Entertainmentmovies

হাওয়া সিনেমার দুই গানে বাজিমাৎ – সাদা সাদা কালা কালা ও এ হাওয়া

হাওয়া ঝড়ে বাংলা বিনোদন জগৎ! 

হাওয়া সিনেমার পাবলিক রিভিউ  – Hawa Movie Review  

হাওয়া সিনেমার দুই গানে বাজিমাৎ - সাদা সাদা কালা কালা ও এ হাওয়া
Shada Shada Kala Kala – E Hawa

বাংলার পিংক ফ্লয়েড তথা মেঘদল ব্যান্ডের সহ প্রতিষ্ঠাতা মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা হাওয়া প্রেক্ষাগৃহে  আসছে ২৯ জুলাই। কিছুদিন আগে হাওয়া এর প্রথম গান সাদা সাদা কালা কালা প্রকাশিত হয়েছিলো।  গানে জ্বর এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি গান এবং সিনে প্রেমীদের মন থেকে। বলা যেতে পারে সাদা সাদা কালা কালা গানের নেশাতে পুরো একটি জেনারেশন। কয়েক বছরের মধ্যে বাংলাদেশি সিনেমার কোনো গানের জন্যে এতটা পাগল এই জেনারেশন হয়েছে কি-না আমার সত্যিই জানা নেই। জেনারেশনের দোহায় দিচ্ছি কারণ বর্তমান সময়ে চলে সব কিছু ভিউজ তথা ভাইরাল এর উপর, এছাড়া নেগেটিভলি আলোচনাতে থাকার ফলে দেখা যায় একটি কাজ/ কন্টেন্ট হিট হচ্ছে বা সে-ই কন্টেন্ট এর সম্পর্কে মাস অডিয়েন্স জানতে পারছে। বিশেষ করে এই সময়ে আমার অর্থাৎ অডিয়েন্স ভীষণ ভাবে নিম্ন মানের বিনোদনের যুগে প্রবেশ করে ফেলেছি। আমাদের স্বাদ এখন নিম্নগামী। এই নিম্নগামী স্বাদের সময়ে হাওয়া কে কিছুটা স্বৈরাচারীর বিরুদ্ধে দারুণ বিক্ষোভ বলে অভিহিত করা যেতেই পারে। 

Hawa -হাওয়া সিনেমার ৩ দিনের টিকিট ও হাওয়া!!  দেশজুড়ে উন্মাদনা!

সাদা-সাদা কালা-কালা‘ গানটি দেখুন- 

গানের টাইটেল – Shada Shada Kala Kala || HAWA || Chanchal Chowdhury | Nazifa Tushi

হাওয়া সিনেমার প্রথম গান সাদা সাদা কালা কালা গানটি এতটাই শ্রুতিমধুর যা শ্রোতা-দর্শকদের মন জয় করে নিয়েছে। গানের অসাধারণ কথা আপনার হৃদয়কে প্রশান্তির সাথে উদ্ভাসিতও করবে। গানটির কথা লিখেছেন হাসিম মাহামুদ।  জানা যায় মেহজবাউর রহমান সুমনের ভীষণ ইচ্ছে ছিলো তিনি তার সিনেমাতে হাসিম মাহামুদের কন্ঠে গান গাওয়াবেন। কিন্তু বাদ সাধে হাসিম মাহামুদ সাহেবের শারিরীক অসুস্থতা। পরবর্তীতে গানটি গেয়েছেন শিবলু। গানটির মিউজিক এরেঞ্জমেন্টে ছিলেন ইমন চৌধুরী এবং বাজিয়েছেন মিথুন চাক্রা৷  

এ হাওয়া‘ গানটি দেখুন-


 
গানের টাইটেল – E Hawa | Meghdol X Hawa Film | Aluminium Er Dana

 

সাদা কালা এর নেশা কাটতে না কাটতে ১৯ জুলাই রাতে মেঘদল ব্যান্ড তাদের আল্যুমিনিয়ামের ডানা❞ এলবামের পঞ্চম গান  এ-হাওয়াশিরোনামের নামের গান সিনেমা হাওয়া এর উদ্দেশ্য প্রকাশ করেছে। গানটি যথাক্রমে মেঘদলের পুরোনো ধারা বজায় রেখে আবর্তিত হয়েছে, যোগ হয়েছে হাওয়া এর ভিজুয়াল।  হাওয়া এবং মেঘদল মিলে যেন ঐশ্বরিক আবহাওয়াতে মুগ্ধ করছে বাঙালী সিনে প্রেমীদেরকে। 

হাওয়া সিনেমা নিয়ে বিস্তারিত আরো পড়ুন  চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া (Hawa)- হ তে যাচ্ছে বাংলা সিনেমার নতুন ইতিহাস

সিনেমা মুক্তির আগেই এব্যাপারে নিশ্চিত বলা যেতে পারে হাওয়া বাংলা সিনেমাতে দারুণ কিছু একটা যুক্ত হতে চলেছে। 

হাওয়া সিনেমাতে অভিনয় করেছেন কিংবদন্তিতুল্য অভিনেতা চঞ্চল চৌধুরী, নাফিজা তুষি, সোহেল মন্ডল, নাসিরুদ্দিন সহ আরো অনেকে। 

সর্বশেষ বাংলা সিনেমার সর্বত্র প্রচার ও প্রসার ঘটুক এই কামনা এবং হাওয়া এর জন্য শুভকামনা। 

বাংলা সিনেমা নিয়ে আমাদের আর্টিকেলগুলো পড়ূন- 

ঈদ-উল আজহার তিনটি সিনেমা – দিন দ্যা ডে – পরাণ – সাইকো – কে এগিয়ে?

গত দশকের বাংলাদেশের সেরা ১০ সিনেমার রিভিউ – বাংলা সিনেমা রিভিউ

সালমান শাহ – ২৫ বছর পরেও বাংলাদেশের জনপ্রিয় নায়ক

সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানান। ধন্যবাদ।

     প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 

Back to top button