Entertainmentmovies

অপারেশন সুন্দরবন – ট্রেলারেই চমক! Operation Sundarban

সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘অপারেশন সুন্দরবন’

সিনেমার নামঃ অপারেশন সুন্দরবন –  Operation Sundarban 

দেশঃ বাংলাদেশ ( ঢালিউড সিনেমা) 

চিত্রনাট্যকার ও পরিচালকঃদীপংকর দীপন 

অভিনয়ঃ রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা, রাইসুল ইসলাম আজাদ, শতাব্দী ওয়াদুদ, মনোজ, রওনাক হাসান, আরমান পারভেজ মুরাদ, তাসকিন, সামিনা, তুয়া।

মুভির ধরণঃ একশন ও থ্রিলার 

সঙ্গীত পরিচালকঃ বাপ্পা মজুমদার, প্রিতম হাসান ও অমলান চক্রবর্তী

মুক্তির তারিখঃ ২৩ সেপ্টেম্বর ২০২২  

ভাষাঃ বাংলাও ইংরেজি

অপারেশন সুন্দরবন - ট্রেলারেই চমক! Operation Sundarban

বাংলা সিনেমার পালে বইছে সুদিনের হাওয়াঈদুল আযহার মুক্তিপ্রাপ্ত  বাংলা সিনেমাগুলো থেকেই আবার বাংলা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ বেড়েই চলেছে। ‘পরাণ‘,’হাওয়া’ দিন দ্যা ডে’ এর পর এই মিছিলে যোগ হয়েছে ‘অপারেশন সুন্দরবন’! ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের আপকামিং বিগ বাজেটের সিনেমাতে রয়েছে এক ঝাক তারকা। রিয়াজ,সিয়াম,রোশান, নুসরাত ফারিয়া, রাইসুল ইসলাম আজাদ,শতাব্দী ওয়াদুদ,মনোজ,রওনাক হাসান,আরমান পারভেজ মুরাদ, তাসকিনের পর্দায় একসাথে উপস্থিতি বাড়িয়ে দিয়েছে মুভির প্রতি দর্শকের আগ্রহ। এছাড়া প্রায় ১৩শ আর্টিস্ট সিনেমাটিতে কাজ করছেন।

অপারেশন সুন্দরবন - ট্রেলারেই চমক! Operation Sundarban
অপারেশন সুন্দরবন পোস্টার –  Operation Sundarban Poster

 সম্প্রতি রিলিজ হওয়া ২ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেইলারে দেখানো হয়েছে শান্ত সুন্দরবনের গহীনে বন্যপ্রাণীদের অবাধ বিচারণ ও জলদস্যুদের ত্রাস ছড়ানোর গল্প। এই জলদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ র‍্যাবের দুঃসাহসিক অভিযানের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। ট্রেইলার দেখে সহজেই ধারণা করা গেছে নিঃসন্দেহে বড় বাজেটের কাজ। অ্যাকশন সিকোয়েন্সগুলো রিয়েলিস্টিক ছিল। শানের পর আলাদা করে সিয়াম আলো ছড়িয়েছেন। রিয়েল লোকেশনে শ্যুটিংয়ের কারণে গা ছমছমে ভাব ছিল পুরো ট্রেইলার জুড়ে। সিয়াম আহমেদ ভালো করার চেষ্টা করেছেন।

রিয়াজ, মনোজ, ফারিয়া, রোশানের অভিনয়ও ট্রেইলারে নজর কেড়েছে। তবে চরিত্রগুলো সিনেমায় নিজেদের কতটা উপস্থাপন করেছেন, কতটা স্বার্থক হয়েছেন তা সিনেমা হলে গেলে বোঝা যাবে। সিনেমাটির বাজেট ছিল ৪ কোটি টাকা। নিঃসন্দেহে বাংলাদেশী ফিল্ম হিসেবে বিগ বাজেটের ফিল্ম।

অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দস্যুমুক্ত সুন্দরবন বিশাল অর্জন দাবি করে জনাব ড. বেনজির আহমেদ বলেন, সুন্দরবনকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য ‘অপারেশন সুন্দরবন-এর ইংরেজি ভার্সনও হয়েছে। 

  অপারেশন সুন্দরবন এর ট্রেলার দেখুন-  Operation Sundarban Movie Trailer 

The First ever Action-Thriller movie on Sundarbans in bangladesh Based on success stories of adventurous operations by RAB Forces to make Sundarbans pirate-free “Operation Sundarbans -অপারেশন সুন্দরবন” A FILM BY DIPANKAR DIPON

মুভির কালার, সিনেমাটোগ্রাফি, সাউন্ড কোয়ালিটি, গ্রাফিক্স সবকিছুতেই ভিন্নতা রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে মুভির প্রাণ হচ্ছে গল্প, গল্প এগিয়ে যাওয়ার ধরণ। সেটা কতটা সফল তা জানতে হলে যেতে হবে। অপারেশন সুন্দরবন সিনেমাটি রিলিজ পাবে ২৩ সেপ্টেম্বর, ২০২২। সিনেমার ট্রেইলার দেখে নেটাগরিকরা উচ্ছ্বসিত। আবারও ভালো কিছু আসতে চলেছে সেই আনন্দ প্রকাশ করেছেন সকলেই। ইউটিউব কমেন্ট বক্সে দর্শকদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে তারা ট্রেইলার পছন্দ করেছেন। এভাবে প্রচেষ্টা বজায় থাকলে সেদিন দূরে নেই যেদিন দর্শক হলিউড, বলিউড এর চেয়ে দেশী সিনেমা বেশী পছন্দ করবে। বন্ধ হয়ে যাওয়া হলগুলো আবার চালু হবে এই সিনেমাগুলোর জন্যই। এখন দেখার বিষয় ‘অপারেশন সুন্দরবন‘ কতটা প্রত্যাশা পূরন করতে পারে।

প্রিয়জানালার পক্ষ থেকে অপারেশন সুন্দরবন সিনেমার জন্য রইলো শুভকামনা

 👇 প্রিয়জানালায় বিভিন্ন সিনেমা সম্পর্কে আরো পড়ূন 👇

সেরা হিট বলিউড মুভি – সেরা ১০ হিন্দি মুভির বাংলা রিভিউ 

হলিউডের সেরা ১০টি রোমান্টিক মুভি- Romantic Hollywood Movies 

সেরা ১০টি অ্যানিমেশন মুভি- বাংলা রিভিউ

গত দশকের বাংলাদেশের সেরা ১০ সিনেমার রিভিউ – বাংলা সিনেমা রিভিউ

সেরা ১০ টি ভূতের সিনেমার রিভিউ

শীর্ষ সেরা ৫ টি হলিউড সাসপেন্স থ্রিলার সিনেমা

৫ টি বিখ্যাত কোরিয়ান ড্রামা – Korean Drama

সুস্থ থাকুন, ভালো থাকুন।   আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানান। ধন্যবাদ।

     প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

Back to top button