কাছের মানুষ সিনেমা ট্রেলার রিভিউ- Kacher Manush Trailer Review
নিজের ফায়দার জন্য দেবকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন প্রসেনজিৎ!
শিরোনাম শুনে আঁতকে উঠেছেন?
ভয়ের কিছু নেই পাঠক আমাদের প্রিয় দুই সুপারস্টার বাস্তব লাইফে লড়ছে না, লড়বে সিনেমার পর্দায় এবারের পূজাতে!
চারিদিকে মুখোশের ভিড়ে চেনা যায় কাছের মানুষকে? মন খারাপের খবর রাখে কাছের মানুষ?
এমনি কিছু অদ্ভুত প্রশ্ন নিয়ে ট্রেলার মুক্তি পেলো কলকাতার সিনেমা কাছের মানুষের!
কাছের মানুষ সিনেমাটি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে কেননা বড় পর্দায় একসাথে দেব-প্রসেনজিত জুটি! । পুজোর বক্স অফিসে টলিউডের দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখতে আগ্রহী দর্শক।
এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই দুই টলিউডের সুপারস্টার।
এরপর প্রযোজক-অভিনেতা দেবের ‘ককপিট’-এ ক্যামিও রোলে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। কিন্তু পরিচালক পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’-এর কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এই দুই তারকা।
Dev ও Prosenjit একই সিনেমায় || Kacher Manush Trailer Review
কারুর মৃত্যু আপনার কাছে নতুন জীবন? আপনার কাছের মানুষ আপনার উপর অভিমান করে নিজেকে শাস্তি দিলে আপনি পারবেন নিজেকে ক্ষমা করতে?ছবির ট্রেলারে এমন কিছু প্রশ্ন রাখলেন দেব ।
ট্রেলারের শুরুতেই ভেসে উঠল অনুপ কুমার, বিকাশ রায় অভিনীত ‘জীবন কাহিনি’ ছবির আইকনিক দৃশ্য।
তারপর শুরু ‘কাছের মানুষ’-এর গল্প। কুন্তল চরিত্রে অভিনয় করা দেব-এর ‘কাছের মানুষ’ মা তারই ভুলে শয্যাশায়ী। মায়ের জন্য নিজের প্রাণ দিতেও রাজি, পাশাপাশি হতাশা, আত্মগ্লানি ঘিরে ধরেছে তাঁকে।
আচমকাই তাঁর জীবনে এন্ট্রি একটা জীবনবিমা কোম্পানির এজেন্ট সুদর্শনের। সুদর্শন চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। কুন্তলের মৃত্যুতে অনেক ফায়দা সেই বিমা কোম্পানির এজেন্টের। সে কুন্তলকে বোঝায়, ‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’। তাই মায়ের জীবনটা মসৃণ করতে দেবকে মরতে হবে।
কীভাবে হবে মৃত্যু? তারই নানারকম ফন্দি দেবকে বাতলে দেন প্রসেনজিৎ। যদিও সব প্ল্যানই শেষমুহূর্তে ভেস্তে যায়।
এমনই সময় দেবের জীবনে দমকা হওয়ার মতো ধেয়ে আসে ‘কাছের মানুষ’ইশা। যে নতুন করে বাঁচতে শেখাবে তাঁকে। জানাবে, ‘টাকা থাকলেই ভালো থাকা যায় না, কাছের মানুষগুলোকেও তো ভালো রাখতে হবে নাকি’। এরপরই আস্তে আস্তে বদলায় দেবের ভাবনা।
কিন্তু জীবনমৃত্যুর এই প্রেক্ষাপট শেষে কোন ভয়ঙ্কর পরিণতি নেবে? জীবনবিমা কোম্পানির এজেন্ট সুদর্শন বাস্তবেই শেষ করে দিতে চাইছে কুন্তলকে?
নাকি এই মুখোশের আড়ালে রয়েছে কোনও কাছের মানুষ? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩০শে সেপ্টেম্বর সিনেমা হলে।