Stree- বলিউডের সর্বকালের অন্যতম সেরা হরর মুভি
Stree (2018) – বলিউডের সর্বকালের অন্যতম সেরা হরর মুভি!
Stree, ২০১৮ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত একটি কমেডি হরর মুভি। বলিউডের সর্বকালের সেরা হরর মুভির মধ্যে অন্যতম মুভিটি পরিচালনা করেছেন অমর কৌশিক,এই মুভি দিয়েই তিনি পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করেন। মুভিটি প্রযোজনা করেন দীনেশ ভিজান এবং রাজ অ্যান্ড ডিকে। মুভিটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি এবং মূল দুই চরিত্রে ছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। কর্ণাটকের চান্দেরীতে শহুরে কিংবদন্তির ( আগামীকাল এসো) এর উপর ভিত্তি করে প্লট ও মুভিতে “ও স্ত্রী কাল আনা” (ওহ নারী কাল এসো) কথাটি পরিবর্তিত হয়েছে। এই কিংবদন্তীর উপর ভিত্তি করেই কাহিনী এগিয়ে চলে। মুভিটি বলিউডের সর্বকালের সেরা হরর মুভির মত অন্যতম। বলিউডে হরর মুভি তৈরি হয় খুব কম, কিন্তু এই মুভিটি দর্শক সাদরে গ্রহন করেছিল কাহিনীর জন্য। স্ক্রিনে ভীষণ ভয়ের আবহ, রহস্যে মোড়া ঘটনাপ্রবাহ দর্শককের চোখ স্ক্রিনে আটকে রাখার মত ছিল। মানুষের প্রেমিকা কি নারী না প্রেতাত্মা! স্ত্রী আসলে কে? এই প্রশ্নের উত্তর পুরো মুভি জুড়ে দর্শক খুঁজে বেড়াবে। কিন্তু রহস্য উন্মোচনের জন্য দেখতে হবে মুভির শেষ দৃশ্যটি। কিন্তু তাতেও কি আসলে রহস্যভেদ হবে? জানতে হলে দেখতে হবে টানটান রহস্যেঘেরা মুভি ‘স্ত্রী’।
২০১৭ সালের নভেম্বরের শেষের দিকে, রাজ এবং ডিকে তাদের প্রযোজনায় অভিনয় করার জন্য রাজকুমার রাও-এর সাথে যোগাযোগ করেন। মুভিতে দর্জির ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রাজকুমার রাও। সহজ-সরল কিন্তু প্রেমিকার জন্য পাগল ভূমিকায় তিনি যথার্থ অভিনয় করেছেন। পুরো মুভিতে তার এক্সপ্রেশন ছিল নিখুঁত। যদিও দর্জির ভূমিকায় অভিনয়ের জন্য তাকে শিখতে হয়েছিল দর্জির কাজ। শ্রদ্ধা কাপুর-পুরো মুভিতে তার রহস্যময় আচরণ দিয়ে টানটান উত্তেজনা ধরে রাখেন। রহস্যময়ী চরিত্রে তিনি ছিলেন নিখুঁত এবং অনবদ্য। তিনি আসলে কে? মানবী নাকি আত্মা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দর্শকদের চোখ স্ক্রিনে আটকে থাকবে চুম্বকের মত, এটাই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট। মুভিটি হরর হলেও এতে কমেডিও রয়েছে। মুভিটিতে অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে রাও সেলাই শিখেছিলেন। ডিসেম্বরে, শ্রদ্ধা কাপুরকে ছবিটির মহিলা প্রধান হিসাবে নিশ্চিত করা হয়েছিল।
Stree Hindi Full Movie
৩১ আগস্ট ২০১৮ সালে-এ স্ত্রী মুভি থিয়েটারে রিলিজ হয়েছিল। মুক্তির পরেই মুভিটি সবশ্রেণীর দর্শকদের এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে। বিশেষ করে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অন্যান্যদের অভিনয়ের জন্য মুক্তির পর এটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। মাত্র ২০ কোটি বাজেটের বিপরীতে ১৮১ কোটির বেশি আয় করে মুভিটি। জনপ্রিয়তা এবং বাণিজ্যিক সাফল্য দুই ক্ষেত্রেই মুভিটি সফল হয়। মুভিটি ৬৪ তম ফিল্মফেয়ার পুরষ্কারে দশটি মনোনয়ন পায়, যার মধ্যে সেরা চলচ্চিত্র, কৌশিক পান সেরা পরিচালক, রাও-পান জন্য সেরা অভিনেতা এবং ত্রিপাঠি ও খুরানা পান সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন।। কৌশিক পেয়েছেন সেরা ডেবিউ ডিরেক্টর অ্যাওয়ার্ড। মুভিটির IMDb রেটিং ৭.৫।
বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় হরর মুভি হিসেবে মাস্ট ওয়াচ একটি মুভি। সময় থাকলে অবশ্যই দেখে নিতে পারেন। টানটান উত্তেজনায় এবং ভৌতিক আবহে সময়টা ভালোই কাটবে-এটা নিশ্চিতভাবেই বলা যায়।
প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ, চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।