২০২২ সালের হিট মুভি ব্রক্ষ্মাস্ত্র-পার্ট ১ শিবা – Brahmāstra Bangla Review
২০২২ সালের বলিউডের সবচেয়ে হিট মুভি-ব্রক্ষ্মাস্ত্র-পার্ট ১ শিবা!
বয়কটের ডামাডোলে ৪০০ কোটি টাকা বাজেটের বলিউড মুভি “ব্রক্ষ্মাস্ত্র” রিলিজ হয়। বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে ব্রক্ষ্মাস্ত্র, এ তো আগেই বলে দিয়েছিলেন বলিউড বোদ্ধাসহ সাধারণ দর্শকরা। কিন্তু সকল ভবিষ্যতবাণী উপেক্ষা করে বছরের সেরা বলিউড হিট হওয়ার পথে আয়ান মুখার্জি পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত “ব্রক্ষ্মাস্ত্র-পার্ট ১”। মুভিটির অনেকগুলো চমক ছিল। দারুণ আকর্ষন হিসেবে ছিলো স্টারকাস্ট। প্রথমবারের মত রণবীর-আলিয়ার রসায়ন দেখার জন্য উদগ্রীব ছিলেন দর্শকরা। “ব্রক্ষ্মাস্ত্র” এর শ্যুটিংয়ের সময়ই তাদের প্রেম হয় এবং পরবর্তীতে সেই প্রণয় বিয়ে পর্যন্ত গড়ায়। অনস্ক্রিন তাদের রোমান্স নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
অনেকেই পৌরাণিক কাহিনীতে প্রেম কাহিনীকে অপ্রয়োজনীয় মন্তব্য করেছেন। মুভির কাহিনী ছিল মহাভারতের পৌরাণিক কাহিনী নিয়ে।শক্তিশালী কিছু অস্ত্র যার মধ্যে “ব্রক্ষ্মাস্ত্র” সবচেয়ে শক্তিশালী।এই “ব্রক্ষ্মাস্ত্র” যার কাছে থাকবে সে হবে অপ্রতিরোধ্য কারণ ব্রক্ষ্মাস্ত্র কখনো বিফল হয়না। এই ব্রক্ষ্মাস্ত্র দখল করতে চায় অন্ধকারের রাণী জুনুন। তার হাত থেকে ব্রক্ষ্মাস্ত্র রক্ষার জন্য মিশনে নামে অনাথ শিবা। যে নিজেই একটি অস্ত্র “অগ্নি” মহাভারতের সব শক্তিশালী অস্ত্রকেই রক্ষা করার জন্য একটি গোপন সম্প্রদায় থাকে। যাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন বিজ্ঞানী মোহন চরিত্রে অভিনয় করা অমিতাভ বচ্চন। এই ব্রক্ষ্মাস্ত্র পাওয়ার জন্য অন্ধকারের রাণী জুনুন মরিয়া হয়ে ওঠে এবং শিবা অশুভ শক্তির কাছ থেকে “ব্রক্ষ্মাস্ত্র”কে রক্ষা করার লড়াইয়ে নামে।
“ব্রক্ষ্মাস্ত্র”কে রক্ষার গল্পই হচ্ছে ব্রক্ষ্মাস্ত্র পার্ট ১-শিবা। অনাথ শিবার সাথে আলিয়া তথা ইশার প্রথম পরিচয়েই প্রেম হয়ে যায়। প্রেম কাহিনীর মাধ্যমেই মুভির কাহিনী আগাতে থাকে। বিজ্ঞানী চরিত্রে অভিতাভ বচ্চন যথারীতি দূর্দান্ত অভিনয় করেছেন। ক্যামিও রোলে শাহরুখ খান অনবদ্য অভিনয় করেছেন- যদিও অনেকেই তার স্ক্রিন টাইম আরও বেশী থাকলে ভালো হত বলে মন্তব্য করেছেন। নাগার্জুন আক্কিয়ানেনি তার চরিত্র অনুযায়ী দারুণ অভিনয় করেছেন। দিপীকা পাড়ুকোন ক্যামিও রোলে ভাল অভিনয় করেছে কিন্তু তার স্ক্রিন টাইমও বেশ কম ছিল। তবে চমকপ্রদ অভিনয় করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন জুনুন চরিত্রে অভিনয় করা মৌনি রায়। তার অদবদ্য এবং সাবলীল অভিনয় যেন হলিউডের স্কারলেট উইচের কথা মনে করিয়ে দেয়। বলিউড যে “ব্রক্ষ্মাস্ত্র” এর মাধ্যমে খলচরিত্রে অভিনয়ের জন্য যোগ্য একজন খলনায়িকা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
“ব্রক্ষ্মাস্ত্র” মুভির অন্যতম এবং সেরা আকর্ষন এর ভিএফএক্স। যারা মার্ভেল সিরিজ বা হ্যারি পটার সিরিজ দেখে অভ্যস্ত তাদের কাছেও “ব্রক্ষ্মাস্ত্র” এর ভিএফএক্স দারুন লাগবে। পৌরাণিক কাহিনীর সাথে প্রেমের রসায়নে দারুন উপভোগ্য একটি মুভি “ব্রক্ষ্মাস্ত্র”। প্রায় ৫ বছরের পরিশ্রমে “ব্রক্ষ্মাস্ত্র” মুভিটি নির্মাণ করেন আয়ান মুখার্জি। “ব্রক্ষ্মাস্ত্র” মুভির দুইটা পার্ট রিলিজ হবে। ২০১৯ সালে রিলিজ হওয়ার কথা থাকলেও করোনার জন্য এর মুক্তি পিছিয়ে যায়। অতি বৃহৎ পরিসরে সময় নিয়ে নির্মিত “ব্রক্ষ্মাস্ত্র” এর কাহিনী থেকে স্টার কাস্ট সবকিছুই ছিল চমকপ্রদ এবং উপভোগ্য। তবে কাহিনী নিয়ে অনেকেই সনালোচনাও করেছেন। তবে তাতে “ব্রক্ষ্মাস্ত্র”কে হিট হওয়া থেকে আটকাতে পারেনি কেউ।
অনেকেই মন্তব্য করেছিলেন বয়কটের হিড়িকে চরমভাবে ফ্লপ হবে “ব্রক্ষ্মাস্ত্র”। কিন্তু সব সমালোচনাকে উপেক্ষা করে মাত্র ৭ দিনেই ৩৫০ কোটি টাকা আয় করে ফেলে মুভিটি। ৯ সেপ্টেম্বর, ২০২২ সালে রিলিজ হওয়া “ব্রক্ষ্মাস্ত্র” মুভিটি ইতোমধ্যে এ পর্যন্ত বছরের সবচেয়ে বিগেস্ট হিটের তকমা পেয়ে গিয়েছে। পরবর্তী চমক দেখা যাবে ব্রক্ষ্মাস্ত্র পার্ট ২ এ। পৌরাণিক কাহিনীর সাথে আধুনিক যুগের মিশেলে কি চমক দেখান পরিচালক তা জানতে অপেক্ষায় থাকতে হবে ব্রক্ষ্মাস্ত্র পার্ট ২ এর!