priyojanala blogwishes greetings

Durga Puja দিন তারিখ জেনে নিন : কবে থেকে শুরু হবে দুর্গাপূজা?

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের দিন, ক্ষণ, তারিখ একনজরে জেনে নিন

দুর্গাপূজা বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব। দুর্গা পূজার শুরুর এক সপ্তাহ পূর্বে মহালয়ার দিন থেকেই পুজা পূজা ভাব চলে আসে বাঙালিদের মনে প্রাণে।

Durga Puja দিন তারিখ জেনে নিন : কবে থেকে শুরু হবে দুর্গাপূজা?

দুর্গাপূজার ইতিহাসঃ 

হিন্দু ধর্মের পূরাণে কথিত রয়েছে, ব্রহ্মার বরে অসুরদের রাজা মহিষাসুর মানুষ এবং স্বর্গের দেবতাদের কাছে অপরাজেয় হয়ে উঠেছিল। শুধুমাত্র কোনও নারীশক্তির কাছেই মহিষাসুরের পরাজয় নিশ্চিত ছিল। ব্রহ্মার কাছ থেকে মহিষাসুর এমন বর পেয়ে দেবতাদের উপর তাঁর তান্ডব ও অত্যাচার ক্রমশ বাড়তে থাকে। মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতারিত করে বিশ্বব্রহ্মান্ডের অধীশ্বর হতে চায়। তখনই মহিষাসুরকে বধ করার জন্য এক নারীশক্তির জন্ম দেন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তাঁরা নিজেদের শক্তি দিয়ে মহামায়ারূপী যে নারীশক্তিকে তৈরি করেন, তিনিই দেবী মা দুর্গা। দশ হাতে দশ অস্ত্র নিয়ে যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন তিনি।

দুর্গাপূজার সময়কালঃ

সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে “দুর্গাষষ্ঠী”, “মহাসপ্তমী”, “মহাষ্টমী”, “মহানবমী” ও “বিজয়াদশমী” নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় “দেবীপক্ষ”। দেবীপক্ষের সূচনার অমাবস্যাটির নাম মহালয়া; এই দিন হিন্দুরা তর্পণ করে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধানিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। কোথাও কোথাও পনেরো দিন ধরে দুর্গাপূজা পালিত হয়। সেক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পূজা শুরু হয়। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের মৃন্ময়ী মন্দির এবং অনেক পরিবারে এই রীতি প্রচলিত আছে।

দুর্গা পূজার ছুটিঃ

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতে মহাসপ্তমী থেকে বিজয়াদশমী পর্যন্ত (শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মহাসপ্তমী থেকে কোজাগরী লক্ষ্মীপূজা পর্যন্ত) চার দিন সরকারি ছুটি থাকে। বাংলাদেশে বিজয়াদশমীতে সর্বসাধারণের জন্য এক দিন এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৩ দিন সাধারণ সরকারি ছুটি থাকে।   

২০২১ সালের শ্রীশ্রী শারদীয়া দুর্গার পূজার সময় নির্ঘন্ট বাংলাদেশের সময়ানুসারে

মহালয়া ২০২১

১৯ আশ্বিন, বাংলাদেশ ২১ আশ্বিন, ইংরেজি ৬ অক্টোবর ২০২১, রোজ বুধবার 

মহালয়া ২০২১


পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া (Mahalaya) হিসেবে উদযাপন করা হয়। হিন্দুশাস্ত্র মতে কথিত রয়েছে যে, মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন শক্তির দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম।

— একনজরে ২০২১ সালের দুর্গাপুজার দিনক্ষণ —

শ্রীশ্রীদুর্গা মহাপঞ্চমী

২৩ আশ্বিন, বাংলাদেশ ২৫ আশ্বিন, ইংরেজি ১০ অক্টোবর ২০২১, রোজ রবিবার

Durga Puja দিন তারিখ জেনে নিন : কবে থেকে শুরু হবে দুর্গাপূজা?

 

শ্রীশ্রীদুর্গা মহাষষ্ঠী

২৪ আশ্বিন, বাংলাদেশ ২৬ আশ্বিন, ইংরেজি ১১ অক্টোবর ২০২১, রোজ সোমবার

শ্রীশ্রীদুর্গা মহাষষ্ঠী

শ্রীশ্রীদুর্গা মহাসপ্তমী

২৫ আশ্বিন, বাংলাদেশ ২৭ আশ্বিন, ইংরেজি ১২ অক্টোবর ২০২১, রোজ মঙ্গলবার

 

শ্রীশ্রীদুর্গা মহাসপ্তমী

শ্রীশ্রীদুর্গা মহাঅষ্টমী

২৬ আশ্বিন, বাংলাদেশ ২৮ আশ্বিন, ইংরেজি ১৩ অক্টোবর ২০২১, রোজ বুধবার

শ্রীশ্রীদুর্গা মহাঅষ্টমী

শ্রীশ্রীদুর্গা মহানবমী

২৭ আশ্বিন, বাংলাদেশ ২৯ আশ্বিন, ইংরেজি ১৪ অক্টোবর ২০২১, রোজ বৃহস্পতিবার

 

শ্রীশ্রীদুর্গা মহানবমী


শ্রীশ্রীদুর্গা মহাদশমী

২৮ আশ্বিন, বাংলাদেশ ৩০ আশ্বিন, ইংরেজি ১৫ অক্টোবর ২০২১, রোজ শুক্রবার

 

শ্রীশ্রীদুর্গা মহাদশমী


শ্রীশ্রী লক্ষ্মীপূজা কবে?

২ কার্ত্তিক, বাংলাদেশ ৪ কার্ত্তিক, ইংরেজি ২০ অক্টোবর ২০২১, রোজ বুধবার

Durga Puja দিন তারিখ জেনে নিন : কবে থেকে শুরু হবে দুর্গাপূজা?

শ্রীশ্রী শ্যামাপূজা কবে?

ভূতচতুর্দ্দশীঃ

১৬ কার্ত্তিক, বাংলাদেশ ১৮ কার্ত্তিক, ইংরেজি ৩ নভেম্বর ২০২১, রোজ বুধবার

দীপাবলীঃ   

১৭ কার্ত্তিক, বাংলাদেশ ১৯ কার্ত্তিক, ইংরেজি ৪ নভেম্বর ২০২১, রোজ বৃহস্পতিবার 

সুপ্রিয় পাঠক প্রিয়জানালার এই পোস্টটি পড়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর কোন বিষয় নিয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে সে বিষয়ে তথ্য নিয়ে হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন । 

আমাদের ফেইসবুকে পেইজে জয়েন্ট করুন 👇👇👇👇

 https://www.facebook.com/priyojanala

আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা

 

Back to top button