২০২১ সালের ঈদুল আযহা কত তারিখে? কোরবানির ঈদ কবে ২০২১?
২০২১ সালের ঈদুল আযহা কত তারিখে? কোরবানির ঈদ কবে ২০২১?
ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ঈদ মোবারক অর্থ হলো ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। যদিও এবারও পুরো মুসলিম বিশ্ব করোনা মহামারীর কারণে ঘরবন্দী ভিন্নরকম ঈদ পেতে যাচ্ছে। তবুও ঈদ মানেই আনন্দ, খুশি। সোশ্যাল মিডিয়াতেও জমজমাট থাকে ঈদের আমেজ। ভার্চুয়াল জগতের মানুষদের সাথেও শুভেচ্ছা বিনিময়ের প্রথাও এখন প্রচলিত।
আমাদের আজকের ব্লগের মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দিবো ২০২১ সালের ঈদুল আযহা কত তারিখ।
মুসলমানগণ বছরে দুটি ঈদ পেয়ে থাকেন একটি ঈদ-উল-ফিতর এবং একটি ঈদুল আযহা। ২০২১ সালের ঈদ-উল-ফিতর ছিল ১৪ই মে ২০২১ তারিখে। এখন আসছে ঈদুল আযহা! ঈদুল আযহাকে অনেকেই কোরবানির ঈদ নামে ডেকে থাকে। ভারতে ঈদুল আযহা কে আবার বকরি ঈদ (BAKRA EID) বলা হয়। যে সকল মুসলিম ভাই ও বোনেরা কোরবানির ঈদের সঠিক তারিখ খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য কোরবানির ঈদের সঠিক তারিখ দেয়া হলো-
ঈদুল আযহা এর তারিখ
২১ জুলাই , ৬ই শ্রাবণ, ১০ই যিলহজ্জ, রোজ- বুধবার
ক্রিকেট, ফুটবল, বাংলা সংবাদ, হেলথ টিপস, টেকনোলোজি টিপস, বাংলা ব্লগ, বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন, পড়াশুনা সহ নতুন সিনেমা/নাটক/ওয়েব সিরিজ সংবাদ/ বাংলা রিভিউ/ বাংলা সাবটাইটেল পেতে আমাদের ফেইসবুক পেইজের সাথে থাকুন-
প্রিয়জানালা ফেইবুক পেইজ – ক্লিক করে লাইক দিন!