৫.৬৩ ; শতক ১ ; অর্ধশতক ৬ ; বেস্ট ১০২ ; (সময়ঃ ২০১৪-২০১৯)
১৬ নং এ আছেন নাসির হোসেন – ৬৫ ম্যাচ ; ১২৮১ রান ; গড় ২৫.৬৩ ; শতক ১ ; অর্ধশতক ৬ ; বেস্ট ১০০ ; (সময়ঃ ২০১১-২০১৮)
২০ নং এ আছেন লিটন দাস – ৪৪ ম্যাচ ; ১১৮০ রান ; গড় ২৮.৭৮ ; শতক ৩ ; অর্ধশতক ৩ ; বেস্ট ১৭৬ ; (সময়ঃ ২০১৫-২০২১)
সর্বোচ্চ ব্যাটিং গড় অনুযায়ী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের ১০ জন ক্রিকেটারের তালিকা-
১ সাকিব আল হাসান
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩৭.৫২
২ মুশফিকুর রহিম
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩৭.১৮
৩ তামিম ইকবাল
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩৬.৭৫
৪ মাহমুদউল্লাহ রিয়াদ
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩৫.০০
৫ সৌম সরকার
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩২.১৪
৬ ইমরুল কায়েস
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩২.০২
৭ শাহরিয়ার নাফিস
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩১.৪৪
৮ এনামুল হক বিজয়
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ৩০.০৫
৯ নাসির হোসেন
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ২৯.১১
১০ মোহাম্মদ মিঠুন
ওয়ানডে ব্যাটিং গড়ঃ ২৮.৮২
বর্তমানে দলে থাকা ৩ জন ক্রিকেটার রয়েছেন টপ ২০ নাম্বারে । ১১ নাম্বারে আছেন লিটন দাস যার ওয়ানডে ব্যাটিং গড়ঃ ২৮.৭৮, ১৩ নাম্বারে আছেন মোসাদ্দেক হোসেন যার ওয়ানডে ব্যাটিং গড়ঃ ২৭.৭২। ১৫ নাম্বারে আছেন সাব্বির রহমান যার ওয়ানডে ব্যাটিং গড়ঃ ২৫.৬৩ ।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ ১০ জন সেঞ্চুরিয়ান ক্রিকেটারের তালিকা-
১ তামিম ইকবাল ১৩ সেঞ্চুরি
২ সাকিব আল হাসান ৯ সেঞ্চুরি
৩ মুশফিকুর রহিম ৮ সেঞ্চুরি
৪ শাহরিয়ার নাফিস ৪ সেঞ্চুরি
৫ ইমরুল কায়েস ৪ সেঞ্চুরি
৬ এনামুল হক বিজয় ৩ সেঞ্চুরি
৭ লিটন দাস ৩ সেঞ্চুরি
৮ মোহাম্মদ আশরাফুল ৩ সেঞ্চুরি
৯ মাহমুদউল্লাহ রিয়াদ ৩ সেঞ্চুরি
১০ সৌম সরকার ২ সেঞ্চুরি
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ ১০ জন হাঁফ-সেঞ্চুরিয়ান ক্রিকেটারের তালিকা-
১ তামিম ইকবাল ৬৪ হাঁফ-সেঞ্চুরি
২ সাকিব আল হাসান ৫৭ হাঁফ-সেঞ্চুরি
৩ মুশফিকুর রহিম ৪৮ হাঁফ-সেঞ্চুরি
৪ মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ হাঁফ-সেঞ্চুরি
৫ মোহাম্মদ আশরাফুল ২৩ হাঁফ-সেঞ্চুরি
৬ ইমরুল কায়েস ২০ হাঁফ-সেঞ্চুরি
৭ শাহরিয়ার নাফিস ১৭ হাঁফ-সেঞ্চুরি
৮ আফতাব আহমেদ ১৪ হাঁফ-সেঞ্চুরি
৯ হাবিবুল বাশার সুমন ১৪ হাঁফ-সেঞ্চুরি
১০ সৌম সরকার ১৩ হাঁফ-সেঞ্চুরি
সর্বোচ্চ স্টাইক রেট অনুযায়ী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের ৫ জন ক্রিকেটারের তালিকা-
১ সৌম সরকার ৯৭.৩৫
২ সাব্বির রহমান ৯১.২৩
৩ লিটন দাস ৯০.৪২
৪ মাশরাফি বিন মর্তুজা ৮৭.৭২
৫ মোসাদ্দেক হোসেন ৮৫.০৭
ওয়ানডে ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ ০ রান করা (ডাক) বাংলাদেশ ক্রিকেট দলের ৫ জন ক্রিকেটারের তালিকা-
১ হাবিবুল বাশার সুমন ১৮ ম্যাচে ০ রান করেন।
২ তামিম ইকবাল ১৮ ম্যাচে ০ রান করেন।
৩ মোহাম্মদ রফিক ১৫ ম্যাচে ০ রান করেন।
৪ মাশরাফি বিন মর্তুজা ১৫ ম্যাচে ০ রান করেন।
৫ মোহাম্মদ আশরাফুল ১৩ ম্যাচে ০ রান করেন।
বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রান করা ক্রিকেটার-
ওয়াল্ড কাপ ২০১৯-এ সাকিব আল হাসান ৮ ম্যাচে ৬০৬ রান করেন যেখানে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটি ছিল। বেস্ট ১২৪*
এক ম্যাচে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ক্রিকেটারের তালিকা-
১ লিটন দাস ১৭৬ – ৬ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে।
২ ও ৩ তামিম ইকবাল ১৫৮, ১৫৪
৪ মুশফিকুর রহিম ১৪৪
৫ ইমরুল কায়েস ১৪৪
৬ সাকিব আল হাসান ১৩৪*
৭, ৮ ও ৯ তামিম ইকবাল ১৩২, ১৩০*, ১২৯
১০ মাহমুদউল্লাহ রিয়াদ ১২৮*
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ ৬ হাঁকানো ও ৪ হাঁকানো ক্রিকেটারের তালিকা-
১ তামিম ইকবাল ৯৫ ছয় ৮১৯ চার।
২ মুশফিকুর রহিম ৮৫ ছয় ৫১৭ চার।
৩ মাহমুদউল্লাহ রিয়াদ ৬৯ ছয় ৩৩৪ চার।
৪ আফতাব আহমেদ ৪৯ ছয় ২০৫ চার।
৫ সৌম সরকার ৪৩ ছয় ২০৩ চার।
৬ সাকিব আল হাসান ৪২ ছয় ৫৮৪ চার।
বিদ্রঃ সকল রেকর্ড ১ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত।
প্রিয়জানালা’র চোখে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা একাদশ-
১ তামিম ইকবাল খান
২ মোহাম্মদ আশরাফুল
৩ সৌম সরকার
৪ সাকিব আল হাসান
৫ মুশফিকুর রহিম
৬ মাহমুদুল্লাহ রিয়াদ
৭ আফতাব আহমেদ
৮ মাশরাফি বিন মর্তুজা
৯ আব্দুর রাজ্জাক
১০ মোহাম্মদ রফিক
১১ মুস্তাফিজুর রহমান
এক্সট্রা ক্রিকেটার- রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশী বোলারদের যত রেকর্ড – আসছে …
ক্রিকেট, ফুটবল, বাংলা সংবাদ, হেলথ টিপস, টেকনোলোজি টিপস, বাংলা ব্লগ, বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন, পড়াশুনা সহ নতুন সিনেমা/নাটক/ওয়েব সিরিজ সংবাদ/ বাংলা রিভিউ/গল্প ব্যাখ্যা/বাংলা সাবটাইটেল পেতে আমাদের ফেইসবুক পেইজের সাথে থাকুন।