Entertainmentmovies

ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় শাহরুখ খান! Shah Rukh Khan Movie

শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত এবং প্রতীক্ষিত বলিউড মুভি পাঠান (Pathaan) আগামী ২৫ জানুয়ারী ২০২৩-এ মুক্তি পাবে। শাহরুখ খানের আপকামিং এই মুভিতে মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এটি অ্যাকশন, ক্রাইম, ড্রামা এবং থ্রিলার বেসড মুভি। মুভিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া এবং আলেকজান্ডার দোস্তাল। মুভিটি নির্মিত হচ্ছে ইটালন ফিল্ম এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে। মুভিটির বাজেট ১০০ কোটি রুপি। স্টোরি,স্টার কাস্ট, বাজেট সব মিলিয়ে বিরাট ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছে মুভিটি।

Shah Rukh Khan Movie Jawan Pathan Dunky

শাহরুখ খান বলিউড থেকে দূরে আছেন প্রায় ৩ বছর। সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ খান অভিনীত মুভিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সিনেমা থেকে স্বেচ্ছায় বিরতি নেন শাহরুখ খান। এর কারণ ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন শাহরুখ খান। ‘জিরো, ‘ফ্যান কিংবা ‘জাব হ্যারি মেট সেজালসিনেমাগুলোর ব্যর্থতার পর শাহরুখ খানের আপকামিং সিনেমাগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে। নিজের বয়সের সাথে মানানসই চরিত্র বেছে নিচ্ছেন।  “পাঠান” মুভির চরিত্রটি করার জন্য তিনি বডি বিল্ডও করেছেন। শাহরুখ খানের ভক্তরা নতুনরুপে মুভিতে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। 

Pathaan Movie Shah Rukh Khan

বর্তমানে শাহরুখ খান অভিনীত তিনটি সিনেমা নির্মানাধীন রয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘পাঠান (Pathaan)’, ‘জওয়ান (Jawan)’ এবং ‘ডানকি (Dunki)’। এর মধ্যে ‘পাঠানসিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত হচ্ছে, যেখানে তাকে একজন রো এজেন্ট চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে শাহরুখ খানের সাথে আরো অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন সালমান খান। সিনেমাটিতে ‘টাইগার চরিত্রে দেখা যাবে সালমান খানকে। বলাই বাহুল্য যে স্টার কাস্ট এই মুভির অনেক বড় আকর্ষন।

Jawan Movie Poster - Shah Rukh Khan

এখন দেখার বিষয় শাহরুখ তার “রোমান্স কিং” ইমেজ ছেড়ে নতুনরুপে কতটা, রাজত্ব করতে পারে বলিউডে।

Back to top button