রায়হান রাফী পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’ -Nishwas Web Film
আগ্রাসী টিজার- আসছে রাফীর “নিঃশ্বাস”
সম্প্রতি রক্ত গরম করা টিজার রিলিজ হয়েছে “নিঃশ্বাস” এর। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ফারিনের আগ্রাসী লুক- দুইই বলে দেয় প্রতিশোধের এক কাহিনী আসতে চলেছে শীঘ্রই।
লাশ লাশ লাশ চারিদিকে
মেতেছে মৃত্যু উল্লাসে
শ্বাস শ্বাস শ্বাস হচ্ছে নিষিত
ছড়াচ্ছে বিষ বিশ্বাসে
চলায় বলায়, মগজ ধোলাই
বাড়াচ্ছে না বিশ্বাস।
ধানাই পানাই অন্ধ কানাই
নিভিয়ে দিচ্ছে নিঃশ্বাস।।
রিলিজ হওয়া টিজারে দেখানো হয় হাতে থাকা রাইফেল রিলোড করে একের পর এক গুলি ছুড়ছেন ফারিন।
ব্যাকগ্রাউন্ডে বাজছে রক্ত গরম করা উপরের কবিতা।
সময় এখন রায়হান রাফীর। গত ঈদে মুক্তি পাওয়া পরাণ এখনো চলছে সিনেমা হলগুলোতে। এরই মধ্যে রিলিজ হয়েছে “দামাল” ট্রেইলার এবং সর্বশেষ বড় ধরনের ধামাকা নিয়ে আসতে যাচ্ছেন ওটিটিতে।
ওটিটিতে একের পর এক ভিন্নধর্মী কাজ দিয়ে আলোচনায় আছেন তাসনিয়া ফারিণ। ‘নিঃশ্বাস’ ওয়েব ফিল্মের টিজারে বন্দুক হাতে আগ্রাসী, প্রতিশোধের নেশায় উন্মত্ত লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জন্য ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফি। ২০ আগস্ট রাতে চরকির অফিশিয়াল ফেসবুকে টিজারটি প্রকাশ করা হয়েছে। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়েব ফিল্মটি। সবচেয়ে বেশী আলোচিত হয়েছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক।
Coming Soon | Nishwas | Chorki Original Film | Raihan Rafi | Tasnia Farin
‘নিঃশ্বাস’ নিয়ে পরিচালক বলেন, ‘ ‘নিঃশ্বাস’ এখন পর্যন্ত তার করা সবচেয়ে নিরীক্ষাধর্মী কাজ। অন্যান্য ওয়েব ফিল্ম থেকে এই ফিল্মের মেকিং, স্টাইল, ঘরানা—সবকিছুই আলাদা। তিনি বলেন সিনেমা মেকিং শুরু করার পর তিনি একেবারেই বিরতি নেন নি। তাই একের পর এক সিনেমা উপহার দিতে পারছেন দর্শকদের। অনেক বড় সেটে করা হয়েছে ‘নিঃশ্বাস’ এর শ্যুট্যিং। প্রায় ৫০–৬০ জন শিল্পী নিয়ে নির্মাণ করা হয়েছে ‘নিঃশ্বাস’। ‘নিঃশ্বাস’-এর টিজার দেখে অবশ্য এটা বুঝতে পারেন নি কেউই। কারণ টিজারে ফারিন ছাড়া কাউকেই দেখানো হয়নি।ফারিণ ছাড়া আর কারা অভিনয় করেছেন এ সিনেমায়, তা শিগগির জানানো হবে বলে জানিয়েছে চরকি।
দর্শকদের ঠকাতে চান না নির্মাতা। জানিয়েছেন দর্শক প্রত্যাশা মাথায় রেখেই অনেক খেটে কাজ করেছেন পুরো টিম।
নির্মাতা হিসেবে রায়হান রাফী এখন এক ভরসার নাম৷ তাই দর্শকদের প্রত্যাশাও অনেক বেশী। তাই অসাধারণ কিছুর প্রতীক্ষায় আছেন তারা। এখন দেখার বিষয় দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন নির্মাতা।
পড়ুন- কারাগার ওয়েব সিরিজ রিভিউ – Karagar Review