বিসিএস ও প্রাইমারি প্রিপারেশন- আন্তর্জাতিক মনে রাখার সহজ টেকনিক!
সকল চাকরির পরীক্ষাতেই সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে। আন্তর্জাতিক বিষয়াবলী মুখস্ত করা অনেক কঠিন মনে হয় সবার কাছেই। এজন্য সহজ টেকনিকে আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু টপিক মনে রাখার কৌশল নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি খুব সহজেই মুখস্ত করতে টেকনিকগুলো আপনাদের অনেক কাজে আসবে।
#গোল্ডেন ওয়েজ
বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল; যা চোরাচালান ও মাদক পাচারের জন্য কুখ্যাত।
মনে রাখার সহজ টেকনিকঃ-
BIN= Bangladesh, India, Nepal.
#গোল্ডেন ক্রিসেন্ট
পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
মনে রাখার সহজ টেকনিকঃ- API
A= Afghanistan, P= Pakistan, I= India.
#গোল্ডেন ট্রায়াঙ্গল
মিয়ানমার, লাওস, থাইল্যান্ড সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
মনে রাখার টেকনিকঃ- মাথাল!
মাঃ– মিয়ানমার, থাঃ– থাইল্যান্ড, লাঃ– লাওস।
#গোল্ডেন ভিলেজ
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়।
#থ্রি টাইগার্স
জার্মানি, জাপান ও ইতালিকে একসাথে “থ্রি টাইগার্স” বলা হয়।
মনে রাখার সহজ টেকনিকঃ- ইজাজ।
ই= ইতালি, জা= জাপান, জ=জার্মানি।
#ফোর টাইগার্স
দক্ষিন কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, এবং হংকংকে একসাথে “ফোর টাইগার” বলা হয়।
মনে রাখার সহজ টেকনিকঃ-
“সিতাদহ“
সি= সিঙ্গাপুর, তা= তাইওয়ান, দ=দক্ষিন কোরিয়া, হ= হংকং।
#সুপার সেভেন
ফোর টাইগার্স- সি= সিঙ্গাপুর, তা= তাইওয়ান, দ=দক্ষিন কোরিয়া, হ= হংকং এর সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
মনে রাখার সহজ টেকনিকঃ-
থামাই সিতাদহ= থা= থাইল্যান্ড, মা= মালয়েশিয়া, ই= ইন্দোনেশিয়া, সি= সিঙ্গাপুর, তা= তাইওয়ান, দ=দক্ষিন কোরিয়া, হ= হংকং।
#দূরপ্রাচ্যের দেশ
মধ্য এশিয়া, রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলসহ টপিক অব ক্যান্সার শুরুর আগ পর্যন্ত ভৌগোলিকভাবে অবস্থিত অঞ্চলের দেশসমূহকে ‘দূর প্রাচ্যের দেশ’ বলা হয়।
এগুলো হল-চীন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও জাপান।
মনে রাখার সহজ টেকনিকঃ-
“চিন্তা কর মফিজ“
চিন্তা= চীন
কর= উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ম= মঙ্গোলিয়া
জা= জাপান।
প্রিয়জানালা জব প্রিপারেশন
বিপরীত শব্দ বাংলা ব্যাকরণ – বিভিন্ন পরীক্ষায় আসা বিপরীত শব্দ
প্রাইমারি পরীক্ষায় বাংলাতে ভালো করার জাদুকরী টিপস
বেসিক ইংরেজি শেখার সহজ উপায়
নিয়োগ পরীক্ষার জন্য – প্রশ্নমালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
লিঙ্গ পরিবর্তন বাংলা ব্যাকরণ – ১০০ লিঙ্গ পরিবর্তন
কিভাবে বই পড়ার অভ্যাস আরও বাড়াবেন?
সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানান। ধন্যবাদ।
প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ, চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।